গহনা তৈরীর জন্য ভালো স্বর্ণ কত ক্যারেট

হ্যালো বন্ধুরা,আমরা আজকে জানবো গহনা তৈরীর জন্য ভালো স্বর্ণ কত ক্যারেট এই বিষয় টি । আমরা

অনেকেই স্বর্ণ কিনে থাকি  কেউ ব্যবহার করার জন্য আবার কেউ ব্যবসা করার জন্য। আমরা যে উদ্দেশ্যেই

স্বর্ণ কিনে থাকি না কেনো আমাদের অবশ্যই স্বর্ণ কেনার আগে যাচাই করে কিনতে হবে । আর সবচেয়ে

সহজ নিরাপদ মাধ্যম হলো হলমার্ক যুক্ত সোনা কেনা । আর স্বর্নের ক্যারেট অনুযায়ি স্বর্নের দাম নির্ধারণ

করা হয়ে থাকে । ক্যারেটের মান যত নিচের দিকে যাবে স্বর্নের দাম তত কম হবে।কত ক্যারেটে  কতটুকু

 সোনা আছে সেটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই লেখা থেকে জানবো স্বর্ণের ক্যারেট

সম্পর্কে । আপনারা যদি আমার এই গহনা তৈরীর জন্য ভালো স্বর্ণ কত ক্যারেট লেখা টি মনোযোগ

সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনাদের আর কোন সমস্যা থাকবেনা। চলুন তাহলে

জেনে নেই-

গহনা তৈরীর জন্য ভালো স্বর্ণ কত ক্যারেট

গহনা তৈরীর জন্য ভালো স্বর্ণ কত ক্যারেট

২২ ক্যারেটের সোনার সাধারণত গহনা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে । ২২ ক্যারেটের স্বর্ণের ১০০%

এর মধ্যে ৯১ দশমিক ৬৭ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ। সাধারণত আমরা ২২ ক্যারেট এর সোনার গহনা তৈরি করে

থাকি কারণ এই সোনা ব্যবহারের জন্য অত্যন্ত মজবুত ও সুন্দর হয়ে থাকে। তাছাড়া আপনারা যদি ২২

ক্যারেট দিয়ে  তৈরি না করে ২৪ ক্যারেট দিয়ে তৈরী করেন তাহলে সেগুলো ব্যবহার করতে পারবেন না ।

কিংবা যদি আরো নিচের দিকে ক্যারেটের যে সোনা আছে সেগুলো ব্যবহার করেন তবেসেগুলো দেখতে

অনেক সুন্দর হবে । তাই আমাদের গহনা তৈরীর সময় সৌন্দর্য লক্ষ রেখে গহনা তৈরি করতে হবে।

স্বর্ণের ক্যারেট চেনার উপায়

আপনি যে স্বর্ণের গহনা,বাট কিংবা কয়েন  কিনছেন সেটা কত ক্যারেট সোনা এটা জানা হল সবচেয়ে বেশি

জরুরি। আর সবচেয়ে ভাল মাধ্যম হলো স্বর্ণের ক্যারেট দেখে স্বর্ণ কেনা। গহনা কিংবা যাই কিনুন সেগুলো

স্বর্ণের নিচের দিকে হলমার্ক করা থাকে। সাধারণত ক্যারেট অনুযায়ী স্বর্ণের নম্বর দেওয়া থাকে সেগুলো

হলো; ২৪,২২,২০,১৮,১৬,১৪ এবং ১০ হয়ে থাকে। এগুলো সংখ্যা যত উপরের দিকে থাকবে বুঝতে হবে সেই

স্বর্ণ বা সেই ক্যারেটের স্বর্ণ হল হল সবচেয়ে ভালো স্বর্ণ। কেনার আগে স্বর্ণের ক্যারেট সম্পর্কে জানা অত্যন্ত

জরুরি তাই যদি আপনারা আমাদের এই লেখা টি মনোযোগ দিয়ে পড়েন তাহলে স্বর্ণের ক্যারেট সম্পর্কে

বিস্তারিত জানতে পারবেন।

স্বর্ণের ক্যারেট কি

ক্যারেট হল মূলত স্বর্ণের একক এটা স্বর্ণের বিশুদ্ধতা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। স্বর্ণ বিশুদ্ধতার

পরিমাণ এবং ওজন ও  স্বর্ণের পার্থক্য বুঝার জন্য স্বর্ণের ক্যারেট সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরী বিষয়।

২৪ ক্যারেট  হল ১০০ শতাংশ  স্বর্ণ।  আর ২৪, ২২, ১৮, ১৪, ১০  এগুলো যত নিচের দিকে যাবে স্বর্ণের মান

তত কম থাকবে।  তাই আপনারা যদি আমাদের এই লেখা টি ভালোভাবে মনোযোগ সহকারে পড়েন তাহলে 

স্বর্ণ সম্পর্কে সু-ধারনা পাবেন।

এক ক্যারেট সমান কত ভরি

আমাদের সকলের নিশ্চয়ই জানা আছে ৯৬ রতিতে এক ভরি সে হিসাবে আমরা যদি ২৪ দ্বারা ৯৬ কে ভাগ

করি তাহলে জানব এক ক্যারেট সমান কত টুকু স্বর্ণ। তাহলে আমরা জানতে পারলাম ৪ রতি সমান এক

ক্যারেট। কিন্তু বিদেশ বা আন্তর্জাতিক বাজারে যদি আমরা সোনা কিনতে চাই তাহলে আমাদেরকে ভরি

হিসেবে না কিনে ক্যারেট হিসেবে আউন্স আউন্স কিনতে হয় কারণ বিদেশে সোনা বিক্রি হয় ক্যারেট

 হিসেবে। স্বর্ণ ওজন  করার জন্য আন্তর্জাতিক  বাজারের একক কিলোগ্রাম বা আউন্স ব্যবহার করা হয়ে

থাকে। আমাদের যদি আউন্স  হিসেবে ধারণা থাকে তাহলে  দেশে কিংবা বিদেশে যেখানেই হোক না কেনো

সুবিধা হবে। তার জন্য আমাদের সোনার দাম হিসেবেও ভালো ধারনা  থাকতে হবে ।সেজন্য অবশ্যই স্বর্ণের

ক্যারেট  জেনে নিন।

২২ ক্যারেট সোনা চেনার উপায়

বিয়ে, জন্মদিন ,সুন্নতে খাতনা এবং অনেকেই অনেক সময় ব্যবহার করার জন্য  সোনার গহনা কিনে থাকে।

 তবে আমাদের স্বর্ণের ক্যারেট  না জানার কারণে অনেকসময় ঠকে যেতে হয়। আর তাই আজকে আমরা

বলব ২২ ক্যারেটের সোনা কিভাবে চেনা যায় ।অবশ্যই আমাদের স্বর্ণের গহনার ২২ ক্যারেট এর হলমার্ক

যুক্ত সোনা ব্যবহার করতে হবে।  আর এই ২২ ক্যারেট সোনা চেনার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হল হলমার্ক

যুক্ত সোনা কেনা। গহনা কিংবা কয়েন আপনি যাই কিনে থাকেন না কেন তার মধ্যে নিচের দিকে খেয়াল

করলে হলমার্ক যুক্ত ২২ লেখা থাকবে আর এটাই হল ২২ ক্যারেট সোনা।

২১ ক্যারেট সোনা চেনার উপায়

আমরা বিভিন্ন সময়ে স্বর্ণ কিনে থাকি কোন সময় ব্যবহারের জন্য আবার কোন সময় ব্যবসা করার জন্য।যে

কারনেই কিনিনা কেনো আমাদের উদ্দেশ্য হল খাটি সোনা কেনা। আর ২১ ক্যারেট সোনা যদি আমরা কিনি

তাহলে অবশ্যই হলমার্ক যুক্ত ২১ ক্যারেট লেখা দেখে সোনা কিনতে হবে। তাহলে আর সোনা কিনে ঠকতে

হবেনা । আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

শেষ কথা

আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার এই গহনা তৈরীর জন্য ভালো স্বর্ণ কত ক্যারেট  লেখাটা

মনোযোগ সহকারে পরেছেন তারা অবশ্যই স্বর্ণের ক্যারেট সম্পর্কে ধারণা পেয়েছেন এবং তাদেরকে লেখা

টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ । আপনাদের যদি স্বর্ণ সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে

আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের প্রশ্নের উত্তর দিব

ইনশাআল্লাহ । আপনাদের জন্য নিম্নে আরো কিছু লেখার লিংক দেওয়া হলো । প্রয়োজন মনে করলে পড়তে

পারেন।

একই বিষয়ে পড়তে পারেনঃ

About 24 Favor

Check Also

National human trafficking awareness day 2023

National-human-trafficking-day is an International celebration event. If anyone celebrates this day he can use our …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *