কানাডা যাওয়ার যোগ্যতা- সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ একটি লিখাতে। কারণ ইউরোপের যতগুলো দেশ আছে
তার মধ্যে সবথেকে সুন্দর, এবং সুবিধাজনক দেশটি হচ্ছে কানাডা। যেখানে সবাই যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে। ইউরোপে
যারা বর্তমানে বসবাস করতেছে তারাও অনেক সময় এই দেশটিতে বসবাস করতে আগ্রহ প্রকাশ করে থাকে। কারণ এখানকার নিয়ম
কানুন, এবং ধর্মনিরপেক্ষতা সবাইকে আকর্ষণ করে। তাই আজকে আমি এখানে কানাডা যাওয়ার খরচ কত? কানাডায় যেতে কত
দিন লাগে? কানাডা যাওয়ার যোগ্যতা এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যাতে করে আপনার
মনের আশা পূর্ণ হতে পারে।আপনার যোগ্যতার যদি আমাদের লেখার সাথে মিলে যায় তাহলে আপনি খুব সহজেই কানাডায় যেতে
পারবেন। আর তাই সকল বিষয় ভালোভাবে বুঝার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
কানাডা যাওয়ার যোগ্যতা
বিশ্বের অনেক দেশ আছে যেখানে ইমিগ্রেশন নেয়ার সময় তেমন একটা যাচাই-বাছাই করা হয় না। বিশেষ করে মেডেলিস্ট এর যে
দেশগুলো আছে সেখানে কাজের জন্য, বা রেসিডেন্স এর জন্য খুব সহজ শর্তে যাওয়া যায়। কিন্তু আপনি যদি কানাডা যেতে চান
তবে অনেক যাচাই-বাছাই এর মধ্য দিয়ে যেতে হবে। কারণ এখানে যাওয়ার জন্য আপনাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে,
এবং আপনাকে যোগ্যতার পরিচয় দিতে হবে। আর তাই আপনি যদি তাদের আইন অনুযায়ী যোগ্য হন তবেই কেবল আপনি সেই
দেশে প্রবেশ করতে পারবেন। আর এই দেশে যাওয়ার জন্য যোগ্যতার মাপকাঠি তে যে বিষয়গুলো থাকতে হয় তা হচ্ছে নিম্নরূপ-
- শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচ.এস.সি পাস হতে হবে।
- ইংরেজী অথবা ফ্রেন্স ভাষা বলার ও বুঝার দক্ষতা থাকতে হবে।
- পূর্ব চাকরির অভিজ্ঞতার সনদপত্র।
- জাতীয় পরিচয় পত্র বা ন্যাশনাল কার্ড থাকতে হবে।
- আবেদন কারীর সরকার কতৃক অনলাইন জন্ম সনদ থাকতে হবে।
- আবেদন কারী বিবাহিত হলে তার বিবাহিত কাগজ পত্র লাগবে।
- যে চাকুরিতে আবেদন করবেন সেই ধরনের চাকুরির ১ বছরের দক্ষতা থাকতে হবে।
- ব্যাংক সলভেন্সি থাকতে হবে।
- পুলিশ ক্লিয়ারেন্স।
সাধারণত সবার জন্য এই ধরনের কাগজ পত্র লাগে। তবে অনেক সময় দেখা যায় আরো কিছু কাগজ পত্র লাগতে পারে।
কানাডায় যাওয়ার খরচ কত
কানাডায় যাওয়ার খরচ কত- সকল যোগ্যতা থাকার পরে এবার আসে কানাডায় যেতে কত খরচ কত হবে? কারণ এই প্রশ্নটিই
সবাই করে থাকেন। যেহেতু এটি হচ্ছে ইউরোপের একটি দেশে, অনেকেই মনে করে থাকেন এখানে যাওয়ার জন্য অনেক টাকা-
পয়সা খরচ হয়। মূলথ কত টাকা লাগে সেটা জানেনা। যার ফলে তাদের আর কানাডা যাওয়া হয় না। তাই তাদের সাথে আজ
বিস্তারিত আলোচনা করবো । আপনি যদি এই দেশটিতে যেতে চান তবে কি কি বিষয়ে কত টাকা লাগবে। আর তা নিচের চার্ট
দেখলেই বুঝতে পারবেন মোট কত টাকা খরচ হবে। এর সাথে আপনি যদি কোন এজেন্সির মাধ্যমে জান তবে তাদেরকে কমিশন
দিতে হবে। আর সেই কমিশনের টাকার পরিমাণ নিচের অংকের সাথে যোগ হবে।
- আই.এল.টিে.এস করতে লাগবে =২০০০০ টাকা
- ই..সি.এ( এরাউন্ড) = ২০০০০/-
- বায়োমেট্রিক করাতে =৬৬৮০/-
- মেডিক্যাল পরিক্ষা =২৩৫৮২/-
- আবেদন প্রক্রিয়া করণ ফি =৬৪৮৫০/-
- স্থায়ী বসবাসের ফি = ৪০০০/-
- অন্যান্য খরচ ,নোটারি ইত্যাদি = ১৫০০০/-
- ব্যাংক ব্যালেন্স থাকতে হবে = ১০,১৮,৫,০০/-
কানাডা যেতে কতদিন লাগে
কানাডা যেতে কতদিন লাগে– আমাদের কাছে অনেকেই এই প্রশ্ন করে থাকেন। আমি কানাডা যেতে চাই সে ক্ষেত্রে আমার কত
দিন সময় লাগবে? আসলে এর উত্তর কেউ আপনাকে সহজ ভাবে দিতে পারবে না। তাই আজ আমি আপনাদের কানাডা যেতে কত
দিন সময় লাগবে সেই বিষয়টি নিয়ে এখানে বিস্তারিত তুলে ধরার চষ্টা করবো । যাতে করে আপনি এই বিষয়টি খুব সহজেই বুঝতে
পারেন। একই সাথে সেই অনুযায়ী বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। তবে আপনি যে কোন ভিসাতেই কানাডা যেতে চান
তার আগে আপনি এই দেশের সরকারী সাইটে গিয়ে তার জন্য কত দিন সময় লাগবে সেটা চেক করে নিতে পারবেন। এছাড়াও
আপনাদের সুবিধার জন্য এই লিংক এখানে দেয়া হলো আপনি ক্লিক করে সেখান থেকে সময়ের বিষয়ে জেনে নিতে পারবেন।
(সময় চেক করার জন্য এখানে ক্লিক করুন)
কানাডা যাওয়ার যোগ্যতা এর শেষ কথা
আশা করি উপরোক্ত লেথার তথ্য মোতাবেক , আপনার যদি যোগ্যতা ও টাকা-পয়সা থাকে তাহলে আপনি পৃথিবীর সুন্দরতম এই
দেশটিতে যেতে পারেন। কারণ এখানে একবার যেতে পারলে আপনার জীবন সেটেল হয়ে যাবে। আপনাকে আর পিছনে ফিরে
তাকাতে হবে না। তাই উপরোক্ত তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে, এবং কাজে লেগে থাকে তবে অবশ্যই সবার সাথে শেয়ার
করার অনুরোধ রইল। এছাড়াও বিদেশের ব্যাপারে আমাদের আরও অনেক লেখা আছে। আপনি ইচ্ছে করলে সেই লেখাগুলো
পড়তে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল
থাকুন সুস্থ থাকুন।
আরো পড়তে পারেনঃ
কানাডায় নাগরিকত্বের প্রয়োজনীয়তা
কানাডায় নাগরিকত্ব পাওয়ার উপায় বা সিটিজেনশিপ
কাতার থেকে পর্তুগাল যাওয়ার উপায়