কানাডায় যেতে কি কি কাগজ পত্র লাগে- আমরা অনেকেই কানাডা যেতে চাই কিন্তু যাওয়ার জন্য কি কি লাগবে সে বিষয়টি
জানিনা। আর তাই যখন আমরা এই দেশটিতে যাওয়ার জন্য মনস্থির করে ফেলি তখন আমরা বিভিন্ন জায়গায় দ্বারস্থ হই। আর তখন
আমাদের কাগজপত্র নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই। কারণ কি কি কাগজপত্র লাগবে সে বিষয়টি আমাদের জানা না থাকার করণে
অনেক ভোগান্তির স্বীকার হয়ে থাকি। তাই আপনি যদি পূর্বেই জেনে নিতে পারেন কানাডা যাওয়ার জন্য আপনার কি কি কাগজপত্র
প্রয়োজন হবে? এবং ভিসা আবেদন ফরম কোথায় পাবেন। তাহলে আপনার কানাডা যাওয়া অনেক সহজ হয়ে যাবে। এছাড়াও এখান
থেকে জানতে পারবেন। বাংলাদেশের কোথায় কানাডার এম্বাসি। এই সকল বিষয় জানার জন্য আমার এই কানাডায় যেতে কি কি
কাগজ পত্র লাগে লেখাটি পড়ুন তাহলে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
কানাডায় যেতে কি কি কাগজ পত্র লাগে?
কানাডায় যেতে কি কি কাগজ পত্র লাগে?- বর্তমান সময়ে যে কোন কাজের মূল চালিকা শক্তি হচ্ছে, সেই কাজ করার জন্য
প্রয়োজনীয় কাগজপত্র। কারণ যখন কোনো নিয়োগকর্তা, বা এজেন্সি আপনাকে সেই প্রতিষ্ঠানের জন্য, বা দেশের জন্য নিয়োগ
করবে তখন প্রথমেই আপনাকে তারা দেখে না দেখবে আপনার কাগজ পত্র। তাই তারা আপনাকে বিচার-বিশ্লেষণ করবে আপনার
কাগজপত্র দেখে। যদি আপনার কাগজপত্রগুলো সঠিক থাকে, এবং নির্ভুল থাকে তবে খুব সহজেই আপনি যে কোন দেশে যাওয়ার
জন্য নির্বাচিত হয়ে যাবেন। কারণ কাগজপত্রে হচ্ছে আপনাকে নির্বাচনের প্রথম ধাপ। সেক্ষেত্রে কানাডা যাওয়ার জন্য আপনার
বেশ কিছু কাগজপত্র লাগবে, কিন্তু অনেকেই আমরা জানি না কি কি কাগজপত্র লাগবে? তাই সবাইকে জানানোর জন্য, এবং
আপনার পূর্বপ্রস্তুতি যেন সুন্দর হয় সে জন্য কানাডা যাওয়ার জন্য যে কাগজপত্র গুলো লাগবে তার লিষ্ট আপনাদের সামনে তুলে
ধরা হলো। –
- সাদা ব্যাকগ্রাউন্ড 35/35 সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ২ কিপি।
- এইচ.এস.সি বা সমমানের পরক্ষীর সার্টিফিকেট লাগবে।
- চাকরির অভিজ্ঞতার সনদপত্র। যে পেশায় আপনি কাজের জন্য যাবেন সেই কাজের উপর নূন্যতম ১ বছরের।
- এন আই ডি বা জন্ম সনদ অনলাইনের।
- বিবাহের সনদপত্র বা কাবিননামা।
- ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।
- মেডিকেল রিপোর্ট।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- একটি বৈধ পাসপোর্ট লাগবে ন্যূনতম এক বছর মেয়াদ থাকতে হবে।
এখানে যে কাগজ পত্র গুলোর কথা উল্লেখ করা হলো তা কেবল সরকারীভাবে কানাডায় যাওয়ার জন্য লাগবে। এছাড়াও আপনি যদি
অন্যান্য প্রোগ্রামে যেতে চান তবে আরো কিছু কাগজ পত্র লাগতে পারে। তার জন্য আামাদের আরো লেখা আছে সেই লেখা গুলো
পড়লে আপনার কাছে বিষয়টি পরিস্কার হবে। তাছাড়া আপনি যে প্রোগ্রামে যাবেন তাদের চাহিদা মোতাবেক কাগজ পত্র জমা দিতে
হবে। কারণ হিসেবে দেখা যায় কিছু কাগজ পত্র আছে কমন বাকি কিছু কাগজ পত্র প্রোগ্রাম ভেদে ভিন্ন হয়ে থাকে।
আরও পড়ুনঃ কানাডা স্টুডেন্ট ভিসা ২০২৪ | কিভাবে যাবেন, খরচ কত ও ভিসা প্রসেসিং
কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩- যখন কেউ কানাডা হতে জব অফার লেটার, বা স্টুডেন্ট অফার লেটার পেয়ে যায় তার
পরবর্তীতে তাদের প্রয়োজন পড়ে ভিসা আবেদন করার। আর এই ভিসা আবেদন করার জন্য কানাডা সরকার কর্তৃক নির্দিষ্ট ফরম
রয়েছে । আপনি যদি সেই ফরম ব্যতীত অন্য কোন উপায়ে আবেদন করেন সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবেনা।
তাই আপনার জন্য এই ফরমটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই ফরমটি পেতে চান তবে আমাদের নিচের লিংকটি অনুসরণ
করেন। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এবং প্রয়োজনীয় তথ্য পুরন করে আপনি বিএসএফ অফিসে গিয়ে হাতে
হাতে জমা দিতে পারবেন। অথবা অনলাইনের মাধ্যমেও ভিসা আবেদনের জন্য ফরমটি জমা দিতে পারবেন।
এছাড়াও আপনি যদি অনলাইনে গিয়ে সরাসরি আবেদন করতে চান তবে নিচে দেয়া লিংক অনুসরণ করুন। এর পরেও যদি বুঝতে
অসুবিধা হয় তবে আমার কাছে কমেন্স করে জেনে নিন। আমি সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত যেন আপনার বুঝতে কোন
সমস্যা না হয়।
অনলাইনে ভিসা পাওয়ার জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন।
বাংলাদেশে কানাডার এন্বাসি কোথায়?
বাংলাদেশে কানাডার এন্বাসি কোথায়?- অনেকেই প্রশ্ন করে থাকেন বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায়? কারণ বিভিন্ন কারণে
কানাডার এম্বাসিতে আপনার যোগাযোগ করার প্রয়োজন পড়বে । বিশেষ করে যারা কানাডায় যেতে চান তাদের জন্য কানাডা এম্বাসি
একান্ত অপরিহার্য । কারণ আপনাকে কোন না কোনভাবে কানাডা এম্বাসি তে যেতেই হবে। তাই সবার সুবিধার্থে নিচে কানাডা এম্বাসি
প্রয়োজনীয় টেলিফোন ও ইমেইল নাম্বার সহ তাদের অফিসের ঠিকানা প্রদান করা হলো। যাতে করে আপনি খুব সহজেই কানাডার এম্বাসি যেতে পারেন।
কানাডায় যেতে কি কি কাগজ পত্র লাগে এর শেষ কথা
আমার বিশ্বাস আপনি পরিপূর্ণ একটি ধারণা পেয়েছেন কানাডায় যেতে কি কি কাগজ পত্র লাগে এই লেখা থেকে। আর এই
কাগজপত্র গুলো আপনি সংগ্রহ করুন যেন কানাডা যাওয়ার পথ সুগম হয়। এছাড়াও আমাদের আরো অনেকগুলো লেখা আছে,
কানাডা যাওয়ার বিষয়ে আপনাদের সুবিধার জন্য সেই লেখা গুলোর লিংক নিচে দেওয়া হলো। আপনি প্রয়োজন মনে করলে
সেগুলোও পড়ে দেখতে পারেন। এছাড়াও যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
আমরা আপনাদেরকে বিনা পয়সায় সহযোগিতা করব, এবং দেখিয়ে দিব কিভাবে আপনি নিজে নিজেই কানাডা যেতে পারেন।
লেখাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত কানাডায় যেতে কি কি কাগজ
পত্র লাগে পড়ার জন্য। আপনার কানাডা যাওয়া সফল হোক এই প্রত্যাশা নিয়েই আজকের মত বিদায় নিচ্ছি।
আরো পড়তে পারেনঃ
কানাডায় নাগরিকত্বের প্রয়োজনীয়তা
কানাডায় নাগরিকত্ব পাওয়ার উপায় বা সিটিজেনশিপ
কাতার থেকে পর্তুগাল যাওয়ার উপায়