কল্পনা নিয়ে উক্তি – এই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো, কল্পনা হচ্ছে মানুষের এমন একটি শক্তি, যে শক্তির
মাধ্যমে মানুষ তার নিজেকে খুঁজে পায়। এর সাথে আরো খুঁজে পায় তার অস্তিত্বকে এতে করে খুঁজে পেতে সহজ হয় তার
মহান সৃষ্টিকর্তা কে। আর এই কল্পনা দিয়ে মানুষ পৃথিবীর সর্বোচ্চ স্থানে বিরাজ করতে পারে। শুধু তাই নয় এই কল্পনা দিয়ে মানুষ
তারা আধ্যাতিক জগতে প্রবেশ করতে পারে। কল্পনাশক্তি হচ্ছে মানুষের এমন একটি শক্তি যার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার
নৈকট্য লাভ করা যায়। আর তাই আসুন আজকে সেই কল্পনা নিয়ে এমন কিছু উক্তি, এমন কিছু কবিতা ও এমন কিছু ছন্দ
লিখব যেগুলো আপনার হৃদয়কে নাড়া দেবে। যেগুলো আপনার মনকে করবে আরোও বেশি শক্তিশালী । যা আপনার
মনের কল্পনাকে আরো উন্নত করবে। আর তাই আমাদের কল্পনায় যেন কখনো খারাপ কিছু না আসে ,সব সময় যেন ভালো
কিছু কল্পনা করতে পারি। সে প্রত্যাশা নিয়ে আজকে শুরু করছি। আশাকরি প্রথম থেকে শেষ পর্যন্ত কল্পনা নিয়ে উক্তি
লেখাটা আপনাদের অনেক ভালো লাগবে।
কল্পনা নিয়ে উক্তি কবিতা ছন্দ ও স্ট্যাটাস
কল্পনা নিয়ে উক্তি কবিতা ছন্দ ও স্ট্যাটাস- কি করে বলবো একটি মানুষ তার কল্পনা দিয়ে ও তার চিন্তা শক্তি দিয়ে
কতটুক উন্নত হতে পারে। একটি মানুষ সুস্থ আছে কিনা তাও তার কল্পনা শক্তি বলে দেয়। আর এই বিষয়ে যদি আপনি
নিজেকে বিচার করতে চান, তাহলে আগে বিচার করুন আপনার কল্পনা শক্তিকে । আপনি কি কল্পনা করেন? তবে নিজের
ভালো-মন্দ নিজেই বিচার করতে পারবেন। আপনার কল্পনা যদি হয় ভালো, তাহলে ধরে নিবেন আপনি একজন ভালো
মানুষ। আর আপনার কল্পনা যদি হয় খারাপ তবে ধরে নিবেন আপনি একজন খারাপ মানুষ। একটি মানুষের কাজের
বহিঃপ্রকাশ হচ্ছে তার কল্পনার ফল। তাই মানুষ ভালো কল্পনা করলে ভালো কাজ করে, আর খারাপ কল্পনা করলে খারাপ
কাজ করে থাকে । যেহেতু মহান সৃষ্টিকর্তা আমাদের সবকিছুই জানে এবং যা আমরা মনে মনে কল্পনা করেছি, তাই
আমাদের প্রতিটি কাজকর্মে কথাবার্তা চালচলনে কল্পনায় সব সময় ভালো হওয়া উচিত। আর এখানে কিছু কল্পনা নিয়ে
উক্তি, কবিতা ও ছন্দ দিব। যেগুলো আপনাদের মনকে নাড়া দেবে , আর যদি এই সকল আপনার মনকে নাড়া দেয় তবে
লেখাটি সার্থক হবে।
কল্পনা নিয়ে উক্তি
কল্পনা নিয়ে উক্তি আমাদের সবার কল্পনাশক্তি আরো বেশি জাগ্রত করবে। আর তার জন্য কিছু উক্তি প্রধান করবো যেগুলো
আমাদের কল্পনা শক্তিকে শক্তিশালী করার মাধ্যমে তা বাস্তবে রূপদিবে। এখানে যে উক্তি গুলো শেয়ার করবো তা যেন
আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন।কারণ এই বিষয় গুলো আমাদের সবার জন্য জান প্রয়োজন ।
- যারা ভালো মানের কল্পনা করতে জানে তারা অনেক ভালো মানের কাজও করতে পারে।
- তুমি ভালো কল্পনা করে যাও দেখবে তুমার হাত পা ভালো কাজ করতেছে।
- যার কল্পনা যত বেশি ভালো সেই মানুষটি ততবেশি ভাল একজন মানুষ।
- শারীরিক শক্তি দিয়ে নয় কল্পনা শক্তি দিয়ে কারো মন জয় করার চেষ্টা করতে হবে।
- যদি কারো কল্পনা খারাপ হয় তাহলে ধরে নিতে হবে সে অসুস্থ্য। খুব তাড়া তাড়ি তার চিকিৎসা প্রয়োজন।
কল্পনা নিয়ে কবিতা
এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো যাতে করে আপনি এই কবিতার মাধ্যমে আপনার
কল্পনা শক্তিকে কার্যকর করতে পারেন। কারণ এই শক্তি যদি আপনি কাজে লাগাতে পারেন তবে আপনি সুপার শক্তিতে
রুপান্তরিত হতে পারবেন। কারণ আমাদের বাহ্যিক শক্তির চেয়ে বড় শক্তি হচ্ছে কল্পনা শক্তি। আর তাই ব্যবসায়ীগনের মধ্যে
যাদের কল্পনা শক্তিতে ভালো তারা সফল হয় বেশি।
মনের কল্পনা
কল্পনাতে ভাবি আমি আজকে ভালো হবো
সবার সাথে মিলে মিশে একই সাথে রব।
একটু পরেই ভুলে যাই সব ভালো হওয়ার কথা
সমাজ থেকে বিদায় হলো ভালো কাজের প্রথা।
কলকারখানা আর যন্ত্র গুলো আবেগ নিলো কেড়ে
মানুষ তাই আজ যন্ত্র হলো দ্বন্ধ গেলো বেড়ে।
এখন তাই আর পায়না দুঃখ অন্যের কষ্ট্য দেখে
মানুষ মারার কায়দা শেখে সাথে বন্ধুক রেখে।
একটুতেই হয় মাথা গরম ,খারাপ কাজে নাইকো শরম
অর্থলোভের আসায় সবাই করছে ছুটো ছুটি।
ইচ্ছে করে মনে আমার পারতাম যদি অমি তবে
শক্ত করে ধরতাম চেপে তাদের খারাপ কাজের ঝুটি।
কল্পনা নিয়ে ছন্দ
ছন্দের মাধ্যমে কল্পনা শক্তির প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হলো । আশাকরি আপনাদের ছন্দ গুলো অনেক
বেশি ভালোলাগবে। কারণ এই ছন্দ গুলো একদম নতুন এবং আনকমন আপনি ইচ্ছে করলে এই ছন্দ গুলো সবার সাথে
শেয়ার করতে পারবেন।
যা করি কল্পনা তা কিন্তু অল্পনা
ভালো কাজ করবো আমি
তা কিন্তু আমার বানানো গল্পনা।
কল্পনা কর সুন্দর অতি
তাতে তুমার হবেনা ক্ষতি।
হাজার কল্পনা নিয়ে বাঁচি আমি
আমার কল্পনা গুলো হীরের চেয়েও দামি।
তুমার মনের কল্পনাতে
আমায় কিন্তু রেখো
মনে হলে মাঝে মাঝে
আমার দেয়া ছবি দেখো।
ভালো কছু কল্পনাই দিবে তুমায় বলে
মানুষ নাকি জানুয়ার তুমি
বিশ্ব মানব এই কূলে।
কল্পনা নিয়ে স্ট্যাটাস
বর্তমানে স্ট্যাটাস দ্বারা নিজের মনের আবেগ প্রকাশ করা হচ্ছে অনেক সহজ একটি মাধ্যম। আর বিভিন্ন সামাজিক যোগা
যোগ মাধ্যম সেই কাজটাকে আরো বেশি সহজ করে দিয়েছে। তাই সকাল হলেই দেখা যায় সবাই তার নিজের সম্পর্কে
বিভিন্ন ধরনের মন্তব্য লেখে পোষ্ট করছে। আর এর জন্য এখানে কিছু কল্পনা নিয়ে স্ট্যাটাস দিবো যেগুলো পড়লে
আপনাদের অনেক ভালো লাগবেে এবং এগুলো সবার সাথে শেয়ার করতে পারবেন।
- যে যত বেশি ভালো কল্পনা করতে পারে তার দ্বার ততবেশি ভালো কাজ করা সম্ভব হয়।
- ভালো কল্পনাই আপনাকে সৎ মানুষ হওয়ার অনুপ্রেরণা দিবে।
- যে লোক তার কল্পনায় সৎনয় সে তার কাজে কখনও সৎ হতে পারেনা।
- মহৎ কল্পনা গুলোই মহৎ কাজ করার জন্য উৎসাহ দিয়ে থাকে।
- প্রতিটি মানুষ যদি তার কল্পনায় ভালো হতো তবে পৃথীবিতে কোন প্রকার দ্বন্ধ দেখা যেত না।
কল্পনা নিয়ে উক্তি এর শেষ নিবেদন
পরিশেষে উপরোক লেখা কল্পনা নিয়ে উক্তি টির মাধ্যমে সকলের কল্পনাশক্তি হোক সুন্দর, এবং সেই সুন্দর কল্পনাগুলো
সবার জীবনে বাস্তবায়ন হোক এ প্রত্যাশা রাখি। এ লেখাটির ছাড়াও আমাদের সাইটে আরো অনেক সুন্দর সুন্দর লেখা আছে,
যে লেখাগুলো আপনাদের পারিবারিক ও সামাজিক জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তাই আপনি চাইলে সেই
লেখাগুলোও পড়তে পারেন। আশাকরি সেই লেখাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। এই লেখা টি যদি আপনাদের
ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত কল্পনা নিয়ে উক্তি
পড়ার জন্য । সুস্থ থাকুন, সুন্দর থাকুন এ প্রত্যাশায় আজকের মত বিদায়।