24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস ছন্দ ও কবিতা

Greetings

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস ছন্দ ও কবিতা

24 Favor February 12, 2024

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা – ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির জন্য এক গৌরবগাথা দিন । এই দিনটাতে বাঙালি

জাতি পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা । আপামর জনতা ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালির আকাশ মুক্ত হয়েছিল

দানবের হাত থেকে। আর এই দিনটাকে বাঙালি জাতি মনে রাখে অনেক আনন্দ ভরে। এই দিনটা যেন সবার কাছে মুক্তির

বার্তা নিয়ে আসে, আর তাই এই দিনটাকে বাংলাদেশ সরকারসহ বিভিন্ন সংস্থা তাদের বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎযাপন

করে থাকে। যার ফলে চারদিকে ভয়ে যায় আনন্দের জোয়ার । আর তাই আজও সেই আনন্দটা আমরা স্মরণ করে থাকি।

১৬ই ডিসেম্বর আসলেই এই দিনটাকে স্মরণীয় করার জন্য, এই দিন সম্পর্কে বিভিন্ন শুভেচ্ছা ,বাণী, উক্তি সবার সাথে শেয়ার

করার প্রয়োজন অনুভব করে থাকি। যাতে করে এই দিনটা সবার কাছে আরো সাফল্যময় করে তোলা যায়। যাতে করে নতুন

জেনারেশনের কাছে আমাদের শহীদের কথা ছড়িয়ে যায়। একই সাথে তারা যেন বুঝতে পারে তাদের আত্নত্যাগের কথা।

প্রথম থেকে শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা লেখাটা পড়লে আপনার অনেক ভালো লাগবে, এবং

এখান থেকে বিভিন্ন শুভেচ্ছা, বাণী ও উক্তি ক্যাপশন আপনি ব্যবহার করতে পারবেন আপনার বন্ধু বান্ধবের সাথে।

১৬ ডিসেম্বর ১৯৭১ এর ইতিহাস

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্থানী হানাদার বাহিনির ৯১৬৩৪ সদস্য,

বাংলাদেশের কাছে যুদ্ধ বিরতির ঘোসনা দিয়ে অস্ত্র জমাদিয়ে আত্মসমর্পণ করে। আর এর মধ্য দিয়ে সূচনা হয় নতুন একটি

রাষ্ট্রের। যর ফলে এই দিনটিকে দেখা হয় বাংলাদেশিদের জন্য বিজয়ের দিন হিসেবে। সেই ১৯৭১ সালের পরহতে এই

দিনটিকে বাংলাদেশ সরকার ছুটির দিন ঘোসনা সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে । যার মধ্যে জাতিয় কুচকাওয়াজ ও সাভারে

জাতীয় স্মৃতিসৌধে পুষ্প অর্পণ। এছাড়াও ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে এই দিনের অনুষ্ঠান শুরু করা হয়। যার মূল

উদ্দেশ্য হলো সকল শহীদের স্বরণ করে রাখা ও বাংগালি জাতীর বিজয় উৎযাপর করা।

১৬ ডিসেম্বর কি বার ছিল বা 1971 সালের 16 ডিসেম্বর কি বার ছিল?

অনেকেই প্রশ্ন করে থাকেন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কি বার ছিল? অনেক সময় অনেক ঘাটা ঘাটি করেও এই দিনটি

সম্পর্কে খুব কমই তথ্য পাওয়া যায় । আর তাই যাদের মনে এই প্রশ্নটি আসে বা বিভিন্ন প্রতিযোগীতা মূলক পরিক্ষায় প্রশ্নের

উত্তর দেয়ার জন্য এই দিনটি সম্পর্কে খোঁজ করে থাকেন তবে এই অংশটুকু আপনার জন্য। তাহলে জেনে নেয়া যাক এই

দিনটি কি বার ছিল । বাংগালী জাতীর সবথেকে বড় অর্জনের এই শুভদিনটি ছিল -১৬ই ডিসেম্বর ছিল বৃহস্পতিবার

১৬ ডিসেম্বর  কি দিবস পিক

যাদের মনে প্রশ্ন জাগে যে ১৬ ডিসেম্বর কি দিবস? অনেকেই এই কথাটি শুনে হাঁসতে পারে। কিন্তু একটি বিষয় সবার জানা

নাও থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় এই বিষয়ে অনেকের জানাশুনা অনেক কম। এছাড়াও বর্তমান যুগের

ছেলেমেয়েরা সহ ভবিষৎতে যারা আসবে তারা এই দিন সম্পর্কে নাও জানতে পারে আর তাই সবাই যেন এই দিনটি

সম্পর্কে  জ্ঞান লাভ করতে পারে তার জন্যই মূলত আমার এখানে লেখা। এই দিনটি মূলত স্বাধীনতা দিবস বা বিজয় দিবস

হিসেবে পরিচিত। আর তাই সবাই এই দিনটিকে বিজয়ের দিন হিসেবে পালন করে থাকে।

১৬ ডিসেম্বর বিজয় দিবস বক্তব্য

ডিসেম্বর মাস আসলেই সকল নেতাদের মধ্যে বক্তব্য দেয়ার এক উৎসব শূরু হয়ে যায়। আর তাই তখন অনেক নেতা চিন্তায়

পড়ে যায় কি ধরনের বক্তব্য দিতে হবে। অনেক সময় অনেকেই বুঝতে পারেনা। এই দিনটিকে সামনে রেখে যে বক্তব দিব

সেটা কি ধরনের হবে। আর তাই সাধারণ জনগন অনেক সময় নেতাদের নিয়ে হাঁসা হাসি করে থাকে। আর আপনার

ক্ষেত্রেও যেন এই রকম না হয় তার জন্য আমার দেয়া কিছু প্রয়োজনীয় টিপস গ্রহন করুন আর এই টিপস গুলো অনুসরণ

করে আপনার বক্তব্য দিন দেখবেন সবাই আপনার বক্তব্যের প্রশংসা শুরু করে দিয়েছে। আর সেই টিপস গুলো হলো

নিম্নরুপ-

  • ১৬ ডিসেম্বর সম্পর্কে তথ্য জানতে হবে।
  • আপনার বক্তব্যর মধ্যে এই দিনের তথ্য যোগ করতে হবে।
  • বক্তব্যকে অনেক লম্বা করা যাবেনা।
  • মুখের ভাষা সুন্দর হতে হবে।
  • কাওকে আক্রমণ করে কথা বলা যাবেনা।
  • কোন ভূল তথ্য উপস্থাপন করা যাবেনা।
  • যে খানে বক্তব্য দিবেন পারলে সেই অঞ্চলের আঞ্চলিক ভাষা ব্যবহার করার চেষ্টা করবেন।
  • আপনার বক্তব্য কোন বয়সের মানুষ শুনছে সেটা লক্ষ রাখতে হবে।
  • এলাকার মানুষের সবথেকে চাহিদা কি সেই বিষয়ে লক্ষ রাখতে হবে।

এছাড়াও আপনি যদি আমাদের মহান নেতা জনপ্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বহুল প্রচারিত সবার হৃদয় অর্জন

কারী ভাষণটি শুনতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করুন, এবং এখান থেকে শোনাতে পারবেন সেই বহুল প্রচারিত

ভাষনটি (এখানে ক্লিক করুন)

১৬ ডিসেম্বর ২০২২ কততম বিজয় দিবস

সাধারণত সবার মনে একটি প্রশ্ন থাকে জাতির এই মহান বিজয়ের দিনটি কবে হবে। আর তাই আসুন আজকে জেনে নেই

২০২২ সালের যে ১৬ ডিসেম্বর এর এই মহান বিজয়ের দিনটি কবে হবে সেই বিষয়ে। যাদের মনে এই দিনটি সম্পর্কে জানার

জন্য আগ্রহ তাদের জন্য উত্তরটি হলো ৫২তম বিজয় দিবস।

১৬ ডিসেম্বর বিজয় দিবস ছবি

অনেক সময় ব্যানার বানানোর জন্য বা বিভিন্ন স্লোগান লেখার জন্য প্রয়োজন হয় সুন্দর সুন্দর ছবির । আর এই ধরনের ছবি

দেখা যায় অনেক সময় পাওয়া যায়না। আর তখন ব্যনার বা বিভিন্ন পোষ্টার বানানোর কাজে সমস্যায় পড়ে যাই।আর তাদের

কাজের সুবিধার জন্য নিচে কয়েকটি সুন্দর সুন্দর ১৬ ডিসেম্বরের ছবি দেয়া হলো যা আপনাদের অনেক ভালো লাগবে।

আর সে গুলো হলো নিম্ন রুপ।

মহান বিজয় দিবসের ছবি-১

মহান বিজয় দিবসের ছবি-১

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা

ছোট কিংবা বড় সবার মনেই এই দিনটিকে ঘিরে থাকে আনন্দের উচ্ছ্বাস। আর তাই এই দিনটিকে ঘিরে সবার মনেই

আনন্দের জোয়ার বয়ে যায়। আর এই আনন্দকে ভাগাভাগি করার জন্য সবাই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাস্ত

হয়ে পড়ে। আর সেই সময় সকলে খোঁজ করতে থাকে সুন্দর সুন্দর বিজয় দিবসের শুভেচ্ছা। আর আপনাদের সেই লক্ষকে

সামনে রেখে নিচে বেশ কিছু সুন্দর সুন্দর শুভেচ্ছা প্রদান করা হলো যে গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

মহান বিজয়ের এই দিনটি
তোমার জীবনে বয়ে আনুক
অনাবিল সুখ আর শান্তি।
এই প্রত্যাশায় তোমার বন্ধু।

 

হাসিতে হাসিতে দিয়েছে যারা প্রাণ
কি দিয়ে সুধাবো এই ঋণ
তাই মহান বিজয় দিবসে
 আমার ভালোবাসার সালাম নিন

বিজয় দিবসের বক্তব্য pdf

অনেকেই বিজয় দিবসের বক্তব্য প্রদানের জন্য বিভিন্ন বক্তব্যর  ফর্মুলা গ্রহণ করে থাকে। আর এই জন্য তারা বিজয়

দিবসের বক্তব্য হুবহু কপি করার জন্য পিডিএফ ফাইল খুঁজে থাকেন। যেখান থেকে তারা বক্তব্য গুলো মুখস্থ করে বিভিন্ন

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করতে পারে। আর যারা এই ধরনের বক্তব্য খুঁজতেছেন তাদের জন্য আমার উপরোক্ত উপদেশই

যথেষ্ট। আপনি শুধু ‍উপরোক্ত কথ গুলো স্মরণ করে আপনার বক্তব্য প্রদান করবেন। অর্থাৎ আপনি যখন বক্তব্য দিবেন

সেই তথ্যগুলো সংযুক্ত করতে পারেন তবে দেখবেন আপনার উপস্থাপন কত সুন্দর হয়েছে। আর এই ভাবেই বক্তব্য দিলেই

যথেষ্ট। আপনার এর জন্য বাড়তি কোন পিডিএফ ফাইল প্রয়োজন হবে না।

বিজয় দিবসের স্ট্যাটাস ২০২২

বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর জন্য অনেকেই স্ট্যাটাস খোঁজ করে থাকেন। আর যার এই ধরনের স্ট্যাটাস খোঁজ

করতেছেণ তাদের জন্য আমরা এখানে দিব বেশ কিছু নতুন এবং আনকমন স্ট্যাটাস যে গুলো আপনাদের অনেক ভালো

লাগবে। অনেক কষ্ট করে সেগুলো খোঁজাখুঁজি করতে হবে না। যেহেতু এই দিনে সবাই চায় তার বন্ধুদের সাথে বিজয়ের

আন্দ ভাগাভাগি করতে তাই বিজয় দিবসের স্ট্যাটাস গুলো সবার কাছে হয়ে ওঠে অনেক জনপ্রিয় । নিচে অনেক সুন্দর

সুন্দর স্ট্যাটাস দেয়া হলো যে গুলো আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন।

বিজয় দিবস নিয়ে ছন্দ

অনেকেই ছন্দ খুবই পছন্দ করে থাকে। তাই দেখা যায় বিজয় দিবস আসেলেই সুন্দর সুন্দর ছন্দ খোঁজ করে থাকেন ।

আজকের আয়োজন মূলত তাদের জন্যই। এখানে আমি আাজকে খুব সুন্দর সুন্দর ছন্দ আপনাদের সাথে শেয়ার করবো যা

আপনারা ইচ্ছে করলে সবার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন। যে ছন্দ গুলো এক দম নতুন এবং

আনকমন। যা আগে কখনো কেউ কোনদিন শেয়ার করেনাই। কারণ এই ছন্দ গুলো আপনাদের জন্য অনেক কষ্ট করে

সংগ্রহ করা হয়েছে। তবে আর কথা না বাড়িয়ে নিচের ছন্দ গুলো দেখে নিন আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করার

অনুরোধ রইল।

হাসতে হাসতে করল যারা
নিজের জীবন দান।
তারাই হলো মহৎ মানুষ
কিভাবে দিব তাদের প্রতিদান।

বিজয় দিবস কবিতা

কবিতার মাধ্যমেও আমরা বিভিন্ন দিবসের শুভেচ্ছা সবার সাথে শেয়ার করে থাকি। আর তাই অনেক সময় কবিতাগুলো

হয়ে উঠে সবার পছন্দের। মহান বিজয় দিবস যেহেতু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই অনেকেই  এই দিনটিকে

কবিতার মাধ্যমে উইশ করে থাকে। আজ আমি আপনাদের জন্য এখানে সুন্দর কবিতা দিব যে কবিতার মাধ্যমে মহান এই

দিনটিতে সবার সাথে শেয়ার করতে পারবেন। এই কবিতাটি একদম নতুন এবং আনকমন তাই আপনি যদি সবার সাথে

শেয়ার করেন তবে সবাই আপনার কবিতাটি পছন্দ করবে।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা এর শেষ কথা

আশা করি উপরোক্ত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা  লেখাটি সবারই কাজে লাগবে । যারা বিশেষ করে মহান এই

দিনটিকে সবার সাথে উদযাপন করতে চান, এবং এদের সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের কবিতা, বিভিন্ন

ধরনের উক্তি সবার সাথে শেয়ার করতে চান। বিশেষ করে যার এই দিনটিকে আরও বেশি মর্যাদাপূর্ণ করে গড়ে তোলার জন্য

আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তাদের জন্য অনেক কাজে লাগবে। তাই আসুন আমরা এই মহান বিজয় দিবসের পালনের সাথে

সাথে, নিজেকে আরো দেশ প্রেমী হিসেবে গড়ে তুলি । দেশের স্বার্থ রক্ষায় যেন আমরা সর্বদা সজাগ থেকে, সবার ঊর্ধ্বে যেন

দেশের স্বার্থকে মনে করি। এ প্রত্যাশা নিয়েই আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ

হাফেজ কথা হবে আবার নতুন একটি লেখায়।

 আরো লেখা :

  • সৌদি ভিসা প্রসেসিং
  • সৌদি আরব ভিসা চেকিং
  • সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
  • কাতারে কোন কাজের চাহিদা বেশি।
  • সিংঙ্গাপুরে কোন কাজের চাহিদা ও বেতন বেশি।
  • কানাডায় কোন কাজের চাহিদা বেশি।
  • মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি
  • সৌদি আরব ভিসা কত প্রকার
Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস
নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস: আজকে আমি আপনাদের সাথে নতুন এবং …

নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস

স্কুল লাইফ নিয়ে স্ট্যাটাস, উক্তি ,কবিতা ও ক্যাপশন
স্কুল লাইফ নিয়ে স্ট্যাটাস উক্তি কবিতা ও ক্যাপশন: স্কুল জীবন …

স্কুল লাইফ নিয়ে স্ট্যাটাস, উক্তি ,কবিতা ও ক্যাপশন

About The Author

24 Favor

No Responses

  1. Pingback: ইসলামে ফরজ গোসল না করার শাস্তি ও কতবার সহবাস করা উত্তম
    January 14, 2023

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh