স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ক্যাপশন রচনা কবিতা ও উক্তি

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ক্যাপশন- স্বাধীনতা দিবস মানেই বাঙালি জাতির জন্য এক গৌরবদীপ্ত দিন। এ দিনটিকে

ঘিরে বাঙালি জাতির মধ্যে থাকে আনন্দ আর উচ্ছ্বাস। সবাই মিলে এই দিনটাকে পালন করে থাকে অনেক আনন্দের সাথে।

এই দিনটিকে উদযাপন করার জন্য প্রস্তুতি নিয়ে থাকে অনেক দিন আগ হতেই। আর এই আয়োজনে দেশের সরকারও

পিছিয়ে নেই। সরকারী ভাবে পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠান। অনেক গুলো কর্মসূচির মধ্যে উল্লেখ যোগ্য কিছু উৎযাপন

হলো কুচকাওয়াজ, জাতীয় স্মৃতিসৌধে পুষ্প অর্পণ। সরকারী অফিসে বিভিন্ন আয়োজন সহ নানান মুখি কর্মসূচি। আর

এইভাবেই এই দিনটাকে প্রতিবছরই স্মরণ করা হয় । এর সাথে স্মরণ করা হয় যারা মহান স্বাধীনতাযুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের

কেউ। তাই আসুন তাদের কে স্মরণ করার জন্য আমরা কিছু শুভেচ্ছা, ক্যাপশন, রচনা, কবিতা ও উক্তি দিব যেগুলো

আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন সবার সাথে।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

অনেক সময় স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য আমরা আমাদের পরিচিত সবার সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এই

দিনটাকে উদযাপন করে থাকি। বিশেষ করে অফিসের কলিগ ও বন্ধু-বান্ধব থেকে শুরু করে সামাজিক যোগাযোগ

মাধ্যমেও। যারা আমাদের সবথেকে বেশি পরিচিত তাদের সাথে সবাই শুভেচ্ছা বিনিময় করে থাকে। আর এর কারণেই

অনেক সুন্দর সুন্দর শুভেচ্ছা তারা বিভিন্ন ইন্টারনেটের সাইটে খোঁজ করে থাকে। আর যারা এ ধরনের শুভেচ্ছা শেয়ার

করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি অনেক সুন্দর, এবং আনকমন কিছু শুভেচ্ছা । যেই শুভেচ্ছা বিনিময়

করতে পারবেন আপনার পরিচিত জনের সাথেও মহান এই দিনটিতে।

বিজয় হোক সারা জীবনের 
বিজয় হোক আমাদের অহংকার
বয়ে যাক অনাবিল আনন্দ।

 

আমরা সবাই বাংলা সেনা
রেখেছি দেশের মান।
দেশ রক্ষায় তাই দিতে 
পেরেছি মোদের জান।

বিজয় দিবস রচনা

সরকারিভাবে অথবা বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিজয় দিবসকে সামনে রেখে শুরু হয় অনেক ধরনের প্রতিযোগিতা।

আর এই দিনটাতে বিজয় দিবসর এর রচনা প্রতিযোগিতা দেখা যায়। তাই অনেক সময় বাচ্চাদেরকে বিজয় দিবসের রচনা

লিখতে বলা হয়ে থাকে আর তখন বুঝতে পারেনা তারা এদিনের রচনাটিতে কি লিখবে? তাদের উদ্দেশ্যে বলা, যদি এই

ধরনের রচনা কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে লিখতে হয়, তবে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রেখে লিখতে

হবে । তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল এই দিনটার মূল উদ্দেশ্য কি ছিল? কেমন করে আমরা পেলাম এই দিনটা? এই দিনটির

তাৎপর্য কি? এই বিষয়গুলো। আর এই সকল বিষয় যেন আপনার লেখায়  ফুটে ওঠে । তাহলে আপনার রচনাটি অনেক

সুন্দর হবে। এর জন্য আমাদের আরো কয়েকটি লেখা আছে, যে লেখা গুলো আপনি পড়তে পারেন। যদি আপনি সেই লেখা

গুলো পড়েন আশা করি এই বিষয়টার উপর আপনি সুন্দর একটি রচনা লিখতে পারবেন। তার জন্য নিচে আমাদের লিংক

দেওয়া আছে সেখান থেকে আপনি ওই লেখাগুলোও পড়তে পারেন।

বিজয় দিবস ক্যাপশন

সবার অনেক কাজের ব্যস্ততার মাঝে চায় বিজয়ের এই দিনের শুভেচ্ছা খুব সংক্ষেপে সবার সাথে শেয়ার করতে। আর তাই

খোঁজ করতে থাখে ছোট ছোট এই ক্যাপশন। যার দ্বার তারা তদের হৃদয়ের কথা ও হৃদয়ের ভালোবাসা ফুটিয়ে তুলতে পারে

সবার কাছে। তাদের উদ্দেশ্যকে সফল করার জন্য এখানে আজকে তুলে ধরবো কিছু নতুন আনকমন ক্যাপশন যে গুলো

আপনি আপনার শত ব্যস্ততার মাঝেও সবার সাথে শেয়ার করতে পারবেন।

দেয়েছি অনেক প্রান
রেখেছি দেশের মান।

রক্তের দাম দিয়ে কেহ কিনতে পারবেনা দেশ।
এই দিনটির মাধ্যমেই হোক সকল অপরাধের শেষ।

বিজয় মাসের কবিতা

ডিসেম্বর মাস আসলেই বাঙালি জাতির মধ্যে যেন বেজে ওঠে বিজয়ের সুর। স্বাধীনতার এত বছর পরে এসেও সেই সুর যেন

একটু মলিন হয়নি। আর তাই প্রতিবছরই যখন ডিসেম্বর আসে তখন বাঙালি জাতির মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। এটা

যেন বাংলা দেশের মানুষের জন্য এক গৌরবদীপ্ত দিন। এই মাসটিকে ঘিরেই থাকে বাঙালি জাতির মধ্যে অন্যরকম এক

অনুভূতি। তাই এই মাসটিকে বাঙালি জাতি স্মরণ করে রাখে সারাটি বছর। আর তার জন্য এখানে সাজানো হয়েছে সুন্দর

একটি কবিতা, যে কবিতাটি আপনি সবার সাথে শেয়ার করতে পারেন।

বিজয়ের হাসি নিয়ে ‍উক্তি

বিজয়ের হাসি যে কত আনন্দের, কত অহংকারে, কত গৌরবের এই মর্মটা বুঝে ছিল বাঙালি জাতি । ১৯৭১ সালের ১৬ ই

ডিসেম্বর যখন স্বৈরাচার পাক হানাদার বাহিনীর কাছ থেকে বাঙালি জাতি তার দেশকে উদ্ধার করতে পেরেছিল। তখনই

পুরো বাঙালি জাতি বুঝে ছিল বিজয়ের হাসি কতটা আনন্দের। তাই বিজয়ের হাসি নিয়ে  এখানে কিছু উক্তি প্রদান করব যে

উক্তিগুলো আপনি শেয়ার করতে পারবেন সবার সাথে।

বিজয়ের হাসি হাসবো মোরা
সবাইকে সাথে নিয়ে।
দেশকে গড়ে তুলবো মোরা
আমাদের রক্ত দিয়ে।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ক্যাপশন এর শেষ কথা

আশা করি উপরোক্ত স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ক্যাপশন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদের অনেক ভালো

লেগেছে। আর এই উক্তিগুলো সবার সাথে শেয়ার করুন যাতে করে সবার মাঝে দেশপ্রেমে ছড়িয়ে পড়ে। দেশ গড়ার

করিগর হিসেবে নিজেকে যুক্ত করুন। সবসময় দেশের উন্নয়নে নিজেকে সচেষ্ট রাখার চিন্তা করুন। যদি লেখাটি ভালো

লাগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমাদের এই সাইটে আরো অনেক সুন্দর সুন্দর লেখা আছে

যে লেখাগুলো আপনি পড়তে পারেন। আশা করি সেই লেখা গুলোও আপনাদের ভাল লাগবে । কারণ আমাদের সাইটে

আমরা সবসময় চেষ্টা করি সবার জন্য উপকারে আসে সে ধরনের লেখা প্রকাশ করতে। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ক্যাপশন  লিখাটি পড়ার জন্য।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

বাবার জন্মদিনের শুভেচ্ছা,মেসেজ, স্ট্যাটাস ও কবিতা

বাবার জন্মদিনের শুভেচ্ছা: বাবা জীবনের একটি অবিচ্ছেদ্য নাম। বাবা আছে বলেই বটবৃক্ষের মতো ছায়া দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *