Skip to content

সেনজেন কান্ট্রি লিস্ট ও ফিনল্যান্ডের প্রয়োজনীয় তথ্য

সেনজেন কান্ট্রি লিস্ট

সেনজেন কান্ট্রি লিস্ট :  আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে

বিষয়টি  আপনাদের জন্য খুব কাজে লাগবে। বিভিন্ন প্রতিযোগীতা পরিক্ষা সহ আপনার বিদেশ যাত্রার

সময় এই লেখাটি খুবই কাজে লাগবে। বিশেষ করে যারা পৃথীবির এই উন্নত দেশটিতে যেতে চাচ্ছেন তাদের

জন্য আরো বেশি কাজে লাগবে। কারণ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যা

সবার জন্যই উপকারী। তাই আসুন প্রথম থেকে শেষপর্যন্ত লেখাটি পড়তে থাকি যাতে করে এই গুরুত্বপূর্ণ

বিষয় গুলো জেনে নিতে পারি।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি?

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি?

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি? : পৃথীবির মধ্যে সবথেকে কম বয়সি নারী প্রধানমন্ত্রী হলো এই দেশের

প্রধানমন্ত্রীর আর যার নাম হলো সানা মারিন (Sanna Marin)। সানা মারিন 2019 সালে প্রধানমন্ত্রী হিসেবে

নিয়ুক্ত হন। তিনি ফিনল্যান্ডের জাতীয় সোশ্যাল ডেমোক্র্যেটিক পার্টির সদস্য এবং একজন তরুণ নেতা।

তিনি ফিনল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও নির্বাচিত হন।

ফিনল্যান্ডে মুসলমান

ফিনল্যান্ডে মুসলমান :  প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ফিনল্যান্ড একটি উত্তর ইউরোপীয় দেশ আর এই

দেশটিতে মুসলিম সংখ্যা প্রায় ৩% আছে। ফিনল্যান্ডে মুসলিম সম্প্রদায়ের বেশির ভাগ সাধারণত সুন্নি

মুসলিম সম্প্রদায়ের  রীতি অনুযায়ী অনুসরণ করেন। মুসলিম কমিউনিটি প্রধানতঃ ধর্ম ও সাংস্কৃতিক

কেন্দ্রগুলির মাধ্যমে সংগঠিত হয়ে থাকে যা মুসলিম সামাজিক ও আধুনিক প্রয়োগার্থে বিভিন্ন প্রকার

কর্মসূচি সঞ্চালন করে। এছাড়াও ফিনল্যান্ডে মুসলিম সম্প্রদায়ের কিছু মসজিদ ও ইসলামিক সেন্টার

রয়েছে, যেখানে ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। আর এখানে মুসলমানের বিভিন্ন সামাজিক কার্যক্রম

পরিচালনার জন্য কয়েটি সংস্থা আছেন যা মুসলিম সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে কাজ

করেন।

সেনজেন কান্ট্রি লিস্ট

সেনজেন কান্ট্রি লিস্ট : আর্থিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধন কল্পে  ইউরোপের ২৭ টি দেশ

জোট ঘটন করেছে । আর এই সকল দেশ গুলোকে একত্রে সেনজেন কান্ট্রি (Schengen Country) বলা

হয়। আর সবথেকে সুবিধা হলো কেউ যদি এই দেশগুলোর যে কোন একটিতে যাওয়ার অনুমোধন পায়

তবে সবগুলো দেশেই যেতে পারবে। আর এই দেশগুলোকে বলা হয় সেনজেন কান্ট্রি আর যারা এই দেশ

গুলোর না জানেনা তাদের জন্য নিচে সেই দেশের তালিকা প্রদান করা হলো।

  1. অস্ট্রিয়া
  2. বেলজিয়াম
  3. চেক প্রজাতন্ত্র
  4. ডেনমার্ক
  5. এস্তোনিয়া
  6. ফিনল্যান্ড
  7. ফ্রান্স
  8. জার্মানি
  9. গ্রীস
  10. হাঙ্গেরি
  11. আইসল্যান্ড
  12. ইতালি
  13. লাতভিয়া
  14. লিথুয়ানিয়া
  15. লাক্সেমবার্গ
  16. মাল্টা
  17. নেদারল্যান্ডস
  18. নরওয়ে
  19. পোল্যান্ড
  20. পর্তুগাল
  21. রোমানিয়া
  22. স্লোভাকিয়া
  23. স্লোভেনিয়া
  24. স্পেন
  25. সুইডেন
  26. সুইস
  27. লিচেনস্টাইন

উপরোক্ত দেশ গুলোর ক্ষেত্রে দেখা যায় এক দেশ আরেক দেশকে বিভিন্ন বিষয়ে সহযোগীতা করে থাকে।

তাই এই জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনেক দেশ আগ্রহ প্রকাশ করে থাকে। এই তালিকায় যুক্ত হওয়ার

জন্য আরো অনেক দেশ আবেদন করেছেন। তার মধ্যে রুমানিয়া অন্যতম।

 ফিনল্যান্ড লোক পাঠানোর জন্য বাংলাদেশী এজেন্সি

ফিনল্যান্ড লোক পাঠানোর জন্য বাংলাদেশী এজেন্সি : বাংলাদেশ থেকে বেশ কিছু এজেন্সি বিদেশ

লোক পাঠানোর জন্য কাজ করে থাকে আর তাদের সরকারীভাবে বিদেশে লোক পাঠানোর ব্যাপারে

অনুমোধন প্রাপ্ত। তাই তাদের দ্বারা আপনি বিদেশ যেতে পারেন। তবে আপনাদের সর্তকতার জন্য বলা যে

এজেন্সির মাধ্যমেই আপনি বিদেশ যাননা কেন আপনাকে তাদের সাথে আগেই কথা বলে নিতে হবে অথবা

আপনার পরিচিত কোন এজেন্সি হয় তবে তা সবথেকে ভালো হয়। যাই হোক আপনি অবশ্যই আগেই

তাদের সাথে কথা বলবেন এবং তাদের পাঠানো পূর্বের কাজের অভিজ্ঞতা দেখে তার পর তাদের দ্বারা

বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।  আপনি যদি সরকার কতৃক অনুমোধন তালিকা দেখতে চান তবে

এখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে বিদেশে লোক পাঠানোর সরকার অনুমোধীত এজেন্সির তালিকা

বাংলাদেশ থেকে বিদেশে লোক পাঠানোর সরকার অনুমোধীত এজেন্সির তালিকা : অনেকেই

বিদেশ যাওয়ার সময় অনেক এজেন্সির শরণাপন্ন হয় আর তার জন্য তাদের প্রয়োজন হয় এজেন্সির তখন

তারা বুঝতে পারেনা যে কোন এজেন্সি গুলো ভালো আর কোন এজেন্সি গুলো খারাপ তাই তারা অনেক

সময় প্রতারণার শিকার হয়ে থাকে। আর আমরা যদি বাংলাদেশ সরকার অনুমোধন কৃত এজেন্সি কোন

গুলো তা জানতাম তবে আমাদের এই সমস্যা হতো না । আর আপনাদের সুবিধার জন্য নিচে সেই তালিকা

প্রদান করা হলো।

বিদেশে লোক পাঠানোর সরকার অনুমোধীত এজেন্সির তালিকার জন্য এখানে ক্লিক করুন

সেনজেন কান্ট্রি লিস্ট এর শেষ  উক্তি

সেনজেন কান্ট্রি লিস্ট এর শেষ  উক্তি : আশাকরি উপরোক্ত লেখাটি আপনাদের অনেক কাজে লাগবে।

এছাড়াও আরো কোন প্রকারের তথ্য যদি প্রয়োজন হয় তবে আমার কাছে প্রশ্ন করতে পারেন ।আপনার

প্রয়োজন অনুযায়ী সেই লেখা প্রকাশ করবো ।এ ছাড়াও আমাদের এই সাইটে আরো অনেক ইউরোপের

যেকোন দেশে যাওয়ার বিষয়ে তথ্য শেয়ার করা আছে আপনি ইচ্ছে করলে সেই লেখা গুলোও পড়তে

পারেন। আশাকরি অনেক ভালো লাগবে। আর তার সাথে সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে

পারবেন। প্রথম থেকে শেষপর্যন্ত লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

একই বিষয়ে পড়তে নিচের লিংকে ক্লিক করুন

ফিনল্যান্ড স্টুডেন্ড ভিসা খরচ শিক্ষা ব্যবস্থা

ফিনল্যান্ড যাওয়ার নিয়ম

ফিনল্যান্ডের মুদ্রার বা টাকার ছবি

ফিনল্যান্ডের মুদ্রার নাম কি?

ফিনল্যান্ড ম্যাপ

ফিনল্যান্ড এর ভাষা

ফিন্যান্ডের ইতিহাস

পোল্যান্ড কোন কাজের চাহিদা বেশি

ফিনল্যান্ড যাওয়ার উপায় ও ওয়ার্ক পারমিট ভিসা

পোল্যান্ড মানচিত্র

ফিনল্যান্ড কাজের ও স্টুডেন্ট ভিসা আবেন নগরিকত্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial