সুইডেন স্টুডেন্ট ভিসা আবেদন প্রয়োজনীয় কাগজপত্র ও স্কলারশিপ

আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব সুইডেন স্টুডেন্ট ভিসা

আবেদন  নিয়ে । আপনারা যারা সুইডেন স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান তারা বিস্তারিত ভাবে জানতে

চাইলে আজকে এই লেখার মাধ্যমে জানতে পারবেন। আজকের এই পোষ্ট এর মাধ্যমে আপনাদের জানাবো

সুইডেন স্টুডেন্ট ভিসা সম্পর্কে । আর তাই আপনারা যারা সুইডেন স্টুডেন্ট ভিসা নিয়ে যাবেন তারা এই

ভিসা সম্পর্কে জানতে চাইলে আমার এই লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়তে থাকুন আর

বিস্তারিত ভাবে জানতে থাকুন –

সুইডেন স্টুডেন্ট ভিসা

সুইডেন স্টুডেন্ট ভিসা

সুইডেন স্টুডেন্ট ভিসা : শিক্ষার জন্য সুইডেন আন্তর্জাতিক মানে অসাধারণ একটি দেশ । সুইডেন

স্টুডেন্টদের শুধু ক্লাস করলেই হবে না আপনার ক্লাসের পাশাপাশি গ্রুপ ডিসকাশন এবং ইন্ডিপেন্ডেন্ট

স্টাডির উপর অনেক জোর দিতে হবে। আর সুইডেন এর উচ্চ শিক্ষা ব্যবস্থা দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন

খাতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুইডেনে কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে ১৫ টিরও বেশি।

আপনারা যারা সুইডেনে স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়ে সেখানে পড়াশোনা করতে চান তাদের জন্য পড়াশোনা

করা সম্ভব। আপনাদের জন্য সুইডেনে রয়েছে উচ্চ শিক্ষা প্রদানকারী বিশ্ববিদ্যালয় ৫ টি , আন্তর্জাতিক

বিশ্ববিদ্যালয় আছে ২ টি আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে ১ টি।

সুইডেন পড়াশোনার খরচ কত ?

সুইডেন পড়াশোনার করচ কত ? : আপনারা যারা সুইডেন স্টুডেন্ট ভিসা নিয়ে যাবেন তাদের প্রথম এই

বিষয় টি জানা জরুরি। কারণ আমাদের দেশের তুলনায় সেখানে খরচ বেশি হয়ে থাকে । সধারণত আপনার

কলেজ অনুযায়ী এই দেশে প্রতিটি কোর্স সম্পূর্ণ করতে খরচ হয় সাড়ে চার লাখ টাকা থেকে প্রায় দশ লাখ

টাকা পর্যন্ত। আর আপনাদের প্রতি মাসে খরচ হবে থাকা খাওয়া বাবদ ৩০ থেকে ৫০ হাজার টাকা। তাই

আপনাকে আগে খরচ সম্পর্কে জেনে নিয়ে তারপরে ভবতে হবে যে আপনার এই খরচ বহন করার মত

সুযোগ আছে কিনা।

সুইডেন স্টুডেন্ট ভিসা আবেদন

সুইডেন স্টুডেন্ট ভিসা আবেদন : আপনাদের সাথে আলোচনার প্রথমে বলে রাখি যে আপনার সুইডেন

স্টুডেন্ট ভিসা আবেদন করতে আপনার গুনতে হবে ৯০০ ক্রোনা। আর এই অর্থ পরিশোধ করতে হবে

ক্রেডিট কার্ডের মাধ্যমে। আর যদি আপনার এই ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনি ব্যাংক ট্রান্সফার এর

মাধ্যমে এই অর্থ পরিশোধ করতে পারবেন। আর এখন আপনাদের জানাই যে আবেদন করতে কি কি

ডকুমেন্টস লাগবে , আপনারা যারা আবেদন করবেন তাদের সাধারণত ব্যাচেলর এবং মাস্টাস এর মার্কশীট

বিশ্ববিদ্যালয় থেকে সত্যায়িত করা হার্ড কপি লাগবে। আর এটি আপনি সরকারি ডাক বিভাগ বা ডএইচএল

এর মাধ্যমেও পাঠাতে পারবেন। আর আপনার আইইএলটিএস স্কোর তারপরে হল মোটিভেশন লেটার ,

পাসপোর্ট এর কপি আর আপনার কিছু ক্ষেত্রে সিভি ইত্যাদির সফটকপি আপলোড করতে হবে। আর এই

তথ্যগুলো কোর্সের ওয়েবসাইট থেকে সঠিক ভাবে খুঁজে দেখতে হবে । আর এই গুলোতে ভূল করলে

একদমই হবে না।

সুইডেন স্টুডেন্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র

সুইডেন স্টুডেন্ট ভিসার প্রয়োজনীয় কগজপত্র : আপনারা যারা সুইডেন স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে

চান তাদের আগে থেকেই জেনে নিতে হবে যে স্টুডেন্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়।

আপনাদের জন্যে নিম্নে উল্লেখ করা হল কি কি কগজপত্র প্রয়োজন হয় –

  • প্রথমে আপনার সুইডেনের ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর ছবি গুলো অবশ্যই সত্যায়িত করে নিতে হবে।
  • আপনার অরিজিনাল পাসপোর্টের কপি।
  • ব্যাংক ব্যালেন্স এর সাথে ট্র্যাভেল কনফার্মেশন লেটারের কপি।
  • আপনি সুইডেন যাচ্ছেন কেনো এই বিষয় এর উপর একটি কাভার লেটার।
  • আপনার ফ্লাইটের তথ্য এবং টিকেটের কপি।
  • সুইডেন এর অন্তর্ভুক্ত যেকোনো একটি হোটেল রিসার্ভেশনের কপি।
  • আপনার সিভিল স্ট্যাটাস বোঝানোর জন্য জন্ম নিবন্ধন পত্রের কপি।
  • এনরোলমেন্টের সত্যায়িত কপি।
  • আপনি সুইডেন এর যে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান সেইখান থেকে লিভ অ্যাপ্রুভাল লেটার সংগ্রহ করতে হবে।
  • টিউশন ফ্রি সহ পেমেন্ট রিসিট।
  • আইইএলটিএস স্কোর বা ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার স্কোর।

উপরোক্ত কাগজপত্র ছাড়াও যদি আপনারে আরও কিছু লাগে তা আপনাদের আবেদন করার জন্য যখন

আলোচনা করবেন তখন জানিয়ে দিবে ।

 

সুইডেন স্কলারশিপ

সুইডেন স্কলারশিপ : আপনাদের জন্য স্কলারশিপ এর বিষয় টি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুইডেন

দুই ধরণের স্কলারশিপ প্রধান করা হয়ে থাকে – প্রথম টি হল বিশ্ববিদ্যালয় থেকে এবং আর একটি হল সুইডেন

সরকার এর পক্ষ থেকে । আপনার প্রথম যেটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়  সেটিতে শুধু টিউশন

ফ্রি এর উপর দেওয়া হয়। আর আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি স্কলারশিপেরও সুযোগ

আছে। আর এই সরকারি স্কলারশিপ এর মাধ্যমে আপনার টিউশন ফ্রি এর পাশাপাশি মাসিক ভাতাও দিয়ে

থাকেন। আর একটি কথা আপনারা মনে রাখবেন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হবার পর এই স্কলারশিপের

জন্য আবেদন করতে হবে ।

সুইডেন স্টুডেন্ট ভিসা আবেদন এর শেষ কথা

প্রিয় বন্ধুরা , আজকে আপনাদের সাথে সুইডেন স্টুডেন্ট ভিসা আবেদন নিয়ে আলোচনা করেছি।

আপনারে যদি সুইডেন স্টুডেন্ট ভিসা নিয়ে কোন কথা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এছাড়াও

জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের উত্তর দিবো। আর সবাইকে ধন্যবাদ আমার এই

লেখা টি সম্পূর্ণ ভাবে পড়ার জন্য।

আরো একই বিষয়ে পড়তেঃ

About 24 Favor

Check Also

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায়

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম : সবাই স্বাগতম জানাচ্ছি নতুন একটি বর্তমান সময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *