আসসালামু আলাইকুম বন্ধুরা , সুইডেন জব সিকার ভিসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।
আপনারা যারা সুইডেন ভিসা সম্পর্কে জানতে চান তারা এই লেখার মাধ্যমে বিস্তারিত ভাবে জানতে
পারবেন। তাই আপনারা যারা যারা নতুন ভাবে সুইডেন এর আপডেট জানতে চান তারা সুইডেন জব সিকার
ভিসা লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। নিম্নে আপনাদের জন্য বিস্তারিত ভাবে
আলোচনা করা হল –
সুইডেন জব সিকার ভিসা
সাইডেন জব সিকার ভিসা : আপনারা জানেন না এমন মানুষ খুব কম আছেন যে সুইডেন সবচেয়ে সুখি
এবং বসবাস এর জন্য উপযোগী দেশ। শুধু আপনারা নয় বৈশ্বিক গবেষণায় এটা প্রমাণিত যে পৃথিবীর
সবচেয়ে উন্নত বসবাসের উপযোগী দেশ গুলোর মধ্যে সুইডেন হল একটি। এর আগে অন্য দেশের মানুষ
সুইডেন কাজ করতে যেতে চাইলে তার জন্য দরকার হত একটি ওয়ার্ক পারমিট ভিসা । তার মানে হল
আপনাকে আগে সুইডেন ওয়ার্ক পারমিট মানে কাজ নিয়ে তারেপরে যেতে হত। আপনাকে যদি সুইডেন
থেকে কোন কম্পানি ভিসা দিতো তাহলে যেতে পারতেন। আর এখন বর্তমান সময়ে সুইডেন এর
পার্লামেন্টে নতুন পাশ হয়েছে । আপনারা এখন বর্তমানে চাকরি ছাড়াই সুইডেন যেতে পারবেন এবং স্থায়ী
ভাবে থাকার সুযোগ পাবেন বিশ্বের যেকোন দেশের মানুষ। আর আপনারা যদি বর্তমানে সুইডেন কাজ
করতে চান তাহলে আপনাকে ৯ মাস এর জন্য এতটি জব সিকার ভিসা দিবে সেই দেশে চাকরি খোজার
জন্য । আর এই ৯ মাসের মধ্যে যদি আপনি যদি চাকরি পেয়ে যান তাহলে আপনি সুইডেন ওয়ার্ক পারমিট
নিয়ে সুইডেন থেকে যেতে পারবেন। আর আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে পারেন তাহরে
পরবর্তীতে আপনার পরিবারকে সাথে নিয়ে যেতে পারবেন।
সুইডেন জব সিকার ভিসা কি ?
সুইডেন জব সিকার ভিসা কি ? : আপনারা যারা এর আগে সুইডেন যেতে চাইতেন তাদের অবশ্যই কোনু
না কোনো ভিসা নিয়ে যেতে হত যেমন , সুইডেন ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হত কিন্ত
বর্তমান সময়ে সুইডেন সরকার তাদের দেশ কে দক্ষ কর্ম সংস্থান নিয়োগ করতে বিশেষ একটি ঘোষনা
দিয়েছেন। আপনারা বর্তমানে জব অফার ছাড়াই সুইডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর
এক্ষেত্রে আপনাকে এক বিশেষ ধরণের ভিসা দেয়া হবে। আর এই ভিসার নাম হল জব সিকার ভিসা । আর
এই ভিসার জন্য আপনারা বিশ্বের যেকোন দেশ থেকে আবেদন করতে পারবেন। আর এই ভিসায় গিয়ে ৯
মাস সময় পাবেন চাকরি খুজে নেওয়ার জন্য। আর এই ৯ মাসে যদি আপনি চাকরি মেনেজ করতে পারেন
তাহলে আপনাকে একটি ওয়ার্ক পারমিট দিয়ে সুইডেন থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। আর যদি আপনি
এই ৯ মাসের মধ্যে কোন চাকরি যোগার করতে না পারেন তাহলে কোন জরিমানা ছাড়াই আপনার নিজ
দেশে পাঠিয়ে দেওয়া হবে। সুইডেন এর সরকার এটি মূলত দক্ষ জনবল নিয়োগের জন্য নিয়েছেন।
সুইডেন জব সিকার ভিসা খরচ
সুইডেন জব সিকার ভিসা খরচ : উপরে আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে জব সিকার ভিসা
কি । আর আপনাদের সাথে এখন আলোচনা করব জব সিকার ভিসায় খরচ কেমন। আপনাদের জানাই যে
এই ভিসা নেয়ার আগ পর্যন্ত তেমন কোন খরচ নেই । কারন আপনাকে চাকরি খোঁজার জন্য সে দেশে নেয়া
হচ্ছে। তাই বিমান ভাড়া ব্যতীত তেমন কোনো খরচ করা লাগবে না। তারপর ও কিছু খরচ আছে যা
আপনাদের জানানোর জন্য নিম্নে দেওয়ার চেষ্টা করছি –
- আবেদন ফ্রি হিসেবে খরচ হবে ৭৫ ইউরো বাংলাদেশি টাকায় ৮ হাজার টাকার মত।
- আপনার ৯ মাসের ইন্সুরেন্স করতে খরচ হবে বাংলাদেশি টাকায় ৪ হাজার টাকার মত।
- সুইডেন গিয়ে চাকরি না পাওয়া পর্যন্ত আপনি সেই দেশে খরচ করবেন তার জন্য আপনাকে ব্যাংকে টাকা দেখাতে হবে ১০ লাখ টাকার মত।
- আর আপনার বিমান ভাড়া যা লাবে । তাছাড়া বাড়তি আর কোনো খরচ নেই ।
সুইডেন জব সিকার ভিসার সুবিধা অসুবিধা
সুইডেন জব সিকার ভিসার সুবিধা অসুবিধা : আপনারা যারা বিভিন্ন ধরণের ভিসা নিয়ে যান তার
প্রত্যেকটি ভিসারি সুবিধা অসুবিধা থাকে। তাই আপনাদের সাথে আজকে আলোচনা করব সুইডেন জব
সিকার ভিসার সুবিধা ও অসুবিধা নিয়ে ।
সুবিধা : আপনারা যারা জব সিকার ভিসা নিয়ে সুইডেন যেতে চান তারা এই সুবিধা সম্পকে জেনে নিন। এই
ভিসার সুবিধা হল আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি যদি ৯ মাসের মধ্যে চাকরির ব্যবস্থা করতে
পারেন তাহলে সুইডেন থাকার ব্যবস্থা হয়ে যাবে। সুইডেন ওয়ার্ক পারমিট সাধারণত ২ বছর এর জন্য দেওয়া
হয়। আপনার চাকরির অবস্থান এর উপর নির্ভর করবে দুই বছর পর ভিসা রিনিউ হবে কিনা ।
অসুবিধা : আপনারা যারা এই ভিসা নিয়ে যাবেন তারা জেনে নিন যে এই ভিসায় তেমন কোনো অসুবিধা
নেই। কারণ আপনার যদি কাজ জানা থাকে তাহলে খুব সহজেই একটি চাকরি পেয়ে যাবেন। আর যদি কোন
কারণে চাকরি ব্যবস্থা না করতে পারেন তাহলে দেশে চলে আসতে হবে। আর আপনার এই ভিসায় সুইডেন
যাওয়ার আগে ব্যাংকে ১০ লাখ টাকা দেখাতে হবে। এছাড়া কোনো অসুবিধা নেই কারন কাজ জানা থাকলে
সুইডেন গিয়ে আপনি একটি চাকরি খুব সহজে পেয়ে যাবেন।
শেষ কথা
সর্বশেষে আপনাদের বলতে চাই যে যদি কারো স্বপ্ন থাকে ইউরোপ এর কোন একটি দেশে গিয়ে স্থায়ীভাবে
বসবাস করার এবং পরিবার সহ যাওয়ার তাহলে এর চেয়ে ভালো আর কোনো সুযোগ হয় না । উপরে
আপনাদের সাথে সুইডেন জব সিকার ভিসা নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা এই ভিসা নিয়ে যেতে
চান তারা এই সুইডেন জব সিকার ভিসা লেখা টি পড়ে বিস্তারিত ভাবে জানতে পেরেছেন । আর আমার
লেখার কিছু লিংক নিম্নে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই
শেষ করছি।