আসসালামু আলাইকুম বন্ধুরা,আজকে আমরা কথা বলবো সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা বিষয় টি নিয়ে। আপনারা যারা উচ্চশিক্ষার
জন্য সুইজারল্যান্ড যেতে চান তারা অবশ্যই এই লেখা টি পড়ুন।এই লেখা থেকে আপনারা আরও জানতে পারবেন,সুইজারল্যান্ড
ভর্তির সময়,পড়াশোনার খরচ ও জীবনযাত্রার ব্যয়,ভিসা আবেদন ও প্রয়োজনীয় নথি ও সুইজারল্যান্ডে উচ্চশিক্ষায় স্কলারশিপ।এ
সকল বিষয় নিম্নে আলোচনা করা হলো। তাই আপনারা যারা পড়াশোনা করার জন্য সুইজারল্যান্ড যেতে ইচ্ছুক ,তারা অবশ্যই
আজকে আমার এই সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। নিম্নে বিস্তারিত
আলোচনা করা হলো।
সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা
সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা: ইউরোপের মধ্যে অবস্থিত কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য না। এমন প্রাকৃতিক অন্যতম সুন্দর দেশ
হলো সুইজারল্যান্ড। এটি সেনজেনভুক্ত একটি দেশ। এ দেশে যেমন আছে সুইস ব্যাংক, রয়েছে ট্রেন ,চকোলেট ও ঘুড়ির বিশাল বিশাল
ইন্ডাস্ট্রি, তেমনি রয়েছে আল্পস পর্বতমালা বেষ্টিত অপরুপ সৌন্দর্য ।অপার্থীব পরিবেশ শুধু নয় বিজ্ঞান- গবেষণা ও আপেক্ষিকতার
জনক আইনস্টাইনের নামও এ দেশের সাথে জড়িত। বিশ্ব বিখ্যাত সার্ন ল্যাবরেটরিজ ও রয়েছে।তাহলে আপনারা বুঝতেই পারছেন ,
সুইজারল্যান্ড এর মহিমা কতটা বিশাল।তাই এ দেশে পড়াশোনা করার সুযোগ পেলে আপনার ক্যারিয়ার আসবে অগ্রগতি। শুধু তাই
নয় সঙ্গে মিলবে সম্মান ও অর্থ ।তাই উচ্চশিক্ষা লাভের জন্য আপনার সুইজারল্যান্ড হতে পারে সবচেয়ে উত্তম স্থান।
সুইজারল্যান্ড ভর্তির সময়
সুইজারল্যান্ড ভর্তির সময়:সুইজারল্যান্ড বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারনত বছরে দুই বার আবেদন করা যায়।প্রথম আবেদনের সময়
হলো- সামার সেশন আর এই আবেদনের সময় শুরু হয় মার্চ বা এপ্রিলের মধ্যবর্তী সময় থেকে জুন বা জুলাইয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত
।দ্বিতীয় আবেদনের সময় উইন্টার সেশন এই সেশন শুরু হয় অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির মধ্যভাগ পর্যন্ত । তাই
আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য বলছি যে, সাধারণত ছয় থেকে আট মাস আগেই ভর্তির আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করে
সুইস বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোর অফিশিয়াল ওয়েবসাইটে থেকে বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে হবে।
পড়াশোনার খরচ ও জীবনযাত্রার ব্যয়
পড়াশোনার খরচ ও জীবনযাত্রার ব্যয়: অন্যান্য দেশের তুলনায় সুইজারল্যান্ডে পড়াশোনার খরচ অনেক বেশি। কারন এটি বিশ্বের
অন্যতম ব্যয়বহুল দেশ। তবে বিশ্ববিদ্যালয় ভেদে খরচ কম বেশি হয়ে থাকে।এই দেশে আপনাকে ব্যাচেলর ডিগ্রির জন্য বছরে প্রায় ৮
লাখ থেকে ১০ লাখ টাকা এবং মাস্টার ডিগ্রী জন্য বছরে ১০ লাখ থেকে ১৪ লাখ টাকা গুনতে হবে।সুইজারল্যান্ডে জীবনযাত্রার ব্যয়
অনেক বেশি।তাই আপনি যদি সুইজারল্যান্ডে স্বাভাবিক জীবন-যাপন করতে চান তার পরো আপনাকে বাছরে প্রায় ৮০ হাজার থেকে
১ লক্ষ টাকার মত গুনতে হবে।
ভিসা আবেদন ও প্রয়োজনীয় নথি
ভিসা আবেদন ও প্রয়োজনীয় নথি: আপনারা চাইলে সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট থেকে ভিসার জন্য আবেদন
করতে পারবে। এছাড়াও আপনি চাইলে এম্বাসি এর মাধ্যমেও আবেদন করতে পারবেন।আপনি ভিসা আবেদন সম্পর্কিত
পরামর্শের জন্য ঢাকাস্থ সুইস এম্বাসিতে যোগাযোগ করতে পারেন। ভিসা আবেদনের জন্য সাধারনত নিম্নোক্ত নথি গুলোর প্রয়োজন
হয়ে থাকে,
- আবেদন ফর্ম।
- ছবি।
- পাসপোর্ট।
- সিভি।
- মটিভেশন লেটার।
- সকল একাডেমিক কাগজপত্র।
- অফার লেটার সুইস বিশ্ববিদ্যালয় কর্তৃক সত্যায়িত।
- ঘোষণা পত্র যে, আপনি পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে আসবেন।
- স্পন্সার কর্তৃক হলফনামা।
- আয়ের উৎস হিসেবে ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট/ ইনকাম ট্যাক্স পেপার, ফিক্সড জামানত ইত্যাদি এবং যদি ব্যাংক লোন হয় তাহলে ব্যাংককে নিশ্চিত পত্র ইস্যু করতে হবে তা প্রমাণের জন্য।
- কমপক্ষে এক বছরের টিউশন ফি পরিশোধের প্রমাণ পত্র।
- আইইএলটিএস পরীক্ষার সনদ পত্র।
- করণা টিকা কার্ড।
সুইজারল্যান্ডে উচ্চশিক্ষায় স্কলারশিপ
সুইজারল্যান্ডে উচ্চশিক্ষায় স্কলারশিপ:আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইজারল্যান্ডের সরকারি স্কলারশিপ হচ্ছে গভর্নমেন্ট
এক্সিলেন্স স্কলারশিপ। প্রতি বছর যে কোন বিষয়ে বহিরাগত স্নাতকোত্তর গবেষকদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এর মধ্যে
মাসিক জীবনযাত্রা, পড়াশোনার সম্পূর্ণ খরচ ,স্বাস্থ্যবীমা, ভ্রমণ খরচ, বিমান ভাড়া এবং আবাসন খরচ সকল বিষয়ই এর অন্তর্ভুক্ত।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডক্টরেট বা পোষ্ট- ডক্টরাল স্তরে গবেষণার জন্য সুইজারল্যান্ড গামি হয় হাজার হাজার শিক্ষার্থীরা।শিক্ষা
প্রতিষ্ঠান গুলোর স্কলারশিপের মধ্যে ইটিএইচ জুরিখ এক্সিলেন্স মাস্টার্স স্কলার্শিপ, ডিগ্রিধারীদের জন্য ইপিএফএল এক্সিলেন্স
ফেলোশিপ, গ্রাজুয়েট ইন্সটিটিউট জেনেভা স্কলারশীপ,পিএইচডির জন্য জুরিখ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ, আন্তর্জাতিক মানবিক আইন
এবং মানবাধিকার জেনেভা একাডেমী স্কলার্শিপ অন্যতম। এ বিশ্ববিদ্যালয়গুলো বছরে সর্বোচ্চ ৬০ হাজার সুইস ফ্রাঙ্ক পর্যন্ত অনুদান
দিয়ে থাকে। মার্কিন ডলারে যার মূল্য বা মান হয় ৬০ হাজারের ও বেশি। এর মধ্যে পড়াশোনার খরচ ছাড়া ও আবাসনসহ জীবনযাত্রা
অন্যান্য সকল খরচ মিটে যায়।
সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা এর শেষে উক্তি
পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা লেখা টি ।এটি সুন্দর একটি গুরুত্বপূর্ণ তথ্য
মূলক লেখা। আশা করি এই লেখা থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন। আপনাদের যদি আরো কোন বিষয়ে জানার থাকে
তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা তার উত্তর দিয়ে সেই বিষয় টি আপনাকে জানিয়ে দেবো ।আমরা বিদেশের ব্যাপারে
সব সময় সব ধরনের তথ্য দিয়ে থাকি। তাই যারা বিদেশের ব্যাপারে তথ্য জানতে চান তারা আমার এই সাইট থেকে জানতে পারবেন।
আপনাদের সাথে নিম্নে আরো কিছু লেখার লিংক শেয়ার করা হল। প্রয়োজন মনে করলে পড়তে পারেন। আশা করি কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে আজকে আমার এই সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ার জন্য।
ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
একই জাতীয় আরো লেখা :
- দুবাই ড্রাইভিং ভিসা বেতন কত?
- দুবাই হাউজ ড্রাইভার নিয়োগ ২০২৩
- দুবাই সিকিউরিটি গার্ড কোম্পানি ২০২৩
- দুবাই যেতে কত টাকা লাগে?
- দুবাই যেতে কত বছর বয়স লাগে ২০২৩?
- দুবাই কাজের সন্ধান
- দুবাই কাজের ভিসা ২০২৩
- দুবাই সর্বনিম্ন বেতন কত?
- দুবাই বা আরব আমিরাতে কোন কাজের চাহিদা বেশি
- কুয়েত খাদেম ভিসা।
- কুয়েত কোম্পানি ভিসা ২০২২।
- কুয়েত জব ভিসা।
- কুয়েত হোটেল ভিসা।
- কুয়েত মসজিদের হারেজ ভিসা।
- কুয়েত কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি
- মালয়েশিয়া কাজের ভিসা-২০২২
- মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
- সৌদি ভিসা প্রসেসিং
- সৌদি আরব ভিসা চেকিং
- সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
- কাতারে কোন কাজের চাহিদা বেশি।
- সিংঙ্গাপুরে কোন কাজের চাহিদা ও বেতন বেশি।
- কানাডায় কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি
- সৌদি আরব ভিসা কত প্রকার
- কুয়েত মাজরা ভিসা।