সিঙ্গাপুর ভিজিট ভিসা প্রাইস চেক ও এজেন্টদের লিস্ট

সিঙ্গাপুর ভিসা চেক এই লেখার মাধ্যমে আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো খুবই

গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি আপনি সিঙ্গাপুর যেতে চান, তবে এই লেখাগুলো আপনার জন্য হচ্ছে অপরিহার্য। এই বিষয়গুলো না

জানলে আপনি সে ক্ষেত্রে হয়রানির শিকার, বা ঠকে যেতে পারেন। আর তা হলো সিঙ্গাপুরের ভিসা কিভাবে চেক করবেন?

সিঙ্গাপুরের ভিসা কিভাবে করতে হয়? সিঙ্গাপুরের ভিসার দাম কত? এছাড়াও জানতে পারবেন সিঙ্গাপুরে লোক নেওয়ার জন্য

বাংলাদেশে যে সকল বৈধ এজেন্সি রয়েছে তাদের তালিকা। এতে করে আপনি প্রতারণার হাত থেকে সহজেই মুক্ত থাকতে পারবেন

। তাই আমাদের এই সিঙ্গাপুর ভিসা চেক  লেখাটি শেষ পর্যন্ত লেখাপড়ার জন্য অুরোধ রইল যাতে করে আপনি খুব সহজেই

এসকল বিষয় সর্ম্পকে বিস্তারিত জেনে নিতে পারেন। যা আপনার বিদেশে যাওয়ার জন্য সহায়তা করবে।

সিঙ্গাপুর ভিসা চেক

সিঙ্গাপুর ভিসা চেক– সিঙ্গাপুরে যেকোনো কাজের জন্য বা যেকোনো ধরনের ভিসা যদি আপনার হাতে এসে পড়ে, তবে আপনাকে

সবার প্রথমে যে কাজটি করা উচিৎ তা হচ্ছে অনলাইনে সেই ভিসাটি চেক করা। যাতে করে আপনি খুব সহজেই বুঝতে পারেন এই

ভিসাটি ঠিক আছে কিনা। আপনাকে যে কাজের জন্য বা যে কম্পানির জন্য ভিসা প্রদান করেছে সেই কাজের বা কম্পানির কিনা।

এই সকল বিষয়গুলো চেক করলে আপনি প্রতারণার হাত থেকে খুব সহজেই বাঁচতে পারেন। আর এর জন্য অনেকেই আমাদের

কাছে প্রশ্ন করেন আমি সিঙ্গাপুরের ভিসা পেয়েছি এখন কিভাবে তা চেক করবো। তাই আপনি যদি আমার দেয়া নিচের লিংক

অনুসরণ করেন তবে খুব সহজেই আপনার হাতে থাকা ভিসাটি চেক করে নিতে পারবেন। কারণ একটি ভিসার মধ্যে সকল তথ্য

উল্লেখ থাকে। আর এর পরেও  যদি আপনার বুঝতে সমস্যা হয় তবে আমি আরেকটি লিঙ্ক শেয়ার করলাম যেখানে আপনাকে

ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে  কিভাবে আপনি সিঙ্গাপুরের ভিসা চেক করবেন।

(ভিসা চেক করার জন্য এই লিংকটি ব্যবহার করুন)

যদি উপরের লিংকটি ব্যবহার করে চেক করা বুঝতে না পারেন তবে এই (ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন)  ভিডিওটি দেখুন

এবং তার পরে চেষ্টা করুন। এর পরেও যদি বুঝতে বা চেক করতে না পারেন তবে আমাদেরকে জানাবেন । আমরা আপনার ভিসাটি

চেক করে দিব।

সিঙ্গাপুর ভিজিট বা টুরিস্ট ভিসা

সিঙ্গাপুর ভিজিট বা টুরিস্ট ভিসা- সিঙ্গাপুর হচ্ছে অনেক সুন্দর একটি দেশ। এই দেশে প্রচুর পর্যটক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ভ্রমন

করে থাকেন। এছাড়াও রয়েছে অনেক হসপিটাল ও দামি দামি শপিংমল। যেখানে বিশ্বের অনেক দেশ থেকে চিকিৎসা ও কেনাকাটা

করার জন্য আসে। আর তাই প্রতিবছর বাংলাদেশ তথা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে দেশটিতে প্রচুর লোক ভ্রমন করে থাকে। আর

তাই আপনি যদি সিঙ্গাপুরে ভিজিট ভিসায় যেতে চান তবে আপনার জন্য কি কি কাগজ পত্র লাগবে এবং কত টাকা খরচ হবে এই

বিষয়ে সকলেই জানতে চায় । বা আপনি যদি এই ভিসায় যেতে চান তবে নিম্নোক্ত কাগজ পত্র এবং নিম্নোক্ত উল্লেখিত পরিমাণে টাকা

প্রয়োজন হবে।

সিঙ্গাপুর ভিজিট বা টুরিস্ট ভিসার জন্য কাগজ প্রত্র

যতি আপনি বিভিন্ন কাজের জন্য এই দেশে যেতে চান তবে আপনার বেশ কিছু কাগজ পত্র আপনার লাগবে। যে কাগজ পত্র গুলো

না হলে আপনি এই দেশে প্রবেশ করতে পারবেন না। আর সেই কাগজ পত্রের তালিকা গুলো নিচে দেয়া হলো-

  • বৈধ ৬ মাসের মেয়াদ সহ পাসপোর্ট।
  • কোভিট ভ্যাকসিনের সার্টিফিকেট।
  • পিসিআর ল্যাভ টেস্ট সার্টিফিকেট।
  • আপনার সদ্য তোলা ২ কপি হুয়াইড ব্যাকগ্রাউন্ড পিপি সাইজ ছবি।
  • একটি কভার লেটার যেখানে ভ্রমনের বিস্তারিত লেখা থাকবে।
  • ইনভাইটেশন লেটার বা আমন্ত্রন পত্র।
  • এন আই ডি বা বার্থ সার্টিফিকেট। ( যদি বয়স ১৮ বছরের উপরে হয় তবে NID আর এর নিচে হলে বার্থ সার্টিফিকেট)
  • পাসপোর্টের দুই কপি ফটোকপি। ( যে খানে বিস্তারিত বিরণ দেয়া আছে সেই পাতার)
  • ভিসা আবেদনের নির্ধারিত ফরমে আবেদন।
  • হোটেল বুকিং কাগজ।
  • রিটার্ণ টিকেট সহ বুকিং বিমান বুকিং টিকেট।
  • ব্যাংক স্টেটমেন্ট সার্টিফিকেট। বিগত ৬ মাসের।
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।
  • ব্যবসায়ি হলে ভিজিটিং কার্ড ও খালি প্যাড যুক্ত করতে হবে।
  • চুকুরীজিবি হলে নো অবজেকশন পত্র জমা দিতে হবে।
  • ছাত্র/ছাত্রী হলে স্কুলের আইডি কার্ড ও স্কুলের অনুমোধন পত্র জমা দিতে হবে।

সিঙ্গাপুর ভিজিট বা টুরিস্ট ভিসার জন্য খরচ কত হবে

সিঙ্গাপুর ভিজিট বা টুরিস্ট ভিসার জন্য খরচ কত হবে- যদি কেউ এই ধরনের ভিসায় আপনি সিঙ্গাপুর যেতে চান তবে

আপনার  যে পরিমাণে টাকা খরচ হবে তাহলো ভিসা ফি বাবদ- ৩০০ সিঙ্গাপুরি ডলার। বিমান ভাড়া ১৬০০ হাজার থেকে ২০০০০

টাকা। এছাড়াও আপনাকে হোটেল বুকিং দিতে হবে এবং সেটা আপনার রুচি পছন্দের উপর নির্ভর করে তবে নূন্যতম-৫০০০ টাকা

থেকে শুরু হয়। বাকি খরচ আপনার নিজের উপর নির্ভর করবে তবে আপনি যদি কোন এজেন্সির মাধ্যমে যান তবে সে ক্ষেত্রে

১০০০০ থেকে ২০০০০ টাকা বেশি লাগতে হবে।

সিঙ্গাপুর ভিসা প্রাইস

সিঙ্গাপুর ভিসা চেক
ভিসা চেক

সিঙ্গাপুর ভিসা প্রাইস– এই দেশে বেশ কয়েকটি ভিসায় আপনি যেতে পারবেন। তবে ভিসার উপর নির্ভর করে ভিসা ফি। তবে

সাধারণত ৬০০০ হাজার থেকে ৭০০০ হাজার টাকা মধ্যেই হয়ে থাকে। এর থেকে বেশি খরচ হয়না। আবার অনেক কোম্পানি আছে

যারা একদম ফ্রি ভিসা দিয়ে থাকেন, তাদের কম্পানি ভিসার বাবদ যে খরচ সরকারি  দপ্তরে জমা দিতে হয় তা কম্পানি বহন করে

থাকে। আবার কিছু কোম্পানি আছে যারা ভিসার খরচ বাবদ কিছু টাকা নিয়ে থাকে। তাই অনেকেই প্রশ্ন করে থাকেন সিঙ্গাপুরের

ভিসার প্রাইস কত? বাংলাদেশে থেকে সিঙ্গাপুর যেতে কত টাকা খরচ হবে? সে ক্ষেত্রে নির্দিষ্ট করে বলা যাবেনা কত টাকা খরচ হবে?

তবে উপরোক্ত ভিসা ফি সম্পর্কে একটা ধারণা দেয়া হয়েছে ।

বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট

বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট-  বর্তমানে ব্যাঙের ছাতার মতো ভিসা এজেন্সি গজিয়ে গেছে।  বিভিন্ন দেশে লোক

পাঠানো বা এজেন্সির ভিসা লাভজনক হওয়ায় অনেকেই এই ধরনের ব্যবসা শুরু করেছে। অধিক লাভ থাকায় এই পেশাকে

অনেকেই এখন বেছে নিয়েছেন। যার ফলে ভিসা ব্যবসা নিয়ে এখানে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়। যার ফলে অনেকে অসাধু ব্যবসায়ী

হাত মিলিয়ে শুরু করেছে এই ব্যবসা। অনেক প্রতিষ্ঠান আছে যাদের সরকারিভাবে কোনো অনুমোদন নেই। তাই অনেকেই খুঁজতে

থাকেন সরকারি অনুমোদন বা সিঙ্গাপুর সরকার কতৃক কোন এজেন্সিগুলো অনুমোধন প্রদান করেছে। যারা সিঙ্গাপুর লোক নিয়োগ

করে থাকে। আপনার পরিচিত কেউ না থাকে তবে আপনি নিম্নোক্ত এজেন্সিগুলোর মাধ্যমে এই দেশটিতে যাওয়ার জন্য কাগজ পত্র

জমা দিতে পারবেন। নিম্নোক্ত সিঙ্গাপুরের যাওয়ার এজেন্সি গুলোর তালিকা নিম্নোক্ত উপস্থাপন করা হলো-

List of Authorised Visa Agents in Dhaka

  • Discovery Tours & Logistics, Banani Tel: 9821820, 9863340, 9863341, 9863343
  •  International Travel Corporation, Gulshan Tel: 9885479-80, 9862788, 9850940, 9855647, 9842645
  • Lexus Tours & Travels, Banglamotor Tel: 8613184, 8613126, 9632750-52
  • NovoAir Limited, Banani Tel: 55042385, Hotline: 01978443717
  • Parkway Hospitals Singapore Pte Ltd, Gulshan Tel: 9850422, 01736000000(24-Hour Help Line)
  • Regency Travels Ltd, Banani Tel: 9821982, 9888270, 9848057 Uttara Tel: 01720961740
  • Saimon Overseas, Gulshan Tel: 9882273-74, 9881408, 9885307-08 ext 124
  • Silkways Cargo Services Ltd, Gulshan Tel: 9888211-20 ext 130, 131
  • Union Tours & Travels Ltd, Gulshan Tel: 9854566-77 ext 429
  • Valencia Air Travels & Tours, Motijheel Tel: 7113703, 7118695, 7122343 Gulshan Tel: 8837344
  • Victory Travels Ltd, Motijheel Tel: 9550916, 9556129, 9561471, 9562397 Banani Tel: 9820146, 9820193, 9820179
  • MediConsult Ltd, Gulshan Tel: 029892828, 029840033
  • Talon Corporation Ltd, Gulshan Tel: 9894028, 9896909

সিঙ্গাপুর ভিসা চেক এর শেষ উক্তি

সবশেষে বলতে পারি উপরোক্ত সিঙ্গাপুর ভিসা চেক লেখাটি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে

ধরতে পেরেছে । এই লেখা দ্বারা আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। এছাড়াও সিঙ্গাপুর-সহ অন্যান্য দেশের বিষয়ে বেশ কিছু

গুরুত্বপূর্ণ লেখা আছে , যেগুলোর লিঙ্ক নিচে আপনাদের সাথে শেয়ার করা হল। যদি আপনি প্রয়োজন মনে করেন তা হলে সেগুলো

পড়তে পারেন। এছাড়া আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে, তবে আমাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে

আপনার প্রশ্নের উত্তর দিব। এই লেখাটি আপনার উপকারে এসে থাকলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ প্রথম

থেকে শেষ পর্যন্ত সিঙ্গাপুর ভিসা চেক লেখাটা পড়ার জন্য। আপনার বিদেশ যাত্রা শুভ হোক, আজকের মত বিদায় নিচ্ছি।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায়

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম : সবাই স্বাগতম জানাচ্ছি নতুন একটি বর্তমান সময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *