লিবিয়া কাজের ভিসা ও বেতন কত

লিবিয়া কাজের ভিসা ও বেতন কত- সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাচ্ছি নতুন একটি লিখা।

আশাকরি এই লেখাটি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে যারা লিবিয়ায় বিভিন্ন কাজের ভিসা

নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য । কারণ আপনি যদি সেখানে আয়-রোজগার করতে যান আর আর

সেখানে যাওয়ার আগে সেখানকার কাজ ও বেতন সম্পর্কে না জানেন তবে আপনি প্রতারণার স্বীকার

হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। তাই আজকে এই লেখার মাধ্যমে আলোচনা করবো লিবিয়াতে কোন কাজের

বেতন কত ও লিবিয়াতে কি কি কাজের ভিসা পাওয়া যায়। আর এর জন্য আমার এই লিবিয়া কাজের

ভিসা ও বেতন কত  লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন তবেই জানতে পারবেন  এই সকল

বিষয়ে বিস্তারিত।

লিবিয়া বেতন কত?

লিবিয়া কাজের ভিসা ও বেতন কত 
কাজের ভিসা ও বেতন কত

লিবিয়া বেতন কত?-  আপনি পৃথিবীর যে কোন দেশেই যান না কেন, আপনার কাজের বেতন নির্ধারণ

করবে মূলত দুটি বিষয়ের উপর । আর তা হলো আপনার কাজের ধরন ও আপনার সেই কাজে দক্ষতা।

আর তাই লিবিয়াতে যারা আসেন সেখানেও কাজের ধরন এবং দক্ষতার উপর তাদের বেতনের বিষয়টি

নির্ভর করে । তবে কাজের ভিন্নতা অনুযায়ী যে বেতন নির্ধারণ করা হয় তা এখানে উল্লেখ করা হলো। এবার

সিদ্ধান্ত নেয়ার বিষয়টি আপনার আপনি কোন কাজের জন্য সেখানে যাবেন।

লিবিয়ায় রাজমিস্ত্রি কাজের বেতন

যুদ্ধ পরবর্তী সময়ে লিবিয়াতে রাজমিস্ত্রির প্রচুর চাহিদা রয়েছে সেখানে রাজমিস্ত্রি কাজ করার জন্য তারা অনেক লোক নিয়োগ করে

থাকে তাই কেউ যদি লিবিয়াতে রাজমিস্ত্রি কাজের জন্য আসে সে তার কাজের দক্ষতার উপর নির্ভর করে গড়ে প্রতিদিন গড়ে৮০

থেকে ১২০ লিবিয়ান দিনার আয় করতে পারবে।

টাইলস এর কাজে লিবিয়ায় বেতন

যদি আপনি টাইলস এর কাজে দক্ষ হয়ে থাকেন, তবে আপনি লিবিয়া এ কাজটির জন্য অনেক সুযোগ গ্রহণ করতে পারবেন। কারণ

এই কাজের জন্য লিবিয়ায় প্রচুর চাহিদা রয়েছে, এবং সেখানে আয় রোজগারের সুযোগও বেশ ভালো ।যে কেউ অনায়াসে তার

কাজের দক্ষতার উপরে প্রতিদিন ১০০ থেকে ১৫০ দিনার রোজগার করতে পারেন।

রং এর কাজে কত বেতন পাওয়া যায় লিবিয়াতে

যারা রং করার কাজের জন্য লিবিয়াতে গিয়ে থাকেন তাদের কাজের দক্ষতার উপর নির্ভর করে বেতনের পরিমাণ নির্ভর কর। তবে

দেখা যায় যারা কম দক্ষ তাদের বেতন প্রতিদিন ৮০ দিনার দেয়া হয়। আর যে সকল লোক এই কাজের উপর দক্ষ তাদের বেতন

প্রদান করা হয় ১২০ দিনার।

লিবিয়াতে ওয়েল্ডিং কাজের বেতন

যেহেতু এই কাজটি ঝুকি পূর্ণ তাই এই কাজটি অনেকেই করতে চায়না । তাছাড়াও এই কাজটি করার জন্য আপনাকে দক্ষতা অর্জন

করতে হবে। যার ফলে এই কাজের বেতন তুলনামূলক বেশি হয়ে থাকে। আপনি যদি  এই কাজে দক্ষ হয়ে থাকেন তবে এই কাজ

নিয়ে লিবিয়া আসতে পারেন সেক্ষেত্রে আপনার কাজের উপর নির্ভর করে প্রতিদিন ১৩০ থেকে ২১০ দিনার পর্যন্ত বেতন পাবেন।

ফ্যাক্টরির কাজে লিবিয়ার বেতন

আপনি যদি লিবিয়াতে ফ্যাক্টরির কাজ করার জন্য যান, তবে সেখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। আর এই

সকল জায়গায় কাজ করলে ফ্যাক্টরির ভিন্নতা ও আপনার দক্ষতা অনুযায়ী আপনি ৫০ থেকে ৮০ দিনার বেতন পাবেন।

ক্লিনিয়ার কাজে লিবিয়ার বেতন

অনেক সময় দেখা যায়, যাদের কাজের উপর দক্ষতা নাই তাদের বিদেশ পাঠানোর জন্য ক্লিনিয়ার ভিসা দেয়া হয়। আর তাই আপনি

যদি  ক্লিনিয়ার কাজ করার জন্য এই দেশটিতে আসেন তবে সে ক্ষেত্রে আপনার বেতন হবে মাসিক ১৩০০ থেকে ১৫০০ দিনার। তবে

এই কাজে যারা আসে তাদের বেশির ভাগ কম্পানি থাকা ফ্রি করে দিয়ে থাকে।

মাজরার কাজে বা কৃষি কাজে লিবিয়ার বেতন

যাদের কৃষি কাজ করার দক্ষতা আছে তারা খুব কম টাকার বিনিময়ে মাজরা ভিসায় লিবিয়া যেতে পারেন। কারণ সেখানে কৃষি

কাজের প্রচুর চাহিদা রয়েছে। আর এই কাজ সব সময় করা যায় বিধায় সেখানে প্রচুর লোক নিয়োগ করে থাকে। আর এই কাজের

জন্য সাধারণত ১৬০০ থেকে ২০০০ দিনার বেতন প্রদান করা হয়।

ড্রাইবিং কাজে লিবিয়ায় কত বেতন পাওয়া যায়

যদিও বর্তমানে লিবিয়াতে ড্রাইবিং কাজের উপর খুব একটা লোক নিচ্ছেনা। তবে এক সময় অনেক লোক এই কাজের জন্য

আসতো। যদি আপনি ড্রাইবিং কাজের উপর দক্ষ হয়ে থাকেন এবং এই দেশের ভিসা পেয়ে থাকেন তবে দেখা যাবে আপনার বেতন

হবে ১৫০০ থেকে ২৫০০ দিনার।

লিবিয়া কাজের ভিসা ২০২৩

লিবিয়া কাজের ভিসা ২০২৩- অনেকেই জানতে চায় লিবিয়ায় কি কি কাজের উপর ভিসা পাওয়া যায়। যদিও বর্তমানে লিবিয়ায়

তেমনি একটা লোক নিয়োগ করা হয় না। তার পরেও বেশ কিছু কাজের উপরে লিবিয়া লোক নিয়োগ করে থাকে। বর্তমানে যে সকল

কাজের উপর এই দেশে ভিসা প্রদান করা হয় সে গুলো হলো নিম্নরূপ-

  • ড্রাইভিং ভিসা।
  • ক্লিনিয়ার কাজের জন্য।
  • দোকানের কাজ।
  • ফ্যাক্টরির চাকুরি।
  • রং এর কাজ।
  • ইলেক্ট্রিক মিস্ত্রি।
  • কৃষি কাজের ভিসা।
  • ওয়েল্ডিং কাজের জন্য ভিসা।
  • মেসনের কাজ।

লিবিয়া কাজের ভিসা ও বেতন কত এর শেষ বক্তব্য

পরিশেষে লিবিয়া কাজের ভিসা ও বেতন কত  এই লেখার মাধ্যমে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি আজকের এই লেখাটি।

আশাকরি উপরোক্ত লেখা থেকে পাওয়া প্রয়োজনীয় তথ্য গুলো আপনাদের অনেক কাজে লাগবে। আমরা সবসময় চেষ্টা করি নতুন

নতুন তথ্য আপনাদের সাথে শেয়ার করতে।এ জন্য নিচে আরো বেশ কিছু লেখার লিংক আপনাদের সাথে শেয়ার করা হল। যে

লেখাগুলো আপনাদের হয়তো অনেক উপকারে আসবে। যদি আপনাদের আমার এই লেখাটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার

করার অনুরোধ রইল। এছাড়াও আপনার আরো কোনো ধরনের বিষয় জানার আগ্রহ থাকলে তবে আমাদেরকে কমেন্ট করে জানাতে

পারেন। আমরা সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত লিবিয়া কাজের ভিসা ও বেতন

কত  লেখা পড়ার জন্য । ভাল থাকুন, সুস্থ থাকুন, আপনার বিদেশ যাত্রা শুভ হোক।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *