মালয়েশিয়া ভিসা কবে খুলবে আজকের খবর

মালয়েশিয়া ভিসা কবে খুলবে  অনেকেই মালয়েশিয়া যেতে চায়, কিন্তু কিভাবে যাবে, কোথা থেকে যাবে, বর্তমান

মালয়েশিয়ার কি খবর? মালয়েশিয়ায় কোথা থেকে লোক নিচ্ছে কিনা? অনেক সময় কর্মী নিয়োগ করা হলেও সেই সকল

বিষয়গুলো আমরা জানতে পারিনা।  এজন্য অনেকেরই জানার বাইরে থেকে যাচ্ছে এই কর্মী নিয়োগের খবর সমূহ। আর

তাই সঠিক উপায়ে মালয়েশিয়া যেতে পারতেছে না অনেকেই। আজকে আমি মালয়েশিয়া ভিসা কবে খুলবে এই লেখার

মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব, এবং কিভাবে আপনি মালয়েশিয়া যেতে পারেন? এই দেশে

গেলে আপনার বেতন কত হবে? কোন কোন ভিসায় বর্তমান লোক নিচ্ছে, এবং সেই সকল অফিসের ঠিকানা সহ

আপনাকে জানিয়ে দেবো । যাতে করে আপনি খুব সহজে মালয়েশিয়া যেতে পারেন। আর যারা মালয়েশিয়া আছেন তারাও

যেন কাজের সন্ধান করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

মালয়েশিয়া ভিসা কবে খুলবে আজকের খবর

মালেশিয়ার ভিসা কবে খুলবে? এ প্রশ্ন সবার মধ্যেই ঘুরপাক খায় । কিন্তু অনেকেই জানেনা মালয়েশিয়া অলরেডি লোক

নিয়োগ চলছে। তাই তাদের উদ্দেশ্য বলতে চাই আপনি যদি মালয়েশিয়া যেতে চান তাহলে অনেক মধ্যমে আপনি

মালয়েশিয়া যেতে পারবেন। বর্তমানে মালয়েশিয়া সরকার, এবং বাংলাদেশ সরকারের যৌথ চুক্তির মাধ্যমে ১৩০টি

এজেন্সিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরেও বাংলাদেশ থেকে সরকারিভাবে বোয়েসেলের এর মাধ্যমে  লোক নিয়োগ

করা হচ্ছে। যেখান থেকে অনেক সময়  আপনি একদম বিনামূল্যে বিদেশে যেতে পারবেন। তাই আসুন সকল প্রতিষ্ঠান

ঠিকানাসহ নিম্নে তুলে ধরা হবে যেখান থেকে আপনি খুব সহজেই বিদেশে যেতে পারবেন।

কেউ যদি সরকারী ভাবে বিদেশ যেতে চান তবে আমার দেয়া এই ঠিকানায় যোগাযোগ করুন তবে বিদেশ যেতে পারবেন।

আর এখান থেকে আপনি নিয়মিত বিদেশের ব্যাপারে খোঁজ খবর নিতে পারবেন। আর এই সকল তথ্যর জন্য ক্লিক করুন

এখানে

উপরোক্ত অফিস ছাড়াও আপনি যদি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এজিন্সির মাধ্যমে যেতে চান তাহলে আমাদের

দেয়া এই লেখাটি পড়ুন যেখানে সকল এজিন্সির ঠিকানা বিস্তারিত দেয়া আছে। সকল এজেন্সির নাম

মালয়েশিয়া ফ্রি ভিসা

যারা মালয়েশিয়া ফ্রি ভিসায় যেতে চান কিন্তু কি ভাবে যাবেন সে বিষয় গুলো ভালোভাবে জানেননা। যার ফলে ইচ্ছে থাকা

সত্তেও যেতে পারছেননা। তাদের জন্য এখানে কিছু তথ্য দিব যে তথ্য গুলো মালয়েশিয়া ফ্রি ভিসায় যেতে পারেন। আর তার

জন্য এই লেখাটি পড়তে পারেন। মালয়েশিয়া মূলত কোন ধরনের ফ্রি ভিসা পাওয়া যায়না। তবে আপনি যে ভাবে কাজ

করতে পারবেন তাহলো আপনাকে কোন কম্পানি বা মালিকের সাথে কথা বলে মালয়েশিয়া গিয়ে আপনার হাতে যদি

পাসপোর্ট দিয়ে দেয় তাহলে আপনি আপনার ইচ্ছে মত কাজ করতে পারবেন। আর সে ক্ষেত্রে প্রতিবছর আপনাকে চুক্তি

মোতাবেক টাকা প্রদান করতে হবে। তবে যাওয়ার আগে অবশ্যই আপনাকে চুক্তি করে যেতে হবে।

মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসা আবেদন ও বেতন কত

মালয়েশিয়া হলো শিল্পউন্নত দেশ । যে দেশে অনেক দেশের কম্পানি আছে। যার ফলে এই দেশে প্রতিবছর অনেক লোক

ফ্যাক্টরিতে নিয়োগ করে থাকে। এই আলোচনার মাধ্যমে আপনি জানতে পারবেন এখানে আপনার কত বেতন হবে? এই

সকল বিষয়ে বিস্তারিত। যারা মূলত ফ্যাক্টরি ভিসায় আসবে তাদের বেসিক বেতন হবে ১৫০০ টাকা এবং প্রতিদিন নূন্যতম ৪

থেকে ৫ ঘন্টা ওভার টাইম পেয়ে যাবেন এছাড়াও আপনার কম্পানি যদি ভালো হয় তবে ৪ টি শুক্রবার কাজ করতে পারেন

তবে আপনার বেতন গিয়ে পড়বে ৩০০০ রিংগিত । এই ক্ষেত্রে ভাল হচ্ছে প্লাষ্টিক কম্পানি , লেদার ফেক্টরি ,ফুট

প্যাকেজিং,চকলেট কম্পানি, লোহা জাতীয় কম্পানি, গাড়ীর যন্ত্রাং বা গাড়ী মেরামত কম্পানি এই কম্পানিতে যদি আপনি

আসেন তবে আপনি অনেক ভালো আয় করতে পারবেন।

মালয়েশিয়া কোন ভিসা ভালো

বিশেষ করে যারা মালয়েশিয়া যেতে চান তাদের মনে প্রশ্ন থাকে আমি ‍যদি এই দেশে যাই তবে আমার জন্য কোন ভিসা ভাল

হবে। কোন কাজে গেলে আমি বেশি টাকা আয় করতে পারবো ইত্যাদি বিষয়ে । আর তাদের জন্য এখানে আমি আপনাদের

সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি আমার এই লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন তবে আপনি

আপনার বিদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। মালেয়েশিয়া এখন সাধারণত কলিং ভিসা চালু রয়েছে। আবার কিছু

কিছু দালাল চক্র ফ্রি ভিসার কথা বলে থাকে। আসলে ফ্রি ভিসা বলতে কিছু নেই ।তবে যে কাজটা করা হয় সেটা হলো কলিং

ভিসায় নিয়ে মালিকের ইচ্ছায় তাকে তার পাসপোর্ট হাতে দিয়ে দেয়া হয় । যার দ্বারা তারা বাহিরে কাজ করার সুযোগ পেয়ে

থাকে। তাই আপনি বিদেশ যাওয়ার আগে উপরোক্ত বিষয়ে ট্রাবল এজেন্সির সাথে বিস্তারিত আলোচনা করে নিবেন। যাতে

করে পরবর্তীতে কোন প্রকার অসুবিধায় পড়তে না হয়। আর এই ক্ষেত্রে আমাদের পক্ষ্য থেকে উপদেশ আপনি যদি বিশেষ

কোন কাজে দক্ষ থাকেন এবং মালয়েশিয়া আপনার পরিচিত কেউ আছে যে আপনাকে সেই দেশে যাওয়ার সাথে সাথে

কাজ দিতে পারবে। তবে আপনি এই ধরনের ভিসায় গেলে লাভবান হবেন। অন্যথায় আপনাকে কলিং ভিসায় যেতে হবে।

তবেই আপনার জন্য ভালো।

মালয়েশিয়া ভিসা আবেদন ২০২২

যদিও পূর্বে বিভিন্ন মাধ্যমে মালয়েশিয়া লোক নিয়োগ করে থাকতো কিন্তু বিভিন্ন ধরনের অনিয়মের কারণে এই ধরনের

ভিসায় বর্তমানে লোক নিয়োগ বন্ধে রয়েছে। আর তাই আপনি যদি এখান থেকে বিদেশ যেতে চান তবে আপনাকে প্রথমে

কলিং ভিসায় যেতে হবে। তার পরে সেখানে গিয়ে মালিক বা কম্পানির সাথে আলোচনা করে শুধু মাত্র আপনি কাজ করতে

পারবেন। অন্যথায় আপনি কোন জায়গায় কাজ করতে পারবেন না। আর তাই আপনি যদি মালয়েশিয়া বৈধ উপায়ে যেতে

চান তবে আপনাকে সরকার কর্তৃক অনুমোদিত এজেন্সির মাধ্যমেই যেতে হবে। কারণ কম্পানির ভিসা গুলো গ্রুপ ভিসা

হয়ে থাকে। আর তাই আপনি যদি এই দেশে যেতে চান তবে এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে তার আগে আপনাকে

ডাটাবেজ সার্ভে নিবন্ধন থাকতে হবে।

মালয়েশিয়া ভিসার দাম কত?

যারা মালয়েশিয়া যেতে চান তাদের মনে সবসময় প্রশ্ন থাকে আমি বিদেশ যেতে চাই সে ক্ষেত্রে ভিসার দাম কত পড়বে?

যদিও মুখে মুখে বা সরকারি ভাবে একটি দাম নির্ধারণ করা আছে ৭৮৯০০টাকা কিন্তু বাস্তবে এই পরিমাণে টাকা যাওয়া সম্ভব

হচ্ছে না। তাই আপনি যদি মালয়েশিয়া যেতে চান তবে তবে কাজের সুবিধা অনুযায়ী ৩.৫ লক্ষ থেকে ৪.৫ লক্ষ টাকা লেগে

যায়। এর পরেও আপনাদের সর্তকতারজন্য যে বিষয়টি বলব সেটা হলো আপনি অবশ্যই বৈধ রিকুটিং এজেন্সির মাধ্যমে

যেতে হবে।

মালয়েশিয়া ভিসা প্রসেসিং

সবার মনেই প্রশ্ন থাকতে পারে আমি যদি এই দেশে যেতে চাই তবে আমাদের ভিসা প্রসেসিং কিভাবে করা হবে। আর এর

জন্য আমাদের কোন জায়গায় যেতে হবে।  এই সকল বিষয়ে বিস্তারিত। তাই আসুন মালয়েশিয়ার ভিসা কিভাবে প্রসেসিং

করা হয় তার বিস্তারিত আলোচনা করবো । যার ফলে আপনি জানতে পারবেন আপনার ভিসাটি কিভাবে প্রসেসিং করা

হবে।  প্রথমত আপনি যে কাজে বিদেশ যেতে চান এবং আপনার যদি কোন কাজে দক্ষতা থাকে তবে আপনাকে সেই

কাজের উপর ডেলিগেটের মাধ্যমে পরিক্ষা দিয়ে আপনাকে পাশ করতে হবে। এর পর আপনি যদি পরিক্ষায় পাশ করেন

তবে শরীরিক যোগ্যতার পরিক্ষা করা হবে তার পর আপনার ফিটনেস সার্টিফিকেট বিদেশে প্রেরণ করা হলে তারা সেই

দেশের ইমিগ্রেশনে পাঠিয়েদিয়ে তার সকল কাগজ পত্র পরিপূর্ণ করবেন। সেই দেশ থেকে কাগজ পরিপূর্ণ করার পরে

বিমানের টিকেট কেটে বিদেশ চলে যাবেন।

মালয়েশিয়া কোন ভিসা ভালো

মালয়েশিয়া কোন ভিসা ভালো এই প্রশ্নটি সবাই করে থাকে। আর আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টি পরিস্কার

করবো । অর্থাৎ আপনি যদি বিদেশ যেতে চান তবে কোন ধরনের ভিসায় আপনি যাবেন এবং কোন ধরনের ভিসায় সেখানে

গেলে বেশি লাভবান হতে পারবেন। এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। যেহেতু বর্তমানে কলিং ভিসা

মালেয়েশিয়া চালুকরেছে তাই আপনি কলিং ভিসায় যবেন এবং একই সাথে চেষ্টা করবেন আপনি যদি ভরি কাজ করতে

পারেন তবে আপনার জন্য ফ্যাক্টরির কাজ খুব ভালো হবে। কারণ এই কাজে অধিক পরিমাণে ওভারটাইম পাওয়া যায়।

আর আপনি যদি শরীরিক ভাবে কাজ বেশি না করতে পারেন তবে আপনার জন্য হোটেল বয় বা অফিসের কাজ ভাল হবে

তবে এই সকল কাজে ওভার টাইম কম পাওয়া যায়।

মালয়েশিয়া কোন কাজের বেতন কত

মালয়েশিয়া কোন কাজের বেতন কত এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অনেকেই করে থাকেন। বিশেষ করে যারা

মধ্যপ্রচ্যের এই দেশটিতে যেতে চায় তাদের মনে এই ধরনের প্রশ্ন বেশি হয়ে থাকে। মালয়েশিয়াতে আপনি যদি কলিং ভিসায়

যেতে চান তবে যে বেতন এই দেশের সরকার বেঁধে দিয়েছেন তার তা হলো ১৫০০রিংগিত। এছাড়াও কেউ যদি অন্য কোন

ধরনের দক্ষ কাজের ভিসায় যেতে চায় তবে বেতনের পরিমাণ আরো বেশি হবে যেমন কেউ যদি হেভি গাড়ীর ড্রাইভিং

ভিসায় যায় তবে তার বেতন ২৫০০ থেকে ৩৫৯৯ রিংগিত হয়ে থাকে।

মালয়েশিয়া শ্রমিকের বেতন ২০২২

অনেক অপেক্ষার পর মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশী শ্রমিক প্রেরণ করা শুরু করা হয়েছে। আর তাই এই বিষয়ে

সবার মনেই অনেক কৌতুহুল । কারণ হিসেবে দেখা গেছে বাংলাদেশ তথা ভারত থেকে যে সকল শ্রমিক প্রেরণ করা হয়

তাদের বেতনের পরিমাণ থাকে অনেক কম। যার ফলে এই দেশটিতে শ্রমিক যাওয়ার পরে তারা পালিয়ে কাজ করতে

আগ্রহী হয়ে উঠে যার ফলে সরকার অনেক বড় ধরনের ক্ষতির সন্মুখিন হয়। আর তাই এবার সরকার বেতন কাঠামো সহ

শ্রমিকের সুযোগ সুবিধার মধ্যে বেশি পরিবর্তন এনেছে। যার মধ্যে একজন শ্রমিকের বেতন হেবে নূন্যতম ১৫০০ রিংগিত ও

তাদের আবাসিক ও খাবার সুবিধা সহ বিমান ভাড়া দিতে হবে। যা একজন শ্রমিকের জন্য অনেক সুফল বয়ে আনে। তাই

একজন শ্রমিক যদি এই দেশটিতে প্রবেশ করে তার নূন্যতম বেতন হবে ১৫০০ রিংগিত আর এর সাথে কম্পানির কাজের

উপর ভিত্তি করে ওভার টাইম।

মালয়েশিয়া টুরিস্ট ভিসার দাম কত

অনেক গুলো পর্যটন ও মার্কেট থাকায় অনেকেই যেতে চায় প্রাকৃতিক সৌন্দের্যে ঘেরা এই দেশটিতে ঘুরতে। আর তাই

অনেকেই প্রশ্ন করে থাকে আমি যদি এই দেশটিতে যেতে চাই তাহলে কত টাকা খরচ হবে আর কি কি কাগজ পত্র লাগবে।

আর এর জন্য কি কি ধাপ অনুসরণ করতে হবে। এই সকল বিষয়ে বিস্তারিত। আপনার নিম্নোক্ত কাগজ পত্র গুলো লাগবে।

  • বৈধি এবং মেয়াদ ওয়ালা একটি পাসপোর্ট।
  • পাসপোর্টের প্রথম পাতার ফটো কফি
  • ভিসা আবেদন ফর্ম।
  • সাদা ব্যাকরাউন্ড সহ দুই কপি ছবি।
  • ব্যাংক স্টেটমেন্ট ৬ সাসের ট্রা্ন্জেকশণ সহ যেখানে নূন্যতম ৮০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা জমা আছে।
  • ফিরতি বিমাণ টিকেট।
  • হোটেল বুকিং টিকেট।

মালয়েশিয়া ভিসা কবে খুলবে এর শেষ কথা

আশা করি উপরোক্ত মালয়েশিয়া ভিসা কবে খুলবে  লেথাটি  আপনাদের অনেক উপকারে আসবে। এছাড়াও এই সকল

বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তবে আমাদের কাছে করতে পারেন। কারন আমাদের কাছে এ সম্পর্কে

অনেক তথ্য আছে, যে তথ্যগুলো আপনার প্রয়োজন হতে পারে। আমাদের সাইটে আরো অনেক তথ্যমূলক লেখা আছে, যে

লেখাগুলো আপনার কাজে লাগতে পারে। আপনি ইচ্ছে করলে সেই লেখাগুলো পড়তে পারেন। নিচে তার লিংক দেওয়া

হল। ধন্যবাদ সবাইকে কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়া জন্য।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *