আজকে আপনাদের সাথে আলোচনা করব বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা আবেদন নিয়ে। আপনারা যারা
বুলগেরিয়া পড়াশোনা করার জন্য যেতে চান তারা অবশ্যই যাওয়ার আগে এই বিষয় গুলো ভালো ভাবে
জেনে শুনে যাবেন। আপনারা অনেকেই ইউরোপ এর দেশ বুলগেরিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান
তাই আপনারা যারা এই ভিসা নিয়ে যেতে চান তারা যাওয়ার আগে আবেদন কিভাবে করে তা এই লেখার
মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই লেখার মাধ্যমে আরও জানতে পারবেন বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা
আবেদন , বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা যেতে কি কি ডকুমেন্টস লাগে আর বুলগেরিয়া যেতে কত টাকা লাগে।
এ সকল বিষয় নিম্নে আপনাদের সাথে আলোচনা করা হল । আপনারা যার এই সকল বিষয় জানতে চান
তারা এই লেখার মাধ্যমে জানতে পারবেন সব কিছু বিস্তারিত ভাবে। তাই যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান
তারা আমার এই লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন –
বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা
বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা : আপনারা যারা এই ভিসা নিয়ে বুলগেরিয়া যেতে চান তারা যাওয়ার আগে
অবশ্যই ভিসা সম্পর্কে জেনে শুনে জাবেন। কারন আপনি যাওয়ার আগে আপনার অনেক রকম ডকুমেন্ট
জমা দিতে হবে। তাই আপনি পড়াশোনা করতে যেতে চাইলে আগে একটি ভিসা নিতে হবে তারপরে আপনি
যেতে পারবেন । বুলগেরিয়ার একটি স্টুডেন্ট ভিসা হল “ডি ভিসা” এটি এক ধরণের ভিসা যা আন্তর্জাতিক
ছাত্রদের শিক্ষাগত উদ্দেশ্যে বুলগেরিয়া যাওয়ার অনুমতি দেয়। আপনি যুদি একটি বৈধ স্টুডেন্ট ভিসা নিয়ে
যান তাহলে আপনি সেখানে গিয়ে পড়াশোনার পাশাপাশি কাজও করতে পারবেন। তবে একটি নিয়ম আছে
তাহল এক জন শিক্ষার্থী বুলগেরিয়াতে পার্টটাইম হিসেবে কাজ করতে পারবে মাত্র ২০ ঘণ্টা। তার পরে যখন
আপনার পড়াশোনা শেষ হবে তখন আপনার বসবাস করার জন্য এবং কাজ করার জন্য একটি আবেদন
করতে হবে। কাজের জন্য একটি ওয়ার্ক পারমিট এর আবেদন করতে হবে।
বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা আবেদন
বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা আবেদন : আপনারা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান তারা এই লেখার
মাধ্যমে জানতে পারবেন। আসুন আমরা সব কিছু বিস্তারিত ভাবে জানার জন্য লেখা টি সম্পূর্ণ ভাবে পড়ি।
আপনি যদি স্টুডেন্ট ভিসায় আবেদন করতে চান তাহলে আপনি ঘরে বসেও করতে পারবেন । আপনারা
চাইলে ঘরে বসে নিজে নিজে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আর তানাহলে আপনারা
যেকোন এজেন্সির মাধ্যমেও আবেদন করে যেতে পারবেন। আপনারা যেকোনো এজেন্সির মাধ্যমে সকল
ডকুমেন্টস জমা দিয়ে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তাই আপনারা যারা না জানেন যে
স্টুডেন্ট ভিসা করতে কি কি ডকুমেন্ট লাগবে তারা এই লেখার মাধ্যমে জানতে পারবেন ।
বুলগেরিয়া যেতে কত টাকা লাগে ?
বুলগেরিয়া যেতে কত টাকা লাগে ? : আপনারা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে বুলগেরিয়া যান তারা অনেকেই
জানার জন্য গুগলে সার্চ করে থাকেন যে যেতে কত টাকা লাগে। তাই আপনারা যারা না জানেন তাদের জন্য
আজকে এই লেখার মাধ্যমে জানাবো যে কত টাকা লাগে। আপনারা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান
তাদের খরচ হবে প্রয় ৫ থেকে ৬ লাখ টাকার মত। আবার দালাল ভেদে কম বেশিও হতে পারে। কারণ
অনেক এজেন্সি আছে যারা টাকা একটু বেশি নিয়ে থাকে আবার অনেক এজেন্সি আছে যে টাকা একটু কম
নিয়ে থাকে। তাই আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই লেখার মাধ্যমে ।
বুলগেরিয়া স্টুডেন্ট ভিসায় যেতে কি কি ডকুমেন্ট লাগে
বুলগেরিয়া স্টুডেন্ট ভিসায় যেতে কি কি ডকুমেন্ট লাগে : আপনারা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে
চান তারা এই খান থেকে জেনে নিন যে স্টুডেন্ট ভিসার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয়।
আপনি বুলগেরিয়া যাওয়ার জন্য ভিসার আবেদন পত্র । আর ফর্রটি অবশ্যই ইলেকট্রনিকভাবে পূরণ করতে
হবে , সাইন ইন করতে হবে।
একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার দুটি ফাঁকা পৃষ্ঠা থাকে এবং আপনি আপনার আবেদন জমা দেওয়ার
পর থেকে দেড় বছর পর্যন্ত বৈধ হবে।
আপনার পাসপোর্ট এর ডেটা পৃষ্ঠা এবং আপনার ভিসার ফটোকপি।
আপনার একটি বৈধ বসবাসের পারমিট এর ফটোকপি আপনি ওই দেশে থাকতে পারবেন তার জন্য
প্রজয্যে।
আপনার শিক্ষাগত সকল সার্টিফিকেট এর মূল কপি আর অধ্যয়নের প্রতিলিপি।
বুলগেরিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণযোগ্যতার চিঠি
আপনার ব্যাংক স্টেটমেন্ট এর প্রমান পত্র
উপসংহার
বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা আবেদন নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করেছি। আপনারা যারা লেখা টি
পড়েছেন তারা অনেক তথ্য জানতে পেরেছেন আশা করি। আপনাদের যদি আরও কোনো তথ্য জানার
থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তার উত্তর দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে
আজকের মত এখানেই শেষ করছি।
আরো একই বিষয়ে পড়তেঃ
- সুইডেন কাজের ভিসা বেতন ও যেতে কত টাকা লাগে ?
- সুইডেন টুরিস্ট ভিসা
- সুইডেন স্টুডেন্ট ভিসা আবেদন প্রয়োজনীয় কাগজপত্র ও স্কলারশিপ
- সুইডেন ওয়ার্ক পারমিট ভিসা বেতন ও যেতে কত টাকা লাগে ?
- সুইডেন ভিসা আবেদন ও স্থায়ী বসবাস
- সুইডেন সিজনাল জব ভিসা ও নাগরিকত্ব