বিদেশ থেকে দেশে যাওয়ার স্ট্যাটাস

বিদেশ থেকে দেশে যাওয়ার স্ট্যাটাস : সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এবং সবার প্রিয় একটি লেখায়।

কারণ আমরা অনেকেই পরিবারের সুখের কারণে পরিবার পরিজন ছেড়ে দূর প্রবাসে থাকি। আর যখন

আমাদের ছুটিতে বা একেবারে বাড়িতে যাওয়ার সময় হয় তখন মনে আনন্দের আর সীমা থাকেনা। কারণ

এই সময় আমাদের পরিবারের সবার সাথে বসবাসের সুযোগ হয়ে থাকে। আর এই সময় আমরা বিভিন্ন

ধরনের স্ট্যাটাস দেয়ার জন্য চেষ্টা করি। কারণ যখন আমরা দেশে আসি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে

সবাইকে জানিয়ে দেই আমাদের দেশে আসার কথা। একই সাথে যদি প্রেমিক/প্রেমিকা থাকে তবেতো কোন

কথাই নাই। আবার অনেকেই বন্ধুদের উদ্দেশ্য করেও আমরা স্ট্যাটাস দিয়ে থাকি। আর তাই আপনাদের

সাথে এখানে উপস্থাপন করা হবে নতুন এবং আনকমন কিছু বিদেশ থেকে দেশে যাওয়ার স্ট্যাটাস  যা

আপনাদের অনেক বেশি আনন্দ দিবে।

বিদেশ থেকে দেশে যাওয়ার স্ট্যাটাস

বিদেশ থেকে দেশে যাওয়ার স্ট্যাটাস: প্রবাসে থাকার যে কষ্ট্য সেটা হয়তবা সবাইকে বুঝানো যাবেনা।

যারা প্রবাসে থাকে তারাই শুধু বুঝতে পারে  প্রবাসে থাকার কষ্টের কথা। আর তাই আমরা যারা প্রবাসে থাকি

তাদের মনের ভাব প্রকাশের জন্য সবার সাথে আনন্দ শেয়ার করার জন্য আজকে এখানে কিছু স্ট্যাটাস

শেয়ার করবো যে গুলো সবার অনেক বেশি ভালো লাগবে। আর এই সেকল বিদেশ থেকে দেশে যাওয়ার

স্ট্যাটাস  গুলো আপনি শেয়ার করতে পারবেন সবার সাথে বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে

কথা না বাড়িয়ে নিচে আলোচনা করা যাক সেই স্ট্যাটাস।

বিদেশ থেকে দেশে যাওয়ার মাকে নিয়ে স্ট্যাটাস

<yoastmark class=

বিদেশ থেকে দেশে যাওয়ার মাকে নিয়ে স্ট্যাটাস :  মাকে সবাই ভালোবাসে। অনেকেই আছে মাকে

ছাড়া কল্পনাই করতে পারে না। আর তাই যখন বিদেশ থেকে আসার সময় হয় তখন দেখা যায় মাকে নিয়ে

আমাদের অনেক বেশি জল্পনা কল্পনা থাকে। আর তাকে দেখার জন্য আমাদের মন ছটফট করতে থাকে।

আর তাই মাকে নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইউটিওবে ভিডিও বানিয়ে থাকে। আর

তাদের কথা মাথায় রেখে এখানে মাকে নিয়ে কিছু স্ট্যাটাস শেয়ার করবো যে গুলো আপনি সবার সাথে

শেয়ার করতে পারবেন।

অনেক দিন হয় মাগো তুমায়
দেখিনা নয়ন ভরে।
আজকে যখন দেশে যাবো
দেখবো তোমায় নয়ন ভরে।

 

মা তুমার হাতে খাবার খাবো
অনেক দিনের পরে।
পেট ভরে তাই খাওয়ার স্বাদ
নিব যতন করে।

 

এই পৃথীবির যত সুখ আছে
তা যদি তুমাকে দিতে পারতাম
তবে তুমাকেই দিতাম মা।
আজ শুধু তুমার জন্যই দেশে আসা।

মা তুমাকে সুখি দেখবো বলেই
তুমাকে ছেড়ে আমার প্রবাসে আসা
আর বাড়িতেও যাচ্ছি শুধু তুমাকে
সবথেকে ভালোবাসি বলে।

 

আমার মায়ের ছবি হৃদয়ে ধারণ করেছি
আর সেই ছবি বুকে নিয়েই দেশে ফিরছি
মা আমার জন্য দোয়া করো ।
খুব শিঘ্রই যেন তুমার সাথে দেখা হয়।

 

মায়ের বুখ খালি করে একদিন
এই বিদেশের বাড়ি এসে ছিলাম
আজ মায়ের বুকে ফিরে যাবো বলেই
দেশে ফেরার টিকেট কাটলাম।

 

মা তুমাকে জানিয়ে দিতে চাই
তুমার ভালোবাসার টানে
তুমার খোকা তোমার কাছে
আবার ফিরে আসছে দোয়া করো।

 

যতদিন বিদেশ ছিলাম
ততদিন মায়ের ছবি দেখিছি
আর বাকি কিছু সময় পর মাকে
সামনা সামনি দেখবো ।

 

বিদেশ থেকে দেশে যাওয়ার বাবা কে নিয়ে স্ট্যাটাস

বিদেশ থেকে দেশে যাওয়ার বাবা কে নিয়ে স্ট্যাটাস : বাবা হচ্ছে এই পৃথীবিতে বট বৃক্ষের মত। তার

ছায়ায় সবাই থাকতে চায়। যখন জীবনে বাবা হারিয়ে যায় তখন কেবল বুঝা যায় বাবার ভূমিকা আমাদের

জীবনে। আর তাই আমরা সবাই বাবাকে অনেক বেশি ভালোবাসি। আর যখন বিদেশ থেকে আসার সময় হয়

তাখন বাবাকে নিয়ে মিস করা হয়। আর তাই বাবাকে উদ্দেশ্য করে অনেকেই স্ট্যাটাস দিয়ে থাকে। আর তার

জন্য প্রয়োজন হয় নতুন নতুন স্ট্যাটাস যা আমাদেরকে আরো বেশি আধুনিক করে। আর যারা এই ধরনের

স্ট্যাটাস খোঁজ করতেছেন তাদের জন্য এখানে শেয়ার করা হলো নতুন কিছু বিদেশ থেকে দেশে যাওয়ার

বাবা কে নিয়ে স্ট্যাটাস  যা আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন।

আমার বাবা সবার সেরা
বটবৃক্ষের মত দেয় ছায়া
অনেক দিন পর দেখবো কায়া

 

বাবা তুমায় দেখিনা আজ কত দিন হল।
তুমার সাথে দেখা হবে দোয়া করো
এবার সেই সময়টা হলো।

 

কাটছি টিকেট যাবো দেশে
অনেক দিনের পর।
বাবা তুমার ছেলে আসবে।
ভরবে তোমার ঘর।

 

কতদিন হলো পাইনা দেখা
আমার সোনা বাবার।
এবার পালা হলো যাবার
দেখবো মুখ আামার বাবার।

 

বাবা তুমার সাথে কতদিন হয়
গ্রামের রাস্তায় ঘুরে বেড়াইনা।
আজ যখন দেশে যেতে চাচ্ছি
তখন শুধু তুমার কথাই মনে হচ্ছে।

 

বিদেশ থেকে দেশে যাওয়ার প্রেমিক/প্রেমিকাকে নিয়ে স্ট্যাটাস

বিদেশ থেকে দেশে যাওয়ার প্রেমিক/প্রেমিকাকে নিয়ে স্ট্যাটাস:  প্রেম সবার জীবনেই আসে তাই

আমরা যারা প্রবাসে থাকি তারাও প্রেম করি। আমাদেরও মন আছে। আর তাই যখন বিদেশ থেকে দেশে

আসি তখন আমাদের প্রেমিক/প্রেমিকাকে নিয়ে ভাবনার সীমা থাকেনা। আর তাই তখন বিভিন্ন মাধ্যমে

তাদের সাথে শেয়ার করে থাকি মনের ভাব প্রকাশের জন্য সুন্দর সুন্দর স্ট্যাটাস। আর যারা এই ধরনের

স্ট্যাটাস খোঁজ করতেছেন তাদের জন্য এখানে সাজানো হয়েছে বেশ কিছু আনকমন স্ট্যাটাস যা আপনি

শেয়ার করতে পারবেন।

প্রিয়তমা তুমায় দেখবো বলে
আসছি ফিরে আবার দেশে।
তুমায় বিয়ে করবো বলো
পন করে নিয়েছি আবশেষে।

হাজার রাত্রির অপেক্ষার পর
আসছি ফিরে দেশে।
তুমায় দেখবো নয়ন ভরে
নিও আমায় আপন করে।

ছিলে তুমি মনের মাঝে
রেখে ছিলাম যতন করে।
যেওনাগো পরের ঘরে।
নিব তুমায় আপন করে।

যত কষ্ট্য করেছো তুমি
আমাকে ছাড়া দেশে।
আসছি ফিরে যখন আমি
ভালোবাসবো তুমায় শেষে।

তুমার হাতের ফুল নিব বলে
আজ আবার তুমার কাছে
ফিরে আসছি দেশের মাটিতে
তুমি অপেক্ষায় থাক আমার জন্য।

বিদেশ থেকে দেশে যাওয়ার  বন্ধুকে নিয়ে স্ট্যাটাস

বিদেশ থেকে দেশে যাওয়ার  বন্ধুকে নিয়ে স্ট্যাটাস : আমাদের সবারই অনেক প্রিয় কিছু বন্ধু থাকে

যাদের বাদ দিয়ে আমারা আমাদের জীবনে সুখি হতে পারি না। আর তাদের জন্য আমাদের মনের মধ্যে

সবসময় ভালোবাসা জমে থাকে। আর তাই তাদের সাথে যখন বিদেশ থেকে আসা হয় তখন দেখা যায়

আড্ডা সহ সকল জায়গায় ঘুরাঘুরির পরিকল্পনা করা হয়ে থাকে। আর তাই বন্ধুদের আগেই দেশে আসার

খবরটি জানিয়ে দেয়ার জন্য শেয়ার করা হয় বিভিন্ন ধরনের পোষ্ট । আর তাদের জন্যই এখানে দেয়া হলো

নতুন কিছু স্ট্যাটাস যা আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

প্রিয় বন্ধু তুমাকে আজ অনেক
বেশি মনে পড়ছে যার সমাপ্তি
হবে অল্প কিছু দিনের মধ্যেই
বাড়িতে ফিরে আসার মধ্যে দিয়ে।

বন্ধু তুমরা আছো কি আগের মত
পাড়ার দোকানে আড্ডা বাজির করে
আসবো আমি আবার ফিরে
মিশবো তোদের ভিরে।

প্রিয় বন্ধু তোমাদের অনেক বেশি
মিস করি তার জন্যই আজ আবার
দেশে ফিরে আসছি যেন তোমাদের
আবার এক সাথে ফিরে পাই।

বিদেশ থেকে দেশে যাওয়ার নিয়ে স্ট্যাটাস শেষ কথা

পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে শেষ করতে যাচ্ছি আজকের এই লেখা বিদেশ থেকে দেশে যাওয়ার স্ট্যাটাস  আশাকির

লেখাটি আপনাদের অনেক ভালোলেগেছে। এছাড়াও আমাদের এই সাইটে আরো অনেক গুরুত্বপূর্ণ লেখা

আছে যে লেখা গুলো পড়লে আপনাদের অনেক উপকারে আসবে। কারণ আপনি যদি বিদেশের বিষয়ে

সকল আপডেট তথ্য পেতে চাও তবে এখান থেকে পেয়ে যাবেন। কারণ প্রতিনিয়ত আমরা বিদেশের বিষয়ে

আপডেট তথ্য শেয়ার করে থাকি। প্রথম থেকে শেষ পর্যন্ত  লেখাটি

পড়ার জন্য অনেক অনেক ধন্যবা।

আরো পড়তে পারেন:

প্রবাসীদের ঈদের কষ্টের গল্প

ঈদ মোবারক স্ট্যাটাস ইংরেজী

পরিবার ছাড়া ঈদ স্ট্যাটাস

About 24 Favor

Check Also

New year SMS and Quotes

New year SMS and Quotes

Every end of the month we are busy wishing for the new year. Because all …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *