ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা : আজকে আমি আপনাদের জন্য অনেক গুরত্বপূর্ণ একটি বিষয় নিয়ে
আলোচনা করবো। আর একজ ছাত্র যখন উন্নত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য এই দেশটিতে যেতে চায়
তখন তার জন্য এই বিষয় গুলো জানা খুবই প্রয়োজন। আর আপনি যদি এই বিষয় গুলো জানতে পারেন
তবে আপনার জন্য সেখানে গিয়ে লেখা পড়া করা অনেক সহজ হয়ে যাবে। আর তাই প্রথম থেকে শেষ
পর্যন্ত আমার এই লেখাটি পড়তে থাকুন আর জেনে নিন ফিনল্যান্ডের লেখা পড়া সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা
ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা : আমরা জানি বিশ্বের এই উন্নত দেশটির শিক্ষা ব্যবস্থা খুবই উচ্চমানের এবং
শিক্ষার্থীদের আত্ন উন্নয়নের উপর কেন্দ্রিত। এখান কার প্রতিটি স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা প্রযুক্তি ও
ইনোভেশন উপযুক্ত শিক্ষা প্রদান করা হয়। যে সকল বিষয় আমরা নিচে বিস্তারিত আলোচনা করবো।
ফিনল্যান্ডের সমগ্র শিক্ষা ব্যবস্থা
ফিনল্যান্ডের সমগ্র শিক্ষা ব্যবস্থা : এই দেশটিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে সমগ্র উপযোগীতা ও
উদ্ভাবনী চিন্তা বিকাশ করার উদ্দেশ্যে শিক্ষা পদ্ধতি পরিচালিত হয়। এটি শিক্ষার্থীদের পাঠের পারিবারিক
, সামাজিক এবং মানসিক দিক সম্পর্কে গভীর বিচার করে সম্পূর্ণরূপে উন্নতি করতে সাহায্য করে। আর
এই শিক্ষা ব্যবস্থায় সকল ধরনের আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার করা হয়।
ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিবেচনাপূর্ণ
ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিবেচনাপূর্ণ : এই দেশটির শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সাধারণত দেখা যয়
শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা উন্নত করার জন্য বিবেচনাপূর্ণ পদ্ধতি ব্যবহার করা হয়। শিক্ষার্থীদের সমস্যা
সম্পর্কে চিন্তা করার উদ্দেশ্যে গবেষণা এবং প্রয়োগশীল কার্যক্রমের মাধ্যমে তাদের শিক্ষামূলক
প্রক্রিয়াগুলির উন্নতি করা হয়।
ফিনল্যান্ডের শিক্ষকদের মান
ফিনল্যান্ডের শিক্ষকদের মান : যদি আপনি এই দেশটিতে লেখাপড়া করতে যান তবেই বুঝতে পারবেন
এই দেশটির শিক্ষকদের মানের দিক দিয়ে তারা কোন প্রকারের ছাড় দেয়না ।কারন তাদের দেশে
শিক্ষকদের সর্বাধিক সুযোগ সুবিধা ও মান সন্মান দিয়ে থাকে যাতে করে তাদের দেশের ভালো ছাত্র গুলো
এই পেশায় যোগ দেয়। আর তাই দেখা যায় সেখানকার শিক্ষক গুলো অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ।
এছাড়াও যারা এই পেষায় যোগদান করে তাদের সেই দেশের সরকার কতৃক প্রচুর প্রশিক্ষণ প্রদানের
মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলা হয়।
শিক্ষাকে বাস্থব জীবনের সাথে সংযোগ
শিক্ষাকে বাস্থব জীবনের সাথে সংযোগ : সাধারণত দেখা যায় বিশেষ করে উন্নয়নশীল ও অ-উন্নত
দেশগুলোর শিক্ষা ব্যবস্থা ও বাস্তব জীবনের সাথে কোন মিল না থাকায় সেই শিক্ষা আমাদের জীবনে খুব
কমই কাজে লাগে। তাই ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের শিক্ষা এবং জীবনের মধ্যে সম্পূর্ণরূপে
সংযোগ স্থাপন করে। শিক্ষার্থীদের মানসিক, সামাজিক, চরিত্রিক এবং নৈতিক উন্নতি উল্লেখযোগ্য ভূমিকা
পালন করে।
ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কেন সেরা
ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কেন সেরা : এই কথাটি সারা পৃথিবী জুড়ে প্রচলিত যে ফিনল্যান্ডের শিক্ষা
ব্যবস্থা অনেক ভালো। আর তাই দেখা যায় অন্যান্য দেশের শিক্ষর্থীদের জন্য এই দেশ থেকে শিক্ষা গ্রহণ
করা সবার জন্য অনেক বেশি আগ্রহ প্রকাশ করে থাকে। আর এই দেশটি শিক্ষা ব্যবস্থা সেরা হওয়ার
পিছনে বেশ কিছু কারণ রয়েছে যার ফলে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে উচ্চমানে উন্নতসাধন করেছে। আর
সেই সকল বিষয় গুলো হলো নিম্নরুপ।
- ভালোমানের শিক্ষক।
- ব্যবহারিক শিক্ষা।
- বাস্তবমুখি শিক্ষা ব্যবস্থা।
- পর্যাপ্ত প্রাক্টিস করার সুযোগ।
- বইয়ের মান উন্নত।
- শিক্ষাকে অধিক গুরুত্ব প্রদান।
- ছাত্র/ছাত্রীদের অধিক মূল্যায়ন।
- শিক্ষার সাথে মিল করে কর্মসংস্থান।
উপরোক্ত বিষয় গুলো এই দেশের শিক্ষা ব্যবস্থায় ১০০ ভাগ নিশ্চিত করার কারণে এই দেশের শিক্ষা ব্যবস্থা
অনেকে দেশের থেকে সেরা।
ফিনল্যান্ড স্টুডেন্ড ভিসা খরচ
ফিনল্যান্ড স্টুডেন্ড ভিসা খরচ : যারা এই দেশটিতে শিক্ষা গ্রহণ করতে চান তাদের মনে সবার আগে যে
প্রশ্ন ঘুরপাক খায় তাহলো এই দেশে শিক্ষাগ্রহণ করার জন্য যেতে আমার ভিসা খরচ কত হবে। আবার
অনেকেই মনে মনে ভেবে নেয় যেহেতু এই দেশটি ইউরোপের সেনজেনভূক্ত দেশ তাহলে এই দেশটিতে
লেখা পড়া করতে গেলে অনেক বেশি টাকা খরচ হবে। আর তার জন্য অনেকেই ইচ্ছে থাকলেও সেখানে
লেখা পড়া করার জন্য সাহস করেনা। আর তাই আজ এখানে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা
করবো আপনি যদি এই দেশটিতে লেখা পড়া করার জন্য যেতে চান তবে আপনাকে ভিসার জন্য কত খরচ
করতে হবে তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
ফিনল্যান্ডের ভিসা আবেদন ফি কত ?
ফিনল্যান্ডের ভিসা আবেদন ফি কত ?: সবার আগে যে খরচটি আপনাকে করতে হবে তাহলো
স্টুডেন্ট ভিসা আবেদন ফি । আর এই খরচ অনেক সময় দেখা যায় ইউরোর দামের উপর একটু কম বা
বেশি নির্ভর করে আর এ্রর উরপ নির্ভর করেই আপনাকে ফি প্রদান করতে হবে। আবার অনেক সময় দেখা
যায় এই ফি পরিবর্তন হতে পারে যেমন অধ্যয়নার্থীদের সংখ্যা, নাগরিকত্ব ও আবেদনের ধরণ উপর ভিত্তি
করে বিভিন্ন পরিমাণের হতে পারে।
ফিনল্যান্ড ভিসা প্রসেসিং ফি
ফিনল্যান্ড ভিসা প্রসেসিং ফি : যদি কেউ তার নিজের ভিসা প্রক্রিয়া নিজেই না করতে পারে তখন তার
পক্ষ নিয়ে কোন একটি এজেন্সিকে নিয়োগ দিতে হয় আর তারা যখন আপনার হয়ে সকল কাজ করে দিবে
তখন তাদের ভিসা প্রসেসিং ফি প্রদান করতে হয়। আর এই ফি বিভিন্ন পরিমাণে হতে পারে কারণ একেক
অফিস একেক ধরনের ফি নিয়ে থাকে। তবে সবথেকে ভালো নিজের কাজ নিজেই করতে পারলে। আর
তাই আপনার ভিসা প্রসেসিং করার আগেই তাদের সাথে দরদাম করে নিন তবে প্রতারিত হওয়ার সম্ভাবনা
কম থাকবে।
ফিনল্যান্ডের ভিসার জন্য ইন্সুরেন্স ফি
ভিসার জন্য ইন্সুরেন্স ফি : যখন ভিসার জন্য আবেদন করা হয় তখন ফিনল্যান্ডের আইন অনুযায়ী ভিসার জন্য ইন্সুরেন্স ফি জমা দিতে হয়। আর এই ফি সাধারণত দু-ধরনের হয় যেমন ৬ মাসের ও ১
বছরের। ভিসার ধরনের উপর নির্ভর করে এই ইন্সুরেন্স এর পরিমান। সাধারণত দেখা যায় ১২ মাসের
ইন্সুরেন্সের জন্য ২০০০০ টাকা থেকে শুরু করে ৩৫০০০ পরিমাণে টাকা জমা দিতে হয়। আর এই ফি
আপনাকে জমা দিতেই হবে। কারণ ইন্সুরেন্স ফি ছাড়া কোন প্রকার ভিসা ফিনল্যান্ড এম্বাসি গ্রহন করে না।
আর এই টাকার পরিমাণ কম বা বেশি মূলত নির্ভর করে সময়ের উপর। এছাড়াও ইন্সুরেন্স করার জন্য এখানে ক্লিক করুন।
ফিনল্যান্ডে স্কলারশিপ
ফিনল্যান্ডে স্কলারশিপ : এই দেশে লেখা পড়া করার জন্য সবথেকে সুবিধা হলো বিভিন্ন ধরনের
স্কলারশিপ। আপনি যদি সেই দেশে লেখা পড়া করতে চান তবে খুব সহজেই সেখানে লেখা পড়া করতে
পারবেন। কারণ সেখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে আর এই সকল সুবিধার মধ্যে যে গুলো
উল্লেখযোগ্য সেগুলো হলোঃ
ফিনিশ সরকারের দেয়া স্কলারশিপ
ফিনিশ সরকারের দেয়া স্কলারশিপ : ফিনিশ সরকারের বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠান স্কলারশিপ প্রদান
করে যা আপনাকে উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য করতে পারে। ফিনিশ সরকারের ওয়েবসাইট ও বিভিন্ন
সরকারী অফিসে আপনি স্কলারশিপ সম্পর্কিত তথ্য পেতে পারেন। আর এই স্কলারশিপ ২০% থেকে ১০০%
পর্যন্ত হয়ে থাকে।
ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয় দ্বারা স্কলারশিপ প্রদান
ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয় দ্বারা স্কলারশিপ প্রদান : অনেক্ষেত্রে দেখা যায় ফিনল্যান্ডের বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক করে আপনি বিভিন্ন স্কলারশিপ সুযোগ পেতে পারেন। এটি প্রায় প্রতিষ্ঠানিক
স্কলারশিপ, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়ন বা স্পন্সরশিপের মাধ্যমে অনুদান প্রদানের মাধ্যমে পরিচালিত হতে
পারে। আপনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা স্কলারশিপ অফিসে বিশদ তথ্য দেখতে পারেন। আর এই
স্কলারশিপ ১০০% পর্যন্ত হতে পারে।
আন্তর্জাতিক স্কলারশিপ
আন্তর্জাতিক স্কলারশিপ : যখন ফিনল্যান্ডের বিভিন্ন কলেজে বিভিন্ন দেশ থেকে ছাত্র/ছাত্রী লেখা পড়া
করার জন্য যায় তখন তারা অনেক সুযোগ গ্রহন করতে পারে যেমন আন্তর্জাতিক সংস্থা বা যৌথ প্রকল্প
এবং ফাউন্ডেশন স্কলারশিপ প্রদান করে যা ফিনল্যান্ডের উচ্চশিক্ষায় ইচ্ছামত বিদেশী ছাত্রদের সাহায্য
করতে পারে। এগুলি বিভিন্ন খাতে উপাদান সম্পর্কিত হতে পারে, যেমন অধ্যয়নের ক্ষেত্রে নিজস্ব অনুদান
বা বিশেষ ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের জন্য।
ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা এর শেষ উক্তি
ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা এর শেষ উক্তি: অনেক উপকারে আসবে আমার এই লেখাটি সেই
প্রত্যাশানিয়ে আজকের মত এখানেই শেষ করতে যাচ্ছি ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা এই লেখাটির। আরো
যদি কোন কিছু এই বিষয়ে জানার থাকে তবে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের
জানিয়ে দিব। এছাড়্রাও আমাদের সাইটে ইউরোপের সকল দেশে যাওয়ার বিষয়ে বিস্তারিত লেখা আছে
আপনি ইচ্ছে করলে সেই লেখা গুলোও পড়তে পারেন। আশাকরি অনেক উপকারে আসবে। আপনাদের
সুবিধার জন্য নিচে কিছু লেখার লিংক দেয়া হলো । প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য অনেক
অনেক ধন্যবাদ।
একই বিষয়ে পড়তে নিচের লিংকে ক্লিক করুন
ফিনল্যান্ড কাজের ও স্টুডেন্ট ভিসা আবেন নগরিকত্ব
ফিনল্যান্ডের মুদ্রার বা টাকার ছবি
পোল্যান্ড কোন কাজের চাহিদা বেশি