Skip to content

দুবাই যেতে কত টাকা ও বয়স লাগে

দুবাই যেতে কত টাকা ও বয়স লাগে

দুবাই যেতে কত টাকা ও বয়স লাগে- মধ্যেপ্রাচ্যের এই দেশটিতে কাজের পরিবেশ ভালো হওয়ায় এখানে প্রচুর পরিমাণ

কর্মসংস্থান আছে। যার ফলে অনেকেই সেখানে কাজের জন্য যেতে চায়। কিন্তু বেশ কয়েক বছর যাবৎ এ দেশে কাজের ভিসা বন্ধ

থাকায়, অনেকেই বর্তমানে যেতে পারছেন না। আবার কেউ কেউ দুবাইতে ভিজিট ভিসায় গিয়ে সেখানে কাজের জোগাড় করে

থাকেন। তবে সেটা অনেকটা সহজ হয় কারণ যখন একজন লোক দুবাই ভিজিট ভিসায় গিয়ে সে দেশের কোন কোম্পানিতে কাজের

জন্য আবেদন করে, এবং তার কাজের যোগ্যতা থাকলে সে খুব সহজেই চাকুরি পেয়ে যান। কাজ পাওয়ার পরবর্তীতে সে বৈধভাবে

সেখানে কাজ করতে পারেন। তাই অনেকের মনে প্রশ্ন থাকে দুবাই যেতে হলে কত টাকা খরচ হবে? বা একটি ভিসার জন্য কত টাকা

প্রদান করতে হবে? একই সাথে আরও জিজ্ঞাসা করে থাকেন যে দুবাই যেতে সর্বনিম্ন বয়স কত লাগে? তাই আমি এখানে এ

বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দুবাই যেতে কত টাকা ও বয়স লাগে

 পড়ুন, তাহলে জেনে নিতে পারবেন এই সমস্ত বিষয়।

দুবাই যেতে কত বছর বয়স লাগে ২০২৩?

দুবাই যেতে কত বছর বয়স লাগে ২০২৩– আপনি যদি দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে যেতে চান, তবে আপনার বয়স কত

লাগবে? বা এই দেশে কাজের জন্য যেতে হলে কত বছর বয়স হতে হবে। অনেক সময় দেখা যায় এই ধরনের প্রশ্ন আমাদের কাছে

অনেকেই করে থাকে। তাই আপনি যদি যে কোন কাজের জন্য এই দেশে যেতে চান তবে সেই ক্ষেত্রে আমাদের ন্যূনতম বয়স হতে

হবে ১৮ বছর। কারণ দুবাই সরকার তাদের দেশের শ্রম আইন অনুযায়ী সে দেশে ১৮ বছরের নিচে কাওকে কাজের জন্য অনুমোধন

দেয়া হয়না। তাই আপনি যখন এই দেশে যেতে চান তবে আপনাকে নূন্যতম ১৮ বছর হতে হবে।

দুবাই যেতে কত টাকা লাগে?

দুবাই যেতে কত টাকা লাগে- যারা ভাবছেন দুবাই যাবেন কাজের জন্য কিন্তু অনেকেই হয়তো জানেন না 2008 সাল থেকে

এখানকার সরকার কাজের জন্য বাংলাদেশিদে কোন ধরনের ভিসা প্রদান করছে না। এর পরেও অনেকেই অনেক ভাবে সেখানে

গিয়ে কাজের সন্ধান করে থাকেন । বিশেষ করে ভিজিট ভিসায় গিয়ে সেখানে বিভিন্ন কোম্পানিতে চাকুরীর ইন্টারভিউ দিয়ে সেখানে

চাকরি নিয়ে থাকে। আর এর জন্য কত টাকা খরচ হয় অনেকেই এই প্রশ্নটিই করে থাকেন। আমি যদি দুবাই যেতে চাই তাহলে

আমাদের কত টাকা খরচ হবে? এক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি, বা যারা দালাল আছে তাদের উপর নির্ভর করে আপনাদের

কত টাকা খরচ হবে। সেক্ষেত্রে একটু কম, বা বেশি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে বিমান ভাড়ার উপরেও নির্ভর করে বিদেশ

যাওয়ার খরচ। তো স্বাভাবিক ভাবেই দেখা যায় যে কেউ যদি তিন মাসের ভিজিট ভিসায় যেতে চায়, সেক্ষেত্রে তার ১ লক্ষ ২০ হাজার

থেকে দেড় লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে । তবে এর চেয়ে অতিরিক্ত টাকা লাগলে ধরে নিন আপরার বাছ থেকে টাকা বেশি

নিয়েছে।

দুবাই যেতে কত টাকা ও বয়স লাগে এর শেষ উপদেশ

আশা করি উপরোক্ত দুবাই যেতে কত টাকা ও বয়স লাগে আলোচনার মাধ্যমে আপনাদের উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে

পরিপূর্ণ একটি ধারণা দিতে পেরেছি। তাই আপনি যদি এই দেশটিতে যেতে চান তাহলে খুব সহজেই সেখানে গিয়ে ভালোই আয়

রোজগার করতে পারবেন। দুবাই বিষয়ে আমাদের আরো অনেকগুলো লেখা আছে , সেই লেখাগুলোর লিঙ্ক নিচে প্রদান করা হলো।

সে গুলোও অনেক কাজে লাগবে।  এই সাইটে আমরা অনেক বিদেশের ব্যাপারে আপডেট তথ্য প্রদান করে থাকি। আপনি সেগুলো

পড়তে চাইলে নিয়মিত আমাদের সাইট ভিজিট করুন। লেখাটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এ

ছাড়াও অন্য কোন বিষয়ে আপনাদের জানার থাকলে সে বিষয়গুলোর ব্যাপারে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। পরবর্তীতে

আমরা তার উত্তর দিব, ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দুবাই যেতে কত টাকা ও বয়স লাগে  লেখাটি পড়ার জন্য। ভাল থাকুন

সুস্থ থাকুন।

একই জাতীয় আরো লেখা :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial