আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলব দক্ষিণ কোরিয়া লটারি সার্কুলার এই বিষয় টি
নিয়ে। আপনারা যারা লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়া যেতে চান তারা অবশ্যই এই লেখা টি মনোযোগ দিয়ে
পড়ুন। এই লেখা টি পড়লে আপনি দক্ষিণ কোরয়ার লটারি সম্পর্কে সব কিছু জানতে পারবেন। বাংলাদেশ
থেকে সরকারি ভাবে অনেক মানুষ লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়া গিয়েছেন। আর ২০২৩ সালেও যারা
আবেদন করেছে তারাও যাবে । আবেদন করতে হবে বাংলাদেশ ওভারসিজ এপ্লাইমেন্ট এন্ড সার্ভিস
লিমিটেড বোয়েসেল এর মাধ্যমে। আজকের লেখা টি পড়তে থাকুন আর জানতে থাকুন কি ভাবে দক্ষিণ
কোরিয়া লটারি পাওয়া যায়। চলুন তাহলে আমরা দক্ষিণ কোরিয়া লটারি সম্পর্কে সব কিছু বিস্তারিত ভাবে
জেনে নেই-
দক্ষিণ কোরিয়া লটারি -২০২৩
দক্ষিণ কোরিয়া লটারি-২০২৩: দক্ষিণ কোরিয়ায় অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি কর্মীরা । আর
বংলাদেশিদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার
শ্রমিকদের বেতন ও সুযোগ- সুবিধা এখন কার সময় শ্রমবাজারে অন্যতম হিসেবে পরিচিত । দক্ষিণ
কোরিয়া- ২০২৩ সালে ১৫০ জন করে বছরে ৭ হাজার ৫০০ বাংলাদেশিদের যাওয়ার সুযোগ দিয়েছেন বলে
জানান দক্ষিণ কোরিয়ার ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত লি জাং – কেউন। এর পরে আরও ১০০ জন করে কর্মী যোগ
হবে বলেও জানান তিনি। এছাড়াও রাষ্ট্রদূত জানান, ২০২৩ সালে সাপ্তাহে প্রায় ১৫০ জন বাংলাদেশী কর্মী
যাওয়ার সম্ভাবনা আছে। এ সময় বাংলাদেশের জন্য ইপিএস কোটা আরও বাড়বে বলে আশা করা যায় ।
অনেক কোরিয়ার মালিক বাংলাদেশিদের পরিশ্রম এবং বিশ্বস্ততার উপর সন্তষ্ট । ঢাকায় ইপিএস সেন্টারের
কিম ডং – চ্যান জানান যে, কোরিয়া ভাষা পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি নারী কর্মীরাও কোরিয়া
ইপিএস এর মাধ্যমে যাওয়ার সুযোগ পাবেন। যারা কোরিয়া কাজ করার জন্য গিয়ে থাকেন তাদের মধ্যে
পুরুষ এবং মহিলা একই বেতন পায় । আপনারা যারা দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছক তার লটারি ধরে যেতে
পারেন অতি সহজে। তাই যেতে চাইলে লটারি ধরে ফেলুন।
দক্ষিণ কোরিয়া লটারি সার্কুলার
দক্ষিণ কোরিয়া লটারি সার্কুলার : দক্ষিণ কোরিয় ২০২৩ সালে লটারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
বোয়েসেলের মাধ্যমে আর বোয়েসেল তাদের ফেইসবুক পেইজে এই নিয়ে বিস্তারিত ভাবে একটি পোষ্ট
দিয়েছেন। আর এই পোষ্টের মাধ্যমে ২০২৩ সালের লটারির সম্পর্কে সবকিছু ধারণা দিয়েছেন। আপনারা
যারা দক্ষিণ কোরিয়া যেতে আগ্রহী তারা অনেকেই জানেন যে কোরিয়া যেতে চাইলে লটারি ধরে তার পর
যেতে হয়। আর প্রতি বছরে কেবল মাত্র একবার বোয়েসেলের মাধ্যমে কোরিয়া লটারি সার্কুলার ছাড়ে। আর
জানা গেছে যে ২০২৩ সালে দক্ষিণ কোরিয়া ৭ হাজার ৫০০ লোক নেবে । তাই আপনারা যারা কোরিয়া যেতে
ইচ্ছুক তারা এখনি সুযোগ নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
দক্ষিণ কোরিয়া লটারি চেক
দক্ষিণ কোরিয়া লটারি চেক: দক্ষিণ কোরিয়া লটারি চেক করার জন্য নিম্ন লিখিত পদক্ষেপ গুলো
অনুসরণ করুন-
প্রথমে আপনি বোয়েসেল অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। ওয়েব সাইটে গিয়ে মেনু বারের উপরে দেখবেন
“নোটিশ বোর্ড” বা “ নোটিশ” অপশন আছে তাতে ক্লিক করুন। নোটিশ বোর্ডে সংক্রান্ত নোটিশগুলি খুঁজে
বের করুন যেখানে বোয়েসেল প্রাথমিক লটারি বাছাই ফলাফল প্রকাশ করা হয়। নির্দিষ্ট নোটিশে ক্লিক করে
এবং সেখান থেকে আপনি প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন। এই নিয়ম গুলো মেনে আপনি
বোয়েসেল দক্ষিণ কোরিয়া লটারির প্রথমিক বাছাই ফলাফল ডিউনলোড করতে পারবেন। আর এছাড়াও যদি
কোনো সমস্যা থাকে তাহলে আপনি সরাসরি বোয়েসেল এ যোগাযোগ করুন এবং তাদের সহযোগিতা নিন।
নিম্নে লটারি চেক করার কিছু উপায় দেওয়া হল-
- প্রথমে boesl.gov.bd লিঙ্কে ক্লিক করুন।
- লিঙ্কে ক্লিক করার পর লটারি রেজাল্ট অপশনে ক্লিক করুন।
- তারপর আপনাকে পাসপোর্ট নাম্বার এবং ইমেল এড্রেস প্রদান করতে হবে।
- পাসপোর্ট নাম্বার এবং ইমেল এড্রেস প্রদান করার পরে, সকল তথ্য পূরণ করুন।
- তথ্য পূরণ করার পরে “ সাবমিট” এ ক্লিক করুন।
- সাবমিট করার পরে আপনি পিডিএফ ফরম্যাটে লটারির রেজাল্ট ডাউনলোড করতে পারবেন।
উপরোক্ত নিয়োম গুলো অনুসরন করে আপনি দক্ষিণ কোরিয়া লটারি রেজাল্ট চেক করতে পারবেন এবং
ডাউনলোড করতে পারবেন।
দক্ষিণ কোরিয়া লটারি আবেদন
দক্ষিণ কোরিয়া লটারি আবেদন: আপনারা অনেকেই দক্ষিণ কোরিয়া যেতে চান কিন্ত জানেন না যে
কোথায় আবেদন করতে হবে। আজকে আমরা আপনাদের জানাবো দক্ষিণ কোরিয়ার জন্য কোথায়
আবেদন করতে হবে। আসুন তাহলে আমরা জেনে নেই কোথায় আবেদন করবো। দক্ষিণ কোরিয়া
বোয়েসেল এম মাধ্যমে লটারি ধরার ওয়েবসাইটের কথা উল্লেখ করেছে । বোয়েসেলের তথ্য অনুযায়ী দক্ষিণ
কোরিয়া লটারি ধরার একমাত্র ওয়েবসাইট হলো- eps.boesl.gov.bd । আর বলেছেন এই ওয়েবসাইট ছাড়া
আর অন্য কোনো মাধ্যমে দাক্ষণ কোরিয়া লটারি আবেদন করা যাবে না।
সমাপ্তি
এখানেই শেষ করছি দক্ষিণ কোরিয়া লটারি সার্কুলার লেখাটি । এটি সুন্দর একটি তথ্য মূলক লেখা।
আপনারা এই লেখাটি পড়লে একটু হলেও উপকৃত হইবেন আশা করি। আর এছাড়াও যদি আপনাদের
আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমরা সেই বিষয় টি উত্তর দিয়ে আপনাকে
জানিয়ে দিবো। আর নিম্নে আপনাদের জন্য কিছু লিংক দেওয়া হল। প্রয়োজন মনে করলে পড়তে পারেন।
আজকের মত এখানেই লেখা টি শেষ করলাম । আল্লাহ হাফেজ।