আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলব জাপান কোন মহাদেশে অবস্থিত এই বিষয় টি
নিয়ে। এটি সুন্দর একটি তথ্য মূলক লেখা। আপনারা যারা জানতে চান জাপান কোন মহাদেশে অবস্থিত
তারা অবশ্যই এই লেখার মাধ্যমে জানতে পারবেন আশা করি । এই লেখা থেকে আপনারা আরো জনতে
পারবেন জাপানের প্রধান মন্ত্রীর নাম কি? এবং জাপানের সাবেক প্রধান মন্ত্রীর নাম কি?। এ সকল বিষয়
নিম্নে আলোচনা করা হল । তাই আপনারা যারা জানতে ইচ্ছুক তারা আমার এই জাপান কোন মহাদেশে
অবস্থিত লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হল।
চলুন তাহলে আমরা জেনে নেই-
জাপান কোন মহাদেশে অবস্থিত
জাপান কোন মহাদেশে অবস্থিত: অনেক জানেন না যে জাপান কোন মহাদেশে অবস্থিত । জাপান হল
পূর্ব এশিয়ার একটি দ্বিপ রাষ্ট্র । এই দেশ টি প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর,পূর্ব চীন সাগর, উত্তর
কোরিয়া, চীন ও রাশিয়ার পূর্ব দিকে উত্তর ওখোৎস্ক সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর ও তাইওয়ান পর্যন্ত
প্রসারিত। যে কাঞ্জি অনুসারে জাপানের নাম টি এসেছে সেটির অর্থ হল “সূর্য উৎস”। জাপানকে প্রায়শই “
উদীয়মান সূর্যের দেশ” বলে অভিহিত করা হয়। জাপান একটি যৌগিক আগ্নেয়গিরীয় দ্বীপমালা। এই
দ্বীপমালাটি ৬,৮৫২ টি দ্বীপ নিয়ে গঠিত । জাপানের বৃহত্তম চারটি দ্বীপ হল হোনশু, হোক্কাইদো , ক্যুশু ও
শিকোকু । এই চারটি দ্বীপ জাপানের মোট ভূখন্ডের ৯৭% এলাকা নিয়ে গঠিত। জাপানের জনসংখ্যা ১২৬
মিলিয়ন । জনসংখ্যার হিসাবে এটি বিশ্বের ১০ ম বৃহত্তম রাষ্ট্র । জাপানের রাজধানী টোকিও শহরের জন
সংখ্যা প্রায় ৯.১ মিলিয়ন। এই শহরটি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার ২ য় বৃহত্তম মূল শহর।
টোকিও ও পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য নিয়ে গঠিত বৃহত্তম টোকিও অঞ্চলের জনসংখ্যা ৩৫ মিলিয়নেরও বেশি ।
এটি বিশ্বের বৃহত্তম মহানগরীয় অর্থনীতি।
জাপানের প্রধান মন্ত্রীর নাম কি ?
জাপানের প্রধান মন্ত্রীর নাম কি ?: জন্ম ৬ ডিসেম্বর ১৯৪৮ নাম ইয়োশিহিদে সুগা তিনি একজন জাপানি
রাজনীতিবিদ। তিনি বর্তমানে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি এবং জাপানের প্রধান মন্ত্রী হিসেবে
দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরবর্তী ও আনুষ্ঠানিক যোগদানের মধ্য দিয়ে সুগা রেইওয়া যুগের নতুন
প্রথম নতুন প্রধানমন্ত্রী হবেন। সুগা পূর্বে শিনজো আবের প্রধান মন্ত্রীপরিষদ এর সচিব ছিলেন এবং তিনি
জাপানে দীর্ঘকাল দায়িত্ব পালনকারী প্রধান মন্ত্রীপরিষদ সচিব ছিলেন ১৯৯৬ সাল থেকে হাউজ অব
রিপ্রেজেন্টেটিভের কানাগাওয়া ২য় জেলার প্রতিনিধিত্ব করেছেন এবং ২০০৬ থেকে ২০০৭ সালে প্রধানমন্ত্রী
হিসেবে আবের প্রথম ক্ষমতা গ্রহণকালে স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২০ সালের সেপ্টেম্বর মাসে আবে তার শারীরিক সমস্যার কারণে পদত্যাগের ঘোষণা দিলে সুগা ২০২০
সালে এলডিপি নেতৃত্বের নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দেয়। ১৪ ই সেপ্টেম্বর তিনি এলডিপির নতুন সভাপতি
হিসেবে নির্বাচিত হন এবং ফলশ্রুতিতে তিনি সম্রাট নারুহিতোর নিকট থেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে
সরকার গঠনের আমন্ত্রণ পাবেন।
জাপানের সাবেক প্রধান মন্ত্রীর নাম কি?
জাপানের সাবেক প্রধান মন্ত্রীর নাম কি?: শিনজো আবে একজন জাপানি রাজনীতিবিদ ছিলেন , যিনি
২০০৬ থেকে ২০০৭ সালে এবং ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব
পালন করেন । ২০২২ সালে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি হত্যাকাণ্ডের শিকার হন। তিনি
জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৩ সালে আবে জাপানের সংসদে এক
ঘোষণাতে বলেন যে জাপানের অর্থনীতিকে পুনরুজ্জিবীত করা ও ইয়েনের মানের অবনতি ঠেকানো
জাপানের জন্য “সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়”। তারা দেয় অর্থনৈতিক কৌশল ইংরেজিতে
অ্যাবেনমিকস নামে পরিচিতি পেয়েছে । এটি তিন টি তীর নিয়ে তৈরি একটি নীতি। প্রথম তীর হল ২%
মুদ্রাস্ফীতি অর্জন , দ্বীতীয় টি হল সংক্ষিপ্ত মেয়াদের জন্য অর্থনীতিকে চাঙা করার জন্য এবং পরবর্তীতে
বাজেটে উদ্বৃত্ত অর্জনের জন্য একটি পরিবর্তনীয় আর্থিব নীতি এবং তৃতীয় টি হল দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য
বেসরকারী খাতে বিনিয়োগ ও কাঠামোগত সংস্কার। ২০২০ সালের ২৮ শে আগস্ট শারীরিক অসুস্থাতার
কারণে তিনি পদত্যাগ ঘোষণা করেন।
শেষ কথা
আজকের মতো এখানেই শেষ করছি জাপান কোন মহাদেশে অবস্থিত লেখা টি । এই লেখাটির মাধ্যমে
আপনাদের আজকে আমরা জানালাম জাপান কোন মহাদেশে অবস্থিত । এছাড়াও যদি আপনাদের আরো
কোন বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । আমরা সেই বিষয়টির উত্তর দিয়ে
আপনাকে জানিয়ে দিবো। আমরা বিদেশের ব্যাপারে সব সময় সব ধরণের তথ্য দিয়ে থাকি তাই আপনারা
যারা বিদেশের ব্যাপারে জানতে ইচ্ছুক তারা আমার এই সাইট থেকে জানতে পারবেন। নিম্নে আপনাদের
সাথে আরো কিছু লেখার লিংক শেয়ার করা হল । প্রয়োজন মনে করলে পড়তে পারেন। আশা করি কাজে
লাগবে। ধন্যবাদ সবাইকে আজকে আমার এই জাপান কোন মহাদেশে অবস্থিত লেখা টি প্রথম থেকে
শেষ পর্যন্ত পড়ার জন্য । ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আরো কিছু গুরুত্বপূর্ণ লেখাঃ
আমেরিকা ভিজিট ভিসা প্রেসিসিং ধাপ সমহ
আমেরিকা ভিজিট ভিসা পাওয়ার যোগ্যতা
আমেরিকা ভিজিট ভিসা পেতে কি কি কাগজ পত্র বা ডকুমেন্ট লাগে
আমেরিকা ভিজিট ভিসা পাওয়ার যোগ্যতা