24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » কাতারের আয়তন জনসংখ্যা ধর্ম মাথাপিছু আয় নারী ও প্রধান মন্ত্রী

Visa Tips

কাতারের আয়তন জনসংখ্যা ধর্ম মাথাপিছু আয় নারী ও প্রধান মন্ত্রী

24 Favor February 12, 2024

কাতারে জনসংখ্যা কত-সুন্দর একটি বিশ্বকাপ ফুটবল খেলা উপহার দেওয়ার পর থেকে, কাতার সবার

কাছে হয়ে উঠেছে জনপ্রিয় একটি দেশ। তাই অনেকেই এই দেশটিতে কাজের জন্য বা বিভিন্ন কারণে

ভিজিটের জন্য গিয়ে থাকেন। আর তাই এই দেশ সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে।

অনেকেই আমাদের কাছে অনেক ছোট ছোট প্রশ্ন করে থাকেন। আর তার মধ্যে উল্লেখ যোগ্য হলো

-নিম্নোক্ত প্রশ্ন গুলো । যার উত্তর বিস্তারিত আলোচনা করা হলো। যেমন কাতারের জনসংখ্যা কত?

কাতারের আয়তন কত? কাতার শহর কেমন? বিষয়গুলো নিয়ে মানুষ প্রশ্ন করে থাকে। তাই আজকে এই

গুরুত্বপূর্ণ বিষয় গুলোর উত্তর লেখার চেষ্টা করবো যার মাধ্যমে আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

আপনি যদি এই কাতারে জনসংখ্যা কত লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন তবে এই সকল বিষয়

‍গুলো বিস্তারিত জানতে পারবেন।

কাতার শহর

কাতার শহর-কাতার হচ্ছে পারস্য উপসাগরীয় একটি দেশ। এর রাজধানী হচ্ছে দোহা। ১৯০০ শতকের

শেষ দিক হতে আমিরাত হিসেবে শাসন করে আসছে। ১৯৭১ সালে  এই দেশ পূর্ণ স্বাধীনতা লাভ করে।

দেশটিতে মাথাপিছু আয় রয়েছে অনেক বেশি।কাতার শহর অনেক সুন্দর যার ফলে পর্যটকদের কাছে

অনেক আকর্ষণীয়। তাই প্রতিবছর এখানে প্রচুর পর্যটক সমাগম হয়ে থাকে। তাই আপনি যদি এই শহরটি

দেখতে আসেন তবে আশাকরি অনেক ভালো লাগবে। আর যারা দেখতে আসতে না পারবেন তাদের জন্য

এই শহরের ছবিটি নিচে দেওয়া হল।

কাতারে জনসংখ্যা কত

কাতারে জনসংখ্যা কত

কাতারের আয়তন কত বর্গ কিলোমিটার

কাতারের আয়তন কত বর্গ কিলোমিটার -অনেকেই প্রশ্ন করে থাকেন কাতারের আয়তন কত? এই

দেশটির চারদিকে বেশ কয়েকটি আরব দেশ প্রতিষ্ঠিত। আর এর মোট আয়তন হলো  ১১৪৩৭

বর্গকিলোমিটার।

কাতারে জনসংখ্যা কত

কাতারে জনসংখ্যা কত- আপনি জেনে অবাক হবেন যে সুন্দর এই দেশটির আয়তন বেশ বড় হলেও এর

জন সংখ্যা খুবই কম। বেশিরভাগই জনসংখ্যা হচ্ছে মুসলিম। এছাড়াও অন্যান্য জাতির কিছু রয়েছে। তবে

তাদের সংখ্যা খুবই নগণ্য ।এখানে মোট জনসংখ্যা প্রায় ২৯ লাখ প্রায়। যার মধ্যে মাত্র ১৪ শতাংশ এই

দেশের বাসিন্দ। বাকি সবাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে বসবাস শুরু করেছে। বিভিন্ন সময় দেখা গেছে

কাজ করার জন্য এসে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে এবং এক সময় তারা এই দেশের বাসিন্ধা

হিসেবে রয়ে গেছে। আরো যে বিষয়টি লক্ষনীয় তা হলো এখান কার নারীর সংখ্যা পুরুষের চেয়ে অনেক

কম। নারী মাত্র ৯ লাখের মত।

কাতারের মাথাপিছু আয় কত

কাতারের মাথাপিছু আয় কত- খনিজ সম্পদে ভরপুর এ দেশটি এদেশে রয়েছে প্রচুর পরিমাণে

প্রাকৃতিক খনিজ সম্পদ।এর মধ্যে তেল-গ্যাস হচ্ছে অন্যতম। যার ফলে এই দেশটির মাথাপিছু আয়

অনেক বেশি। কাতারে বর্তমান মাথা পিছু আয় হলো ১,৩০,০০০/= হাজার ডলার। যা অনেক ইউরোপের

দেশ হতেও বেশি।

কাতারের ধর্ম

কাতারের ধর্ম– কাতার হচ্ছে একটি মুসলিম প্রধান দেশ। এখানে বেশ কয়েকটি ধর্মের লোক বসবাস করে

থাকে। তবে এক সময় এই দেশটিতে হিন্দু তৃতীয় বৃহত্তম জাতী ছিল । কিন্তু বিভিন্ন সময় ভারত ও নেপাল

থেকে হিন্দু অভিবাসি বেশি পরিমাণ যাওয়া ও হিন্দু সম্প্রদায়ের লোকের জন্মহার অধিখ হওয়ায় বর্তমানে

হিন্দু দ্বিতীয় বৃহত্তম জাতী হয়েছে। এখানে আনুপাতিক হরে মুসলিম জনগোষ্ঠী হলো  ৬৫.৫ ভাগ। হিন্দু

সম্প্রদায় হলো – ১৫.৪ ভাগ।  আর খৃষ্টান জনসংখ্যা হলো ১৪.২ ভাগ।

কাতারের নারী

 কাতারের নারী- কাতারের নারীরা সাধারণত হিজাব বা বোরকা পরিধান করে থাকেন। এখানে কোন

ধারনের সমকামিতা গ্রহন যোগ্য নয়। এটা অনেক শাস্তি যোগ্য অপরাধ। তবে এখানকার নারীরা অনেক

সুন্দর । এখানে নারীরা অনেক নিরাপদ। যদিও পূর্বে কাতারের মেয়েদের গাড়ী চালানো নিষেধ ছিল কিন্তু

বর্তমানে তাদের গাড়ী চালাতে অনুমোধন দেয়া হয়েছে। কাতারের সুমুদ্র তীরে বিদেশী পর্যটক বিকিনি

পড়তে পারলেও কাতারের মেয়েরা তা পড়তে পারেনা।

কাতারের বর্তমান অবস্থা

কাতারের বর্তমান অবস্থা- বিশ্বের বৃহত্তম আসর বিশ্বকাপ ফুটবল খেলা সংগঠিত হওয়ার পরবর্তী সময়ে

অনেকেই চিন্তায় আছেন শ্রমবাজার কেমন হবে? বা কাতারে যদি কাজের জন্য যাওয়া হয় তাহলে আগের

মতোই আয়-রোজগার হবে কিনা? এ বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত। তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই

বিশ্বকাপ ফুটবলের পরবর্তী সময়ে কাতারে কাজের পরিমাণ আরো বেড়ে যাবে অনেক গুণে। কারণ

বিশ্বকাপ ফুটবল আসর চলানোর জন্য তারা যে প্রস্তুতি নিয়েছিল, তার জন্য তারা অনেক বড় বড় প্রকল্প

হাতে নেয় নি। আর সে প্রকল্পের কাজ গুলো তাদের এখন করতে হবে। যার ফলে তাদের দেশে কাজ বেড়ে

যাবে অনেক গুণে। এছাড়াও সামনে অলিম্পিকের মত আরেকটা বড় আসর  হতে যাচ্ছে এই দেশে । তাই

সবদিক মিলিয়ে কাতারে এখন পর্যাপ্ত কাজের চাহিদা থাকবে। তাই আপনি যদি এই দেশে আসতে চান,

আসতে পারেন। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি আগের মত আয় রোজগার করতে পারবেন

এতে কোন সন্দেহ নেই। সবথেকে বলা যায় বর্তমান অবস্থা অন্যান্য দেশ থেকে অনেক ভালো।

কাতারের বর্তমান প্রধানমন্ত্রী

কাতারের বর্তমান প্রধানমন্ত্রী– আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির পদত্যাগের পর কাতারের

নতুন প্রধানমন্ত্রী হলেন শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি। তবে সাবেক প্রধানমন্ত্রী

শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি পদত্যাগপত্র জমা দিয়েছেন তা নিয়ে এখনও কিছু বলা

যাচ্ছে না। শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি শুধু নতুন প্রধানমন্ত্রী হিসেবেই নয়;

পাশাপাশি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও তিনি পালন করবেন। তাই কাতারের বর্তমান প্রধানমন্ত্রী

হলেন ’’শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি’’

কাতারে জনসংখ্যা কত এর শেষ কথা

আশা করি উপরোক্ত কাতারে জনসংখ্যা কত লেখার কথাগুলো আপনাদের অনেক ভালো লেগেছে, এবং

কাতার সম্পর্কে তথ্য গুলো জানতে পেরেছেন। যদি আপনাদের মনে এই ধরনের প্রশ্ন আরো থেকে থাকে

তবে আমাদের কাছে করতে পারেন। আশা করি পরবর্তীতে আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। এ ছাড়াও

বিদেশের ব্যাপারে আরো আমাদের অনেকগুলো লেখা আছে, যেগুলোর লিংক আপনাদের সাথে শেয়ার

করা হলো। যদি প্রয়োজন মনে করেন সেগুলো পড়তে পারেন । আশা করি আপনাদের উপকারে আসবে।

আর এই কাতারে জনসংখ্যা কত  লেখাটি ভাল লেগে থাকলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।

ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।

আরো পড়তে পারেনঃ

কাতারে কোন কাজের চাহিদা বেশি

কাতার থেকে পর্তুগাল যাওয়ার উপায়

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

ইউকে স্পাউস ভিসা প্রসেসিং সময় খরচ আবেদন কেন্দ্র ঢাকা
ইউকে স্পাউস ভিসা প্রসেসিং- সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি …

ইউকে স্পাউস ভিসা প্রসেসিং সময় খরচ আবেদন কেন্দ্র ঢাকা

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে ও ভিসা এজেন্সির তালিকা
মালয়েশিয়া যেতে কত টাকা লাগে- বাংলাদেশ তথা ভারতের শহ মধ্যপ্রাচ্যের …

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে ও ভিসা এজেন্সির তালিকা

About The Author

24 Favor

One Response

  1. Yessenia Microni

    Your post is well researched. We am grateful for the effort the author put into it. Thank you for sharing such an educational post.

    July 23, 2023

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh