Skip to content

ইতালির ভাষা মানচিত্র ধর্ম পতাকা ও জনক কে

ইতালির পতাকা

সবাইকে স্বাগতম জানাচ্ছি সুন্দর একটি তথ্যমূলক লেখা ইতালির ভাষা মানচিত্র ধর্ম লেখায়। সাধারণত

যে এই বিষয় গুলো আমাদের কাছে অজানা। আর তাই সবাই এই ছোট ছোট বিষয়গুলো জানার জন্য

আগ্রহ প্রকাশ করে থাকে। যার ফলে অনেকেই ইতিমধ্যে আমার কাছে এই সকল বিষয় জানার জন্য ফোন

করেছেন। তাদের উদ্দেশ্যে আজকে ছোট ছোট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। যে আলোচনাগুলো

করলে আপনারা ইতালির ভাষা, দেশের মানচিত্র, এদের ধর্ম  ও পতাকা সম্পর্কে জানতে পারবেন এছাড়াও

দেশটির জনক কাকে বলা হয় সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আর তার জন্য এই  ধৈর্যসহকারে

ইতালির ভাষা মানচিত্র ধর্ম  লেখাটা পড়ুন।

ইতালির ভাষা কি?

 সাধারণত দেখা যায় ইতালিয় ভাষা হলো প্রধান ও সরকারি ভাষা। এছাড়াও এই দেশটিতে বিভিন্ন আঞ্চলিক

ভাষা, যেমন আকিলানো, লোম্বার্দীয়, মোলিসানো, নেয়াপোলিতানীয়, পিয়েমন্তীয়, পুইলিয়েসীয়, সার্দিনীয়,

সিসিলীয়, ভেনিশীয়, ইত্যাদিতে কথা বলে থাকে। যদিও ইংরেজিকে ইতালির দ্বিতীয় ভাষা বলা হয়। তবে

তাদের নিজস্ব একটি ভাষা রয়েছে। আর তাই যারা এ দেশটিতে যেতে চান তাদের জন্য ইংরেজি ভাষার

পাশাপাশি তাদের দেশের ভাষাটি শেখা প্রয়োজন। যদি এই ভাষার উপর দক্ষতা অর্জন করে নিতে পারেন

তবে আপনার জন্য চাকরি পাওয়া অনেক সহজ হবে, এবং অনেক বেশি বেতনে সেখানে চাকরি করতে

পারবেন। এই জন্য যারা চিন্তা করতেছেন ইতালি যাবেন তারা অনেকেই জানতে চান এদেশের ভাষা কি?

ইতালির ভাষা হচ্ছে ’’ইতালিয়”।

ইতালির মানচিত্র

 বিশেষ করে যারা এই দেশটিতে যাওযার জন্য অধীর আগ্রহে আছেন, তারা অনেকেই জানতে চায় ইতালির

মানচিত্র কেমন? ইতালি দেশের অবস্থান কোথায়? এই বিষয়গুলো জানার আগ্রহ থেকেই তারা খোঁজ করতে

থাকেন ইতালির মানচিত্র। তাই আপনাদের জন্য নিম্নোক্ত উপস্থাপন করা হল ইতালির মানচিত্র যা দুটো

ভাগে দেখানো হয়েছে একটি হচ্ছে শুধু এই দেশের মানচিত্র আরেকটি হচ্ছে পৃথিবিতে ইতালি কোথায়

অবস্থান সেটা বুঝানোর জন্য।

<yoastmark class=

ইতালির রাষ্ট্রিয় ধর্ম কি?

ইতালির ধর্ম- ধর্মীয় বিষয়টি অনেকের কাছেই অনেক বেশি সেনসিটিভ। তাই  কেউ কেউ আছেন

সামগ্রিকভাবে অন্য ধর্মকে সম্মান করা, বা তাদের সাথে তাল মিলিয়ে চলাটাকে কষ্টকর মনে করে থাকে।

আর তাই তারা সব জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন না। এর ফলে অনেকেই জানতে চায়

ইতালি ধর্ম কি বা ইতালির রাষ্ট্রধর্ম কি? আবার কেউ কেউ প্রশ্ন করে থাকেন এই দেশটিতে সবচেয়ে কোন

ধর্মের লোক বেশি বসবাস করে । বিভিন্ন গবেষনায় দেখা যায় সেখানে ৮৩.৩% খ্রিস্টান.১২.৪% ধর্মবহির্ভূত

নাস্তিক, ৩.৭% মুসলমান ও ০.৬ঁ% অন্যান্য ধর্মের লোক বসবাস করছে। যার ফলে সেখানে সব ধর্মের লোক

বসবাস করতে পারে। আর তাই যারা জানতে চান ইতালির রাষ্ট্র ধর্ম কি তাদের  উদ্দেশ্য বলা ইতালির

রাষ্ট্রধর্ম হচ্ছে রোমান ক্যাথলিক

ইতালির পতাকা

ইতালির পতাকা- আপনি যদি ইতালি যেতে চান তবে ইতালির পতাকা না চিনেন এটা অনেকটা আপনার

জন্য লজ্জাজনক। কারণ আপনি সে দেশে যাওয়ার পরে সেখানকার নাগরিক হয়ে যাবেন, আর একজন

নাগরিক যদি তার নিজের দেশের পতাকা না চেনে তবে সেটা লজ্জাজনক। আপনাদের জন্য নিচের

ইতালির পতাকার ছবি উপস্থাপন করা হল যাতে করে সেটা দেখে আপনি খুব সহজেই চিনে নিতে পারবেন

আপনার দেশের পতাকাটি-

ইতালির জনক কে?

ইতালির জনক কে?-পৃথিবীর প্রতিটা দেশর স্বাধীন হওয়ার পিছনে, বা প্রতিটা দেশ গড়ে ওঠার পেছনে

কোন একজনের বিশেষ ভূমিকা থাকে। আর তাই তাকে দেওয়া হয় বিশেষ উপাধি। তাই এই দেশটির

জাতীয়তাবাদের জনক বলা হয় ম্যাৎসিনি।

ইতালির ভাষা মানচিত্র ধর্ম এর শেষ উক্তি

পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ইতালির ভাষা মানচিত্র ধর্ম  লেখাটির এখানে ইতি

টানছি। আশা করি উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন, এছাড়াও ইতালি বিষয়ে আমাদের অনেকগুলো

গুরুত্বপূর্ণ লেখা আছে। যে লেখাগুলো আপনাদের জন্য একান্ত অপরিহার্য। বিশেষ করে যারা ইতালি যেতে

চাচ্ছেন, আপনাদের সুবিধার জন্য লেখাগুলোর লিংক নিচে শেয়ার করা হলো । প্রয়োজন মনে করলে

পড়তে পারেন। আমাদের এই লেখাটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত

ইতালির ভাষা মানচিত্র ধর্ম  লেখাটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ

হাফেজ।

একই জাতীয় আরো লেখা :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial