আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আপনাদেন সাথে আলোচনা করবো সুইজারল্যান্ড কাজের ভিসা ও বেতন বিষয় টি
নিয়ে ।আশা করি সকলেই ভালো আছেন।আজকের এই লেখায় আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই সুইজারল্যান্ডে
কাজের ভিসা নিয়ে যেতে চান কিন্তু কিভাবে ভিসা করতে হয় এবং কি কি সমস্যা রয়েছে জানেন না।তাই এই সকল বিষয় গুলো
জানতে চাইলে আমার এই লেখা টি অবশ্যই মনোযোগ সহকারে পড়ুন। আজকের এই লেখা থেকে আপনারা আরো জানতে পারবেন,
সুইজারল্যান্ড যেতে কত টাকা লাগবে, সুজারল্যান্ড বেতন কেমন,সুজারল্যান্ড কোন কাজের চাহিদা বেশি ও সুইজারল্যান্ড কাজের
ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। এ সকল বিষয় নিম্নে দেওয়া হলো।তাই আপনারা যারা সুইজারল্যান্ডের কাজের সম্পর্কে
জানতে চান তারা আমার এই সুইজারল্যান্ড কাজের ভিসা ও বেতন লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ুন ।
নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
সুইজারল্যান্ড কাজের ভিসা
সুইজারল্যান্ড কাজের ভিসা: সুউচ্চ পাহাড় পর্বত ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ড। পাহাড়ের বুকে বয়ে গেছে ঝর্ণা
ধারা। তার সঙ্গে রয়েছে পাদদেশে আঁকাবাঁকা সড়ক। সৌন্দর্যকে দেখে কেউ মোহিত না হয়ে পারে না।তাই সুইজারল্যান্ড যাওয়ার স্বপ্ন
থাকে আমাদের সবারি হোক সেটা কাজের ভিসা,জব ভিসা বা স্টুডেন্ট ভিসা।সব ভিসার ব্যাপক চাহিদা রয়েছে সুইজারল্যান্ড এ।ঠিক
তেমনি কাজের চাহিদাও বর্তমানে কম নয়।তাই বাংলাদেশ থেকে অনেক মানুষ কাজের জন্য সুইজারল্যান্ড গিয়ে থাকেন । এদেশে
টাকার মান কখনো কমে না। এ কারণে বিশ্বের সব বড় বড় বিজনেস ম্যান এবং টাকাওয়ালা রা এদেশের ব্যাংকে টাকা জমা রাখতে
পছন্দ করেন। সুইজারল্যান্ডে আপনি সরাসরি কাজের ভিসা পাবেন না। এখানে প্রথমে হোম পারমিট ভিসা নিতে হবে। আপনি যদি
ভিসা নিতে চান তাহলে কয়েক টি উপায় আছে। প্রথমে আপনাকে অনলাইন থেকে সুইজারল্যান্ড এর ওয়েবসাইট গুলোতে গিয়ে জব
ম্যানেজ করতে হবে। এরপর আপনি সুইজারল্যান্ড এর ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও বাংলাদেশ থেকে বিভিন্ন
এজেন্সির মাধ্যমে অনেক সময় যেতে পারবেন।
সুইজারল্যান্ড যেতে কত টাকা লাগবে
সুইজারল্যান্ড যেতে কত টাকা লাগবে: সুইজারল্যান্ড উন্নত দেশ হওয়ায় এ দেশে ভিসা খরচ অনেক বেশি ।তার পরো আপনি
কোন ধরনের ভিসা নিয়ে যাবেন তার ওপরো নির্ভর করবে আপনার খরচ । যদি আপনি সরকারিভাবে সুইজারল্যান্ড যাওয়ার জন্য
আবেদন করেন তাহলে আপনার খরচ লাগতে পারে পাঁচ থেকে সাত লক্ষ্য টাকার মত। আর আপনি যদি দালাল বা এজেন্সির মাধ্যমে
যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার খরচ পরবে দশ থেকে বারো লাক্ষ টাকার মতো। তাই আপনা কে আগে বেছে নিতে হবে যে
আপনি কোন মাধ্যমে যাবেন।
সুইজারল্যান্ড বেতন কেমন
সুইজারল্যান্ড বেতন কেমন: আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সুইজারল্যান্ড এ যান। এবং আপনি যদি ভালো ভাবে কাজ
করতে পারেন তাহলে বেতন পেতে পারেন ২৯০০ ইউরো এর মত। আর যদি ভাল কোন দক্ষতা নিয়ে কোন কোম্পানিতে চাকরির
আবেদন করে নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনাকে বেতন দিতে পারে প্রায় ৪ হাজার ইউরো করে প্রতি মাসে।
সুইজারল্যান্ড কোন কাজের চাহিদা বেশি
সুইজারল্যান্ড কোন কাজের চাহিদা বেশি: বাংলাদেশ থেকে যারা যায় কাজ করার জন্য তাদের জন্য বেশকিছু কাজের চাহিদা
রয়েছে সুইজারল্যান্ড।এখানে প্রচুর বিলাসবহুল রেস্টুরেন্ট এবং হোটেল রয়েছে। এ সমস্থ হোটেলে ভিবিন্ন ধরনের কজ করতে
পারবেন যেমন, হোটেল বয়, রান্না করার জন্য সেফ হিসাবে কাজ করলে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন । ক্লিনার এর কাজ
করতে পারবেন।এছাড়াও কন্সট্রাকশন এবং টাইলস এর কাজও করতে পারবেন ।যদি ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা আপনার
ড্রাইভিং এর অভিজ্ঞতা থাকে তাহলে বাংলাদেশ সরকার থেকে অনুমতি পত্র নিয়ে আপনি সুইজারল্যান্ডে এ যাওয়ার পর আপনি
ড্রাইভিং করতে পারবেন।এই সমস্থ কাজের চাহিদা বেশি ।তাই আপনি বাংলাদেশ থেকে গিয়ে এই কাজ গুলো করতে পারবেন
সুইজারল্যান্ডে।
সুইজারল্যান্ড কাজের ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে
আপনারা যারা সুইজারল্যান্ডে কাজের ভিসার নিয়ে যেতে চান। তারা অনেকেই জানেন না যে সুজারল্যান্ড কাজের ভিসা নিয়ে যেতে
কি কি ডকুমেন্টস লাগে।তাই তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে নিম্নে দিয়ে দিলাম । যারা প্রয়োজন মনে করবেন তারা পড়তে
পারেন।
- একটি বৈধ পাসপোর্ট লাগবে
- পাসপোর্ট এর সর্বনিম্নে ছয় মাসের মেয়াদ থাকতে হবে
- মেডিকেল রিপোর্ট এর প্রয়োজন হবে
- পাসপোর্ট সাইজের ২ কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা
- একটি কাভার লেটার যাতে সুইজারল্যান্ডে যাওয়ার কারণ বলা থাকবে
- ন্যাশনাল আই ডি কার্ড
- সুইজারল্যান্ডে আবাসিক থাকার প্রমান পত্র
- চিকিৎসা বীমা
- ব্যাংক স্টেটমেন্ট
- সুইস ভিসা প্রদানের রশিদ
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- এবং করোনার টিকা কার্ড এর প্রয়োজন হব
সুইজারল্যান্ড কাজের ভিসা ও বেতন এর শেষ উক্তি
পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুইজারল্যান্ড কাজের ভিসা ও বেতন বিষয়ে লেখা টি।এটি সুন্দর
একটি গুরুত্বপূর্ণ তথ্য মূলক লেখা। আশা করি উপরোক্ত তথ্য গুলো অনেকের উপকারে আসবেে। এছাড়াও আপনারা যদি আরো
কোন বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ।আমরা তার উত্তর দিয়ে আপনাকে সে বিষয় টি জানিয়ে দেবো ।
নিচে আরও কিছু লেখার লিংক আপনাদের সাথে শেয়ার করা হল।প্রয়োজন মনে করলে পড়তে পারেন। আশা করি কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে সুইজারল্যান্ড কাজের ভিসা ও বেতন লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ার জন্য। ভুলত্রুটি
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
একই জাতীয় আরো লেখা :
- দুবাই ড্রাইভিং ভিসা বেতন কত?
- দুবাই হাউজ ড্রাইভার নিয়োগ ২০২৩
- দুবাই সিকিউরিটি গার্ড কোম্পানি ২০২৩
- দুবাই যেতে কত টাকা লাগে?
- দুবাই যেতে কত বছর বয়স লাগে ২০২৩?
- দুবাই কাজের সন্ধান
- দুবাই কাজের ভিসা ২০২৩
- দুবাই সর্বনিম্ন বেতন কত?
- দুবাই বা আরব আমিরাতে কোন কাজের চাহিদা বেশি
- কুয়েত খাদেম ভিসা।
- কুয়েত কোম্পানি ভিসা ২০২২।
- কুয়েত জব ভিসা।
- কুয়েত হোটেল ভিসা।
- কুয়েত মসজিদের হারেজ ভিসা।
- কুয়েত কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি
- মালয়েশিয়া কাজের ভিসা-২০২২
- মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
- সৌদি ভিসা প্রসেসিং
- সৌদি আরব ভিসা চেকিং
- সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
- কাতারে কোন কাজের চাহিদা বেশি।
- সিংঙ্গাপুরে কোন কাজের চাহিদা ও বেতন বেশি।
- কানাডায় কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি
- সৌদি আরব ভিসা কত প্রকার
- কুয়েত মাজরা ভিসা।