হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলব নিউজিল্যান্ড টুরিস্ট ভিসা বিষয় টি নিয়ে। আশা করি
আপনারা সকলেই ভাল আছেন ।আজকে আমার এই লেখাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা
যারা কোন দেশে ভ্রমণের কথা চিন্তা করছেন তখন আপনারা নিউজিল্যান্ডের কথা ভাবতেই পারেন তাই যারা
নিউজিল্যান্ড ভ্রমণ ভিসায় যেতে চান তারা আমার এই লেখা টি সবটুকু পড়লে সবকিছু জানতে পারবে।
আমার এই লেখা থেকে আরও জানতে পারবেন নিউজিল্যান্ডের টুরিস্ট ভিসার আবেদনে নিয়ম, ভিসা
আবেদন এর জন্য ছবি, নিউজিল্যান্ডে টুরিস্ট ভিসার জন্য মেডিকেল সার্টিফিকেট ও ভিসা প্রসেসিং এর
সময়। এ সকল বিষয় নিম্নে আলোচনা করা হল। আপনারা যারা নিউজিল্যান্ডে টুরিস্ট ভিসায় যেতে চায় তারা
অবশ্যই আজকে আমার এই নিউজিল্যান্ড টুরিস্ট ভিসা লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ
সহকারে পড়ুন। নিম্নে সব কিছু বিস্তারিত আলোচনা করা হলো।
নিউজিল্যান্ড টুরিস্ট ভিসা
নিউজিল্যান্ড টুরিস্ট ভিসা: প্রতি বছর বাংলাদেশ থেকে বহু লোক পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করে
থাকেন। বিশেষ করে যারা নিউজিল্যান্ড ভ্রমণে যেতে চান, তাদের জন্য আমাদের আজকের এই লেখা।
বাংলাদেশ থেকে যদি কেউ নিউজিল্যান্ডের টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে ভারতের মুম্বাই
অথবা কলকাতায় অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা সংক্রান্ত অফিসের মাধ্যমে আবেদন করতে হবে। কারণ
বাংলাদেশ-নিউজিল্যান্ডের হাই কমিশন না থাকায় ভারতের মুম্বাই অথবা কলকাতায় অবস্থিত
নিউজিল্যান্ডের ভিসা প্রসেসিং অফিস ভিসা সংশ্লিষ্ট বিষয় গুলো দেখাশোনা করেন। নিউজিল্যান্ডে বেড়াতে
যাওয়ার জন্য এক জন টুরিস্টকে সাধারণত তিন মাসের টুরিস্ট ভিসা দেওয়া হয়। যদি ভ্রমণকারী আরো দীর্ঘ
মেয়াদের জন্য প্রয়োজন হয়। যেমন- ৯ মাস অথবা ১৮ মাস তাহলে আপনার কারণ দেখানো সাপেক্ষে ৯
মাস অথবা ১৮ মাস অর্থাৎ ভ্রমনের জন্য আপনার যতদিন লাগবে তার পরি- প্রেক্ষিতে আপনাকে
টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে।বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের টুরিস্ট ভিসার আবেদনের সময়
ভিসা ফ্রী ব্যাংক চেক বা ব্যাংক ড্রাফট এর মধ্যে জমা দেওয়া যাবে।বাংলাদেশের জন্য আবেদন করতে হলে
ভারতের নিউ দিল্লিতে অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা সেন্টার থেকে আবেদন করতে হবে। টুরিস্ট ভিসা
আবেদনের জন্য আপনাকে ৮৬০০ ইন্ডিয়ান রুপি অথবা ১৪৫ ইউএস ডলার ভিসা ফ্রী জমা দিতে হবে।
ইন্ডিয়ান রুপিতে ভিসা ফ্রী জমা নেওয়া হয়। টুরিস্ট ভিসার আবেদনের সময়, ক্রেডিট কার্ডের, মাস্টার কার্ড
অথবা ভিসা এর মাধ্যমে ভিসা ফ্রী জমা দেওয়ার কোনো ব্যবস্থা আপাতত নেই।
নিউজিল্যান্ডের টুরিস্ট ভিসা আবেদনের নিয়ম
আপনারা যারা নিউজিল্যান্ড টুরিস্ট ভিসায় যেতে চান তাদের জন্য নিম্নে আবেদনের নিয়ম গুলো দেওয়া হল-
- আবেদনকারীর অরজিনাল পাসপোর্ট লাগবে।
- পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন ৬ মাস হতে হবে।
- পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি লাগবে।
- নিউজিল্যান্ডের টুরিস্ট ভিসার জন্য আবেদন ফরম টি সঠিক ভাবে সব তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- নিউজিল্যান্ড যাওয় এবং নিউজিল্যান্ড থেকে আসার জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা তার প্রমান পত্র লাগবে।
- নিউজিল্যান্ড বেড়ানোর জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা তার প্রমান পত্র। যেমন- একমাস থাকতে চাইলে ১০০০ হাজার নিউজিল্যান্ড ডলার, আর যদি যাওয়ার পূর্বে থাকার জন্য প্রয়োজনীয় সব অর্থ দিয়ে রাখা হয় তাহলে এক মাসের জন্য ৪০০ নিউজিল্যান্ড ডলার অবশ্যই দেখাতে হবে। আপনি যতদিন থাকবেন ততদিন এর তথ্য দেখাতে হবে।
- যদি অন্য কেউ আপনাকে আর্থিক সাহায্য করতে চায়, তবে তারা তথ্য সঠিক ভাবে পূরণ করে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
- আবেদনকারীর মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, ভিসা প্রসেসিং এর কাজ শেষ হওয়ার পর কাগজপত্র যে ঠিকানায়ক পাঠাতে হবে তার ঠিকানা সঠিক ভাবে দিতে হবে।
ভিসা আবেদনের জন্য ছবি
- পাসপোর্ট সাইজের ২ কপি ছবি লাগবে।
- ছবি ছয় মাসের বেশি পুরোন হওয়া যাবে না।
- ছবিতে কোন কিছু পরিবর্তন করা যাবে না।
- আবেদনকারীর চেহারায় স্পষ্ট ভাবে বোঝা যেতে হবে।
- ছবি রঙিন হতে হবে কালো এবং সাদা ছবি গ্রহণযোগ্য নয় ।
- ছবির পটভূমি সাধারণ এবং হালকা রঙের হতে হবে কিন্তু সাদা রঙ্গের পটভূমি হওয়া যাবেনা।
- মুখের উপরে বা চোখের মধ্যে কোন কিছু থাকা যাবে না।চোখ স্পষ্ট ভাবে বোঝা যেতে হবে।
- ছবি তোলার সময় কোন সানগ্লাস লেন্স ব্যবহার করা যাবে না। যদি আবেদনকারী চশমা ব্যবহার করেন তবে তাকে চশমা ছাড়া ছবি তুলতে হবে।
- মাথায় কোনো প্রকার কপড় পড়া যাবেনা।
- অনলাইনে আবেদনের সময়- ছবি জেপিজি বা জেপিইজি ফরমেটে হতে হবে। ছবির সাইজ ৫০০ কিলোবাইট থেকে ১০ মেগাবাইটের মধ্যে হতে হবে। ছবি অনুপাত ৪:৩ হতে হবে।
- ভিসার জন্য আবেদন পত্র পূরণ করে জমা দেওয়ার সময় ছবির সাইজ হবে প্রস্থ ৩৫ মিমি এবং উচ্চতা ৪৫ মিমি।
নিউজিল্যান্ডে টুরিস্ট ভিসার জন্য মেডিকেল সার্টিফিকেট
যদি ছয় মাসের বেশি নিউজিল্যান্ড টুরিস্ট ভিসা নিয়ে থাকতে চান,তবে মেডিকেল সার্টিফিকেট এর প্রয়োজন
হবে। মেডিক্যাল সার্টিফিকেট এর জন্য ফরম টি সঠিক ভাবে পূরণ করে জমা দিতে হবে।ব্লাড অথবা প্লাজমা
ট্রান্সফিউশন এর মেডিকেল রিপোর্ট। এইচ আই ভি বা হেপাটাইটিস বি/সি আছে কিনা তার মেডিকেল
রিপোর্ট।কোন রকমের নেশাজাতীয় ড্রাগ নেওয় হতো কিনা তার মেডিকেল রিপোর্ট।যক্ষা রোগ আছে কিনা
তার রিপোর্ট।মেডিকেল সার্টিফিকেট গুলো অবশ্যই টুরিস্ট ভিসা আবেদনের দিন থেকে ৩ মাসের কম সময়
হতে হবে।
ভিসা প্রসেসিং এর সময়
টুরিস্ট ভিসা প্রসেসিং এর জন্য সাধারণত দশ দিন সময় লাগতে পারে। ভিসা প্রসেসিং এর জন্য কতদিন
সময় লাগবে তা আবেদনকারীর তথ্য যাচাই এবং মূল্যায়ন করার উপর নির্ভর করেবে। তবে সাধারণত কত
দিনের মধ্যে ভিসা প্রসেসিং এর কাজ শেষ হতে পারে তা আবেদনের সময় জানিয়ে দেওয়া হয়। আশা করি
বুঝতে পারছেন যে ভিসা প্রসেসিং হতে কত সময় লাগতে পারে।
নিউজিল্যান্ড টুরিস্ট ভিসা এর শেষ উক্তি
পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের নিউজিল্যান্ড টুরিস্ট ভিসা লেখা টি।এটি
সুন্দর একটি তথ্যমূলক লেখা। আশা করি আপনারা যারা নিউজিল্যান্ডে ভ্রমণ ভিসার জন্য আবেদন
করেছেন বা করবেন তারা অবশ্যই আমাদের এই লেখা থেকে অনেক উপকৃত হইবে। আপনাদের যদি
আরো কোন বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।আমরা তার উত্তর দিয়ে
আপনাকে সেই বিষয় টি জানিয়ে দেবো। আমরা বিদেশের ব্যাপারে সব সময় সব ধরণের তথ্য দিয়ে থাকি।
তাই আপনারা যারা বিদেশের ব্যাপারে কোন তথ্য জানতে আগ্রহী তারা এই ওয়েবসাইট থেকে জানতে
পারবেন। আশা করি উপকৃত হবেন। নিম্নে আপনাদের সাথে আরও কিছু লেখার লিংক শেয়ার করা হল
প্রয়োজন মনে করলে পড়তে পারেন। আশা করি কাজে আসবে। ধন্যবাদ সবাইকে আজকে আমার এই
নিউজিল্যান্ড টুরিস্ট ভিসা লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ার জন্য। ভুলত্রুটি
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।
একই জাতীয় আরো লেখা :
- কুয়েত মাজরা ভিসা
- দুবাই ড্রাইভিং ভিসা বেতন কত?
- দুবাই হাউজ ড্রাইভার নিয়োগ ২০২৩
- দুবাই সিকিউরিটি গার্ড কোম্পানি ২০২৩
- দুবাই যেতে কত টাকা লাগে?
- দুবাই যেতে কত বছর বয়স লাগে ২০২৩?
- দুবাই কাজের সন্ধান
- দুবাই কাজের ভিসা ২০২৩
- দুবাই সর্বনিম্ন বেতন কত?
- দুবাই বা আরব আমিরাতে কোন কাজের চাহিদা বেশি
- কুয়েত খাদেম ভিসা।
- কুয়েত কোম্পানি ভিসা ২০২২।
- কুয়েত জব ভিসা।
- কুয়েত হোটেল ভিসা।
- কুয়েত মসজিদের হারেজ ভিসা।
- কুয়েত কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি
- মালয়েশিয়া কাজের ভিসা-২০২২
- মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
- সৌদি ভিসা প্রসেসিং
- সৌদি আরব ভিসা চেকিং
- সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
- কাতারে কোন কাজের চাহিদা বেশি।
- সিংঙ্গাপুরে কোন কাজের চাহিদা ও বেতন বেশি।
- কানাডায় কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি
- সৌদি আরব ভিসা কত প্রকার
- সুইজারল্যান্ড সংবিধান ও জনপ্রিয় স্থান
- সুইজারল্যান্ড ভাষা এবং প্রশাসন
- সুইজারল্যান্ড কোন মহাদেশে অবস্থত
- সুইজারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা
- সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা
- সুইজারল্যান্ড ভ্রমণ ভিসা
- সুইজারল্যান্ড নাগরিকত্ব পাওয়ার উপায়
- নিউজিল্যান্ড দেশের পরিচিতি ও জনসংখ্যা কত?
- নিউজিল্যান্ড ভিসা ও বেতন কত?
- নিউজিল্যান্ডের মুদ্রার নাম ও মান কত?