জাতীয় নির্বাচন নিয়ে স্ট্যাটাস,উক্তি, ক্যাপশন ও কবিতা

জাতীয় নির্বাচন নিয়ে স্ট্যাটাস ও উক্তি: নির্বাচন আমাদের দেশে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তাই প্রতি নির্বাচনকে ঘিরে থাকে বাংলাদে ও ভারত ভর্ষের মানুষের উৎসব। আর এই নির্বাচনের অনেক গুরুত্বও রয়েছে কারণ একটি সুষ্ঠ্য নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হয় দেশ পরিচালনা করার মহান দায়িত্ব। আর আমরা যারা জনগন তাদের দেয়া ভোটের যে

কতটা মূল্য তা আমরা অনুধাবন করতে পারিনা। যদি আমরা তা বুঝতে পারতাম তবে যে কাউকে যখন তখন ভোট প্রদান করতামনা। আমরা আমাদের ভোট দেয়ার পূর্বে কয়েকবার চিন্তাভাবনা করে দেখতাম আমি যাকে ভোট দিচ্ছি সে যোগ্য প্রর্থী কি না?  তাহলে দেশে কোন খারাপ মানুষ নির্বাচিত হতে পারতোনা।

আর আজ তাই এখানে আপনাদের সাথে বেশ কিছু নির্বাচন নিয়ে উক্তি স্ট্যাটাস  ক্যাপশন ও কবিতা শেয়ার করবো যা আপনাদের যোগ্য প্রার্থী বাছাই করতে সাহায্য করবে । একই সাথে যারা নির্বাচনে অংশ গ্রহন করবে তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রাচারণা চালাতে সহায়তা করবে। আর তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন এই লেখাটি।

জাতীয় বা সরকারী নির্বাচন  নিয়ে স্ট্যাটাস

আসছে সামনে জাতীয় নির্বাচন আর এই উত্তেজনা থাকবে আগামী ৬ মাস। আর এই সময় সকল দল তাদের নিজেদের পক্ষে প্রচার প্রচারণা চালাবে। আর তার জন্য সবার প্রয়োজন সুন্দর সুন্দর স্লোগান  যা নির্বাচনের

মাঠ গরম রাখবে। আর আজ তাই আপনাদের সাথে এখানে কিছু স্ট্যাটাস শেয়ার করবো যা আপনি ব্যবহার করতে পারবেন আপনার নির্বাচন প্রচার কার্য চালনার জন্য।

  1. প্রতিটা নির্বাচন হয় দেশের কল্যান করে অথবা দেশের সর্বনাশ করে থাকে। আর তাই জনগনকে এই সময় সবথকে বেশি সর্তক থাকতে হয়।
  2. আমি কথা দেইনা। আমি ওয়াদা দেইনা । আমি কাজ করে দেখিয়ে দিতে চাই আপনারা আমাকে ভোট দিয়ে ভুল করেননি।
  3. প্রতিটা মানুষ তার মূল্যবান ভোট দিয়ে অনেক সময় সমাজের সবথেকে বড় চোরটাকে নির্বাচন করে থাকে। তাই আমি প্রার্থী হিসেবে আপনাদের সেই।
  4. আমি নেতা নই আমি নিজেকে আপনাদের সেবক হিসেবে নিজেকে পরিচিত করতে চাই। তাই সবার কাছে আবেদন একবার আমাকে নির্বাচিত করুন আমি আপনাদের ৫ বছর সেবা করবো।
  5. আমার কাছে এখন কিছু চাবেন না। আমি নির্বাচিত হওয়ার পরে ৫ বছর আমার কাছে চাইতে পারবেন।

জাতীয় বা সরকারী নির্বাচন  নিয়ে  উক্তি

জাতীয় বা সরকারী নির্বাচন  নিয়ে  উক্তি

বর্তমানে নির্বাচন প্রচার কার্য চালনার জন্য সবথেকে সহজ কাজ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আর তাই সবাই নির্বাচনকে সামনে রেখে এই সময় সবাই এই মাধ্যমে বিভিন্ন উক্তি শেয়ার করার মাধ্যমে তাদের

পছন্দের ব্যাক্তির পক্ষে প্রচার চালায় । আর তাই তাদের জন্য এখানে বেশ কিছু উক্তি শেয়ার করবো যে উক্তি গুলো আপনি জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে ব্যবহার করতে পারবেন।

  • যদি কাউকে আমার থেকে যোগ্য মনে করেন তবে তাকে ভোট দিলে আমার কোন কথা নেই। তবে আপনাদের কাছে অনুরোধ আমি যদি যোগ্য হয়ে থাকি তবে সবাই আমাকেই ভোট দিবেন।
  • আজকে আমাকে চা খাওয়ান আমি আপনাদেরকে ৫ বছর চা খাওয়াবো।
  • আজকে যদি ছোট স্বার্থ হাছিল করার জন্য অযোগ্য লোককে ভোট দেন তবে মনে রাখবেন সেই লোক আপনাদের পাঁচ বছর তার স্বার্থ হাসিল করার জন্য কাজে লাগাবে।
  • গাড়ী আর টাকা দেখেই কাউকে যোগ্য মনে না করে মানুষ হিসেবে যে যোগ্য তাকেই ভোট দেয়ার অনুরোধ করছি।
  • যে হাসতে হাসতে পাঁয়ে ধরে ভোট চাইতে পারে সে সময় সুযোগ পাইলে আপনার গলায় ধরতে কুণ্ঠাবোধ করবেনা।

জাতীয় বা সরকারী নির্বাচন  নিয়ে ক্যাপশন

প্রার্থীর পক্ষে প্রচার কার্য চালনার সময় দেখা যায় বিভিন্ন সময় দেয়াল বা বিভিন্ন বিলবোর্ডে লেখার জন্য ছোচ ছোট ক্যাপশন প্রয়োজন হয়। আর তাই যারা এই রকম ক্যাপশন খোঁজ করতেছেন তাদের জন্য এখানে

শেয়ার করা হলো নতুন ও আনকমন কিছু নির্বাচন নিয়ে ক্যাপশণ যা আপনি আপনার এলাকায় জাতীয় নির্বাচন ছাড়াও বিভিন্ন ধরনের নির্বাচনের সময় যেমন মেম্বার ,চেয়ারম্যান নির্বাচনে ব্যবহার করতে পারবেন।

যদি কেউ যোগ্য থাকে
আমার প্রর্থী সবার আগে।

হামিদুল ভাইকে দিলে ভোট
শান্তি পাবে দেশের লোক।

আসুন সবে দেখে যান
আসছে ভোটে যোগ্য চাঁন।

সোনার ছেলে সোনার দেশ
আসছে সেজে বিজয় বেশ।

যোগ্য নেতা কাকে বলে
সে যে আছে আমাদের দলে।

জাতীয় বা সরকারী নির্বাচন  নিয়ে  কবিতা

কবিতা কার না ভালো লাগে আর সেই কবিতা যদি ব্যবহার করা যায় নিজের পছন্দের প্রর্থীর প্রচার কার্য চালনার সময় তহলে অনেক বেশি মজা হতো। আর সেই প্রচার সবার ভালো লাগতো। আর তাই দেখা যায়

বর্তমান সময়ে গান ও কবিতার মাধ্যমে মাইকিং করে এলাকায় তাদের প্রচার কার্য চালায় । আর তাই আপনি নিচের কবিতাটি প্রচার কার্য চালনার সময় ব্যবহার করতে পারবেন।

কবিতা জাতীয় নির্বাচন
সাইফুল ইসলাম

আবার আসলো নির্বাচন
সালাম জানাই সবাইরে এখন
প্রার্থী নিবেন দেখে শুনে।
ভোট দিবেন গুনে গুনে
যোগ্য যাকে মনে হবে
ভোট দিবেন তাকেই তবে
আমার… প্রর্থীর নাম বলতে হবে…..
ভাইয়ের  মার্কা ভালো
জ্বালাবে সমাজে জ্ঞানের আলো
সবার থেকে যোগ্য তাই
সবাইকে আজ বলে যাই
সবার কাছে একটা করে ভোট চাই।

জাতীয় নির্বাচন নিয়ে স্ট্যাটাস ও উক্তি এর শেষ কথা

আশাকরি উপরোক্ত লেখার বিষয় গুলো আপনারা ব্যবহার করে আপনাদের নির্বাচনের প্রচারের কাজকে আরো সহজ করে তুলতে পেরেছেন। এছাড়াও আরো যদি কোন প্রকারের লেখা আপনাদের প্রয়োজন হয়

তবে আমাদের কাছে লিখতে পারেন । আমি আপনাদের সেই লেখা প্রদানের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দিব। এছাড়াও আমাদের সাইটে আরো গুরুত্বপূর্ণ অনেক লেখা আছে আপনি ইচ্ছে করলে সেই লেখা গুলো

পড়তে পারেন । আশাকরি সেই লেখা গুলো অনেক কাজে লাগবে। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।

আরো পড়তে পারেন : 

মেম্বার পদপ্রার্থী স্ট্যাটাস ছন্দ

 

About 24 Favor

Check Also

New year SMS and Quotes

New year SMS and Quotes

Every end of the month we are busy wishing for the new year. Because all …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *