বিয়ে নিয়ে ইসলামিক উক্তি ক্যাপশন স্ট্যাটাস কবিতা দোয়া ও মেসেজ

বিয়ে নিয়ে ইসলামিক উক্তি: বিয়ে হচ্ছে এমন একটি সামাজিক বন্ধন বা ধর্মীয় বন্ধন যেটার মাধ্যমে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা আবদ্ধ হয়  জীবনসঙ্গী হিসেবে। বিয়ের প্রথম সম্পর্কটা শুরু হয় জীবনের তাড়নায় আর তার শেষ হয় ভালবাসর মাধ্যমে।  আর এই বন্ধন থাকে মৃত্যু পর্যন্ত। আর সেই বিয়ে নিয়ে রয়েছে অনেক ধরণের উক্তি।

যে উক্তি গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই উক্তিগুলো আপনি শেয়ার করতে পারবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে । তাই আসুন  বিয়ে নিয়ে ইসলামিক উক্তি রয়েছে সেগুলো শেয়ার করা যাক।

বিবাহ কি?

বিয়ে হলো সমাজ ও পরিবার দ্বার একজন পুরুষ ও একজন মহিলাকে, তাদের জীবনের ক্রিয়া কলাপ থেকে শুরু করে এক সাথে বসবাস করার অনুমতি প্রদান। দেশ সমাজ স্থান কাল পাত্র ভেদে এই আচার আচরণ ভিন্ন হলেও এর মূল উদ্দেশ্য একই।  তাই সহজ কথায় বলা যায় বিবাহ হলো দুটো হৃদয়ের বন্ধন যেই বন্ধন থাকে আজীবন। বিবাহ হলো এমন একটি অনুষ্ঠান যার দ্বারা আজীবন একসাথে চলার সংঙ্গি পাওয়া যায়।

মজার কিছু ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস পড়তে পারেন🙁 এখান থেকে)

বিয়ে নিয়ে ইসলামিক উক্তি

এই বিষয়টা নিয়ে বেশ মজার ইসলামিক উক্তি রয়েছে । আর তাই বিয়ে নিয়ে গুরুত্ব দেয়া হয়েছে হাদিস-কোরআনের এর গুরত্ব তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে এ  সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা । হাদীসের অনেক জায়গায় বিয়ে সম্পর্কে বলা হয়েছে। আর ইসলামেও রয়েছে বিয়ে নিয়ে  বিভিন্ন উক্তি। সেই  উক্তি গুলো আমরা তুলে ধরব এখানে। তাহলে আপনি জানতে পারবেন বিয়ে নিয়ে ইসলামিক উক্তি।

একজন মুসলিম নারীর স্বামী হচ্ছে তার পরনের কাপরের মত । কাপর যেমন তার লজ্জা ঢেকে রাখে স্বামী তাকে সকল বিপদ  সমস্যা থেকে রক্ষা করে।

একটি ছেলের জন্য একজন আদর্শ স্ত্রী হলো আল্লাহর দেয়া শ্রেষ্ট উপহার।

একজন আদর্শ নারীই পারে তার সংসারকে স্বর্গ বানাতে। আর একজন অসৎ নারী পারে তার সংসারকে দোযখ বানাতে।

একজন হালাল স্ত্রীকে আদর করে মুখে তুলে খাওয়ালে সদকা করার সওয়াব মহান আল্লাহ দেন। 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু (সা.) বলেন  নিশ্চয় সে বিয়ে  বেশি বরকত পূর্ণ হয়, যে বিয়েতে খরচ কম হয়। (মুসনাদে আহমদ ও মুস্তাদরাকে হাকিম)

ছোট করে প্রেমের ক্যাপশন উপহার দিতে চান প্রিয়জনকে তাহলে (ক্লিক করু এখানে)

বিয়ে নিয়ে ক্যাপশন

বিয়ে নিয়ে ক্যাপশন সমাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার জন্য অনেকেই খোজ করে থাকেন। আর তাই আপনি যদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য বিয়ের ক্যাপশন খুঁজে থাকেন। তহলে আমাদের এখানে পেয়ে যাবেন  বিয়ে নিয়ে সুন্দর সুন্দর ক্যাপশন। যেই ক্যাপশন গুলো শেয়ার করতে পারবেন আপনার বন্ধু বান্ধবের সাথে।

একই সাথে শেয়ার করতে পারবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও । চলুন আর দেরি না করে দেখে নেয়া যাক সেই সুন্দর  সুন্দর ক্যাপশন গুলো।

বিয়ে করা হলো দিল্লিকা লাড্ডু 
যে খেয়েছে সেও বিপদে 
আর যে না  খেয়েছে
সেও বিপদে।

বিয়ে করার প্রথম বছর মনে হয়
জীবনে আরো আগে বিয়ে করা উচিৎ ছিল।
বিয়ে করার দ্বিতীয় বছর মনে হয় 
আর কয়েক বছর পরে বিয়ে করলেও হত।
তৃতীয় বছর থেকে মনে হয় জীবনে 
বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত।

বিয়ে হলেই সুখি হবি
দোয়া রইল এই ।
আমায় কিন্তু ভুলে যাসনে
স্বামী পাবি যেই।

বিয়ে করা সহজ
কিন্তু বিয়ে করার পর
এক সাথে সংসার করা 
কত কঠিন তা জানে একজন স্বামী।

হায়রে বিয়ে! জানতামনা এমন হয়
জানলে কি আর বিয়ের পিড়িতে বসি
আজীবন থাকতাম 
আই বুড়ো হয়ে। 

যদি আপনাদের( স্বামী-স্ত্রী) মধ্যে ভালোবাসা না থাকে তাহলে সেই ভালোবাসাকে বাড়ানোর জন্য পড়তে পারেন আমাদের এই লেখাটি। আমি নিশ্চিত আপনাদের ভালোবাসা বেড়ে যাবে অনেক গুনে। (পড়ুন) 

বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস

 বিয়ে বিষয়টা আসলে এমন একটা বিষয় এটা অনেকের কাছে অনেক মজার বিষয় । আবার অনেকের কাছে অনেক কষ্টের বিষয়। আবার অনেকে বিয়ের কথা শুনলেই ভয় পায়। আর তাই বিয়ে নিয়ে রয়েছে অনেক মজার ঘটনা। তাই অনেকেই মজা করার জন্য বিয়ে নিয়ে ফানি পোষ্ট বিভিন্ন সামাজি যোগাযোগ মাধ্যমে দিয়ে থাকে।  অনেকেই আবার বন্ধু বান্ধবের সাথে মজা করার জন্য ফানি পোষ্ট খোঁজ করে থাকেন ।

আর যারা এই ধরনের পোষ্ট খোজ করতেছেন তাদের জন্যই আমাদের এই আয়োজন। এখান থেকে আপনি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর বিয়ে নিয়ে ফানি পোষ্ট যেগুলো আপনি শেয়ার করতে পারবেন বন্ধু বান্ধবের সাথে।

করছি বিয়ে 
ফাঁদে দিয়েছি পা
এবার আমারে 
সবাই মিলে সামলা।

 

বিয়ের আগে মেয়ার থাকে
অনেক গুনবতী
আর বিয়ের পরে হয়
চালাক অতি।

 

বউ হচ্ছে এমন এক বিনা পয়সার
চ্যানেল যেটা জুড়লেও বাজে
না জুড়লেও বাজে।

 

বউয়ের রাগ আর স্বামীর টাক
কাউকে দেখাতে নেই ।
কারণ দুটো দেখলেই 
মানুষ সুধু হাঁসবে।

প্রখ্যাত সাদ সোয়াজেন তার উক্তিতে বলেন-  বিয়ে হলো কঠিন এক জুয়া খেলা। যে খানে পুরুষ বাজী রাখে স্বাধীনতা আর নারীরা বাজী রাখে তাদের সুখকে।

স্বামী-স্ত্রী জগড়া হয়েছে আর একজন আরেক জনের সাথে অভিমান করেছেন তাহলে পড়ুন (এই পেইজটি) 

বিয়ে নিয়ে কবিতা / বিয়ে নিয়ে ছড়া

বিয়ে করে অনেকে হযে যায় কবি। আবার অনেকেই হয় ঘর ছাড়া। আবার অনেকেই বিয়ের পর ঘর থেকে বের হতেই চায় না। করা নিয়ে রয়েছে নানান রকমের কথা। আবার অনেকেই লিখেছেন সুন্দর সুন্দর কবিতা। তাই আপনিও এই কবিতাগুলো পড়তে পারবেন। আর যদি এই কবিতা গুলো ভাল লাগে তাহলে শেয়ার করতে পারেন সবার সাতে মজা করার জন্য।

কবিতার নাম বিয়ে করিয়ে দাও
                                                 বিথী আক্তার 

বিয়ে করিয়ে দাও, বিয়ে করবো
মনে আমার আশা।
সুখে-দুখে সংসার করবো
দিয়ে ভালোবাসা ।
সংসার হবে সুখী-সুন্দর
ভালো আমার প্রিয়তমার অন্তর
সুশিক্ষা আছে তার।
পণ করেছি তাকে নিয়ে
জীবন করবো পাড়।
সবাই মোদের দোয়া করবেন
থাকি যেন সুখে ।
আমি মরার সময় যেন
থাকে প্রিয়া আমার বুকে।

 

কবিতার নাম বিপদের বিয়ে
                                    সাইফুল ইসলাম

বিপদে পড়ে করলাম বিয়ে
মনে সাহস নিয়ে।
দুইদিন পরে সবকিছু চাবে
বউকে বোঝাবো কি দিয়ে।
মনে মনে করলাম ফন্দি,
শশুর ধনী অতি
কিছু টাকা নিতে পারে যদি
তাতে নেই কোন ক্ষতি।
 যেমন চিন্তা তেমন কাজ
শশুর করল একটু আজ ।
শাশুড়ি করল মানা।
তাইতো আমার হলোনা আর
টাকা পয়সা আনা।

প্রেমিক প্রেমিকার বিয়ে নিয়ে স্ট্যাটাস

প্রেমের সফলতা হচ্ছে বিয়ে করার মাধ্যমে। অনেক সময় প্রেমিক প্রেমিকার বিয়ে হয়ে থাকে, এবং  এদের বিয়ে নিয়ে প্রেমিক-প্রেমিকাদের মনে থাক অনেক কৌতুহল।  অনেকেই আবার প্রেমিক প্রেমিকার বিয়ের মধ্যে মজা করার জন্য নানান ধরনের স্ট্যাটাস দিয়ে থাকেন। আর তখন বিভিন্ন সাইটে খোঁজ করতে থাকেন এই স্ট্যাটাস গুলো।

আর আপনিও যদি এই রকমের স্ট্যাটাস খোঁজ করে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্য। আমরা  এখানে কিছু মজার প্রিমিক প্রেমিকার বিয়ে নিয়ে স্ট্যাটাস দিব  যে গুলো আপনি শেয়ার করতে পারবেন সবার সাথে।

প্রেম করেছি বিয়ে করেছি
স্বার্থক হলো মোর প্রেম।
সবাই দোয়া করো এবার 
পাইনা যেন সেম( লজ্জা)

 

ছ্যাকা দিয়ো করলি বিয়ে
পালালি অন্যকাউকে নিয়ে
তার পরেও বলব ভাল থাকিস
তোর স্বামী সংসার নিয়ে।

 

সোনা পাখির গায়ে হলুদ
কালকে হবে বিয়ে। 
থাকবো আমি কেমন করে।
এতো স্মৃতি নিয়ে।

 

তোর আজ বিয়ে হবে 
পর হয়ে যাব আমি।
আজকের আগেও তোর কাছে
সবথেকে দামি ছিলাম আমি।

 

সুখ দিলে না দুঃখ দিলে
জীবন নিলে কেড়ে।
তোমার ভালবাসা না পেয়ে
জীবনে  সুখ দিলাম ছেড়ে।

 

বিয়ের শুভেচ্ছা দোয়া

বিয়ে হচ্ছে একটি পবিত্র বন্ধন। বিয়ের মাধ্যমে শুরু হয় নতুন একটি জীবনের। আর তাই সবাই চায় তার বিয়েতে সবাই যেন দুয়া করেন। বর্তমানে যেতু সবাই সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে পারি। তাই কারো বিয়ে হলো সবাই জানতে পারে খুব সহজেই ।  আর তখন আমরা চেষ্টা করি বিয়ের শুভেচ্ছা দোয়া শেয়ার করার জন্য।

আর তাইে এখনে কিছু নতুন নতুন বিয়ের শুভেচ্ছা দোয়া দেয়া হলো যেগুলো শেয়ার করতে পারবেন বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে।

দোয়া করি দূর থেকে , সুখি হোক তোমার নতুন জীবন। নতুন চলার সাথীকে নিয়ে সুখে থাক জীবনের শেষ দিন পর্যন্ত।

তোর বিয়ে মানে । তোর জীবনের একটি নতুন দিন। তোর এই নতুন দিন গুলো ভালভাবে কাটুক এই দোয়া করি মাহান সৃষ্টিকর্তার কাছে।

 আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ ( সা.)  বিবাহিত ব্যাক্তিকে অভিনন্দন জানিয়ে বলতেন। যার বাংলা অর্থ  – আল্লাহ পাক তোমাকে বরকত দান করুন, তোমাদের দুজনের প্রতি বরকত বর্ষণ করুন এবং তোমাদের কল্যাণের সঙ্গে এক সাথে রাখুন’’।  এই হাদিসটি বর্ণনা করেছে  হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু।

বিয়ে করার জন্য আমাদের প্রিয়নবি সবসময় উৎসাহ দিয়েছের তার মতে” হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা বিয়ে করার জন্য যোগ্যতা বা সমর্থ আছে তারা যেন বিয়ে করে ফেলেন। কারণ বিয়ে ফলে গোপনাঙ্গের হেফাজত  হয়। আর যে বিয়ে করতে অক্ষম সে যেন রোজা রাখে। কারণ রোজার দ্বারা জীবনি ক্ষুদা দমন হয়।( মিশকাত শরীফ)

দোয়া করি দূর থেকে ভাল থেকো নতুন সাথীকে নিয়ে। শুভেচ্ছা রইলো তোর বিয়ের দিনে।

বন্ধুর বিয়ে নিয়ে স্ট্যাটাস

 বিয়ে হলে তো কোন কথাই নেই। বন্ধুর বিয়ের জন্য থাকে বন্ধু অনেক কৌতুহল অনেক ভালোবাসা। আর সেই ভালবাসা বহিঃপ্রকাশ করার জন্য তারা দিয়ে থাকেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস। যে স্ট্যাটাস গুলোরে মাধ্যমে মজা করে থাকে । আর তাই এখানে আমরা সাজিয়েছি বেশ কিছু মজার বন্ধুর বিয়ে নিয়ে স্ট্যাটাস।

বন্ধুর বিয়ের দাওয়াতে 
অনেক কিছু খাইলাম
কিন্তু দুঃখের বিষয় হলো
তার বিয়েটা খেতে পারলাম না।

 

বন্ধু তোর বিয়েতে দাওয়াত দিলেও
আসবো না দিলেও আসবো।

 

বন্ধুর বিয়ে বলে কথা 
উপহার কিন্তে গুরে গেল মাথা।

 

বলার নেই কোন ভাষা
ফুরিয়ে গেল মোদের আশা।
এখন আমরা থাকবো আর কি নিয়ে।
তার পরেও এই  দোয়াকরি ভাল থাকিস ভালবাসা দিয়ে।

 

অবাক হলাম আর ভাবলাম
আজ তোর বিয়ে ।
বিশ্বাস হচ্ছেনা তাই 
শুভেচ্ছা জানালাম সত্যি কিনা
যাচাই করার জন্য।

বিয়ের শুভেচ্ছা মেসেজ

সাধারণত অনেক সময় আমরা বিয়ের দাওয়াত দিলে সেখানে অংশগ্রহণ করতে পারিনা। আবার দেখা যায় সময়ের অভাবে বিয়ের দাওয়াত সবাইকে দেয়া হয়না। তাই আমরা যদি বিয়ের শুভেচ্ছা মেসেজ দেই তাহলে সবাই অনেক খুসি হয় । তাই আপনি ইচ্ছে করলে এখান থেকে বাছাই করা বিয়ের শুভেচ্ছা মেসেজ গুলো নিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।

আজকে আমার বিয়ে সবাইকে দাওয়াত দিলাম আমার ভালবাসাদিয়ে। আসবে কিন্তু সবাই। আসার সময় একটা করে উপহার চাই।

হাজার পাখিরা গান গেয়ে যাক। এক সাথে ফুটুক হাজার ফুল। আজকে ফুটেছে তুমার বিয়ের ফুল । তাই তোমাকে শুভেচ্ছা জানাতে করলামনা ভুল।

বিয়ের শুভেচ্ছা জানালে বিয়ের কার্ড দিয়ে। আর দাওয়াত দিলে তুমার অন্তর থেকে। ধন্যবাদ তুমাকে শুভ হোক তুমার বিবাহিত জীবন।

জানি আসতে পারবোনা তুমার বিয়েতে কিন্তু শুভেচ্ছা জানালে দোষ কি? শুভ হোক তোর ভাতার ডে।

স্বামি কে নিয়ে সুখে থেকো গাইয়ো সুখের গান। আমর কথা মনে হলে খাইয়ো একটা পান। শুভ বিবাহ।

 

বিয়ে নিয়ে রোমান্টিক উক্তি/ বিয়ে নিয়ে মজার উক্তি

বিয়ে বাড়িতে সবাই চায় আনন্দ উল্লাসের মাধ্যমে সময় কাটানোর জন্য। আর তাই সেখানে ঘটে যায় নানান ধরনের ঘটনা। আর এই সকল ঘটনাকে আরো মজার করার জন্য দরকার বিয়ে নিয়ে রুমান্টিক উক্তির । আর যারা এই ধরনের রোমান্টিক উক্তি গুলো খোঁজ করছেন তাদের জন্য দেয়া হল কিছু ভিন্ন ধরনের মজার বিয়ে নিয়ে মোমান্টিক উক্তি। যেগুলো সবার সাথে শেয়ার করতে পারবেন কারো বিয়ের সময়।

বিয়ে যে এত মধূর হয় ।
করার আগে কখনো বুঝতেই পারিনি।

 

বাসর ঘরের কথা গুলো 
রাখে সবাই মনে।
জীবন ভর থাকে সেটা
মনের গহীনে।

 

বিয়ে করার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সফলতা।
তাই সময় হলেই বিয়ে করে ফেলতে হবে।
বিয়ে করতে দেরি করা মানে
জীবনের সফলতা পিছিয়ে যাওয়া।

 

বউ হচ্ছে পৃথিবীর সবচেয়ে
বড় আন্দের জীনিস।
যে টা বিয়ে না করলে 
আপনি কখনো বুঝতে পারবেনা।

 

একজন আদর্শ স্ত্রী তার স্বামীকে
কত যে মিস করে তা একজন
অবিবাহিত মেয়ে জীবনেও
বুঝতে পারবেনা। এটাই বাস্তব।

শেষকথা:

আশা করি বিয়ে নিয়ে ইসলামিক উক্তি আপনাদের খুবই ভালো লেগেছে । এই সাইটে আরো অনেক সুন্দর সুন্দর লেখা আছে যে গুলো আপনি পড়তে পারেন। আশাকরি আপনাদের সেই বিষয় গুলোও ভাল লাগবে। আর এই লেখাটি পড়ে আপনাদের কেমন লেগেছে তা কমেন্টস্ করে আমাদের জানাবে। পরবর্তীতে আপনার লেখার উত্তর দিব। ধন্যবাদ আপনাকে কষ্ট করে লেখাটি পড়ার জন্য।

(আপনি যদি কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চান তহলে আমাদের এই চ্যানেলটি  সাবস্ক্রাইব করতে পারেন। আর দেখতে পারেন নতুন নতুন ভিডিও।)

আরো পড়ুন:

. সুন্দর কথা বলার কৌশল।

২. গুগলের জানা অজানা নানান তথ্য

৩. স্কুল লাইভ নিয়ে স্ট্যাটাস

৪. গুগলে মানুষ কোন বিষয়ে বেশি সার্চ করে।

About 24 Favor

Check Also

শুক্র বারের শুভেচ্ছা

শুক্রবারের শুভেচ্ছা বিনিময়-এসএমএস,ছবি এবং উক্তি-Friday Wishing ,SMS & Quote

শুক্রবারের শুভেচ্ছা:-প্রতিটি দিন মুসলমানদের জন্য শুভ দিন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দিন হচ্ছে শুক্রবার । …

12 comments

  1. খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট

  2. পোষ্টটি দেখে অনেক যুগোপযোগী বলে মনে হয়েছে।

  3. বর্তমান জেনারেশন এর জুবক জুবতিদের যে অবস্থা তাদের জন্য এই পোস্ট টি খুবই ভালো একটি নির্দেশনা হবে

  4. My relatives all the time say that I am killing
    my time here at net, but I know I am getting knowledge every day
    by reading thes pleasant articles or reviews.

  5. I am curious to find out what blog platform you happen to be working with?
    I’m having some small security problems with my latest site and I would like to find something more safe.
    Do you have any suggestions?

  6. When I initially commented I seem to have clicked on the -Notify me when new comments are
    added- checkbox and now each time a comment is added I receive 4
    emails with the same comment. Is there a means you are able to remove me from that service?
    Appreciate it!

  7. Very nice article, just what I was looking for.

  8. Just desire to say your article is as surprising.

    The clarity for your submit is just cool and i can suppose you are an expert on this subject.
    Fine with your permission let me to take hold of your feed to keep up to date with imminent post.
    Thank you a million and please carry on the
    enjoyable work.

  9. Thank you for sharing your info. I really appreciate your efforts and I am
    waiting for your further post thank you once again.

  10. When someone writes an article he/she maintains
    the plan of a user in his/her brain that how a user can know it.
    Thus that’s why this piece of writing is amazing.
    Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *