আমেরিকা ভিসা পাওয়ার যোগ্যতা ও ক্যাটাগরি

সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি।

আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ আমেরিকা ভিসা পাওয়ার যোগ্যতা

লেখা নিয়ে। এই লেখা টি আপনাদের জন্য অনেক তথ্যবহুল হতে যাচ্ছে । তাই ধৈর্যসহকারে প্রথম থেকে

শেষ পর্যন্ত লেখাটা পড়ার অনুরোধ রইল। আর এটার মাধ্যমে আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন

করব আমেরিকা যাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে? এই দেশের সরকারকর্তৃক কত প্রকারের ভিসা সার্ভিস

চালু রয়েছে। এছাড়াও বিস্তারিত আলোচনা করব আমেরিকায় ভিজিট ভিসায় যাওয়ার জন্য কত খরচ হয়।

আর এ সকল তথ্য পাওয়ার জন্য আমাদের আমেরিকা ভিসা পাওয়ার যোগ্যতা লেখাটির  সাথেই থাকুন

শেষ পর্যন্ত।

আমেরিকা ভিসা ক্যাটাগরি

আমেরিকা ভিসা ক্যাটাগরি- প্রতিটা দেশেরই তাদের নির্দিষ্ট অভিবাসন আইন রয়েছে। আর সেই

আইনের আওতায় তারা ভিসা প্রদান করে থাকেন বিভিন্ন ক্যাটাগরিতে। এক্ষেত্রে আমেরিকাও তার

ব্যতিক্রম নয়। আপনি যদি আমেরিকাতে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন তবে যেকোনো একটি

ক্যাটাগরির ভিসায় আপনাকে যেতে হবে। আর তাই আপনাকে কোন একটি ক্যাটাগরি অনুযায়ী আবেদন

করতে হবে। কারণ এখানে দেখা যায় প্রতিটা ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন ধরনের যোগ্যতার প্রয়োজন হয়। তাই

এই দেশটিতে যাওয়ার জন্য সেই ক্যাটাগরি ‍গুলো জানা খুবই জরুরী। আর সেই সকল ভাগ গুলো নিম্নরূপ-

USA এর Visa কে সাধারনত দুটো ভাগে ভাগ করা হয়েঃ ১. Nonimmigrant visas. ২. Immigrant visas.

Nonimmigrant visas  এই ধরনে ক্যাটাগরিতে যে সকল বিষয় রয়েছে তা নিম্নোক্ত উপস্থাপন করা হলো-

 SLPurpose of TravelVisa Category
1Athlete, amateur, or professional (competing for prize money only)B-1
2Au pair (exchange visitor)J
3Australian professional specialtyE-3
4Border Crossing Card: MexicoBCC
5Business visitorB-1
6CNMI-only transitional workerCW-1
7CrewmemberD
8Diplomat or foreign government officialA
9Domestic employee or nanny – must be accompanying a foreign national employerB-1
10The employee of a designated international organization or NATO  G1-G5, NATO
11
Exchange visitor
J
12Foreign military personnel stationed in the United StatesA-2,NATO1-6
13Foreign national with extraordinary ability in Sciences, Arts, Education, Business, or AthleticsO
14Free Trade Agreement (FTA) Professional:H-1B1 – Chile
15Chile, SingaporeH-1B1 – Singapore
16International cultural exchange visitorQ
17Intra-company transfereeL
18Medical treatment, visitor forB-2
19Media, journalistI
20NAFTA professional worker: Mexico, CanadaTN/TD
21Performing athlete, artist, entertainerP
22PhysicianJ, H-1B
23Professor, scholar, teacher (exchange visitor)J
24Religious workerR
25Specialty occupations in fields requiring highly specialized knowledgeH-1B
26Student: academic, vocationalF, M
27Temporary agricultural workerH-2A
28Temporary worker performing other services or labor of a temporary or seasonal nature.H-2B
29Tourism, vacation, pleasure visitorB-2
30Training in a program not primarily for employmentH-3
31Treaty trader/treaty investorE
32Transiting the United StatesC
33Victim of Criminal ActivityU
34Victims of Human TraffickingT
35Nonimmigrant (V) Visa for Spouse and Children of a Lawful Permanent Resident (LPR)V
36Renewals in the U.S. – A, G, and NATO Visas

Immigrant visas আর এই ক্যাটাগরির আওতায় যে সকল বিষয় রয়েছে তা হচ্ছে নিম্ন রূপ।

তবে আপনি যদি উপরোক্ত যে কোন ভিসা সম্পকে বিস্তারিত জানতে চান তবে আপনাদের সুবিধার জন্য

লেখার নিচে লিংক শেয়ার করা হলো সেখানে গেলে এই সকল ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে

পারবেন।

আমেরিকা ভিসা পাওয়ার যোগ্যতা

আমেরিকা ভিসা পাওয়ার যোগ্যতা- যদি চাইলেই ভিসা পাওয়া যাইত, তবে পৃথিবীর অন্যতম সুন্দর এই

দেশটিতে সবাই যেত । কারণ সেখানে যাওয়ার পর যদি আপনি স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে যান,

তবে আপনার জীবনে আর কোন চিন্তা নেই। আল্লাহর অশেষ রহমতে আপনি সেখানে সুখে শান্তিতে

বসবাস করতে পারবেন। কিন্তু সেই দেশের সরকার সবাইকে তাদের দেশে গমন ও বসবাস করার সুযোগ

প্রদান করে না। সেখানে শুধু যোগ্যতার ভিত্তিতেই বসবাস ও ভ্রমণ করার সুযোগ দেওয়া হয়ে থাকে। আর

সেই ক্ষেত্রে ভিসার ক্যাটাগরী অনুযায়ী যোগ্যতাও ভিন্ন হয়ে থাকে। তাই এখানে শুধু কমন কিছু যোগ্যতার

বিষয়ে আলোচনা করব। যে যোগ্যতাগুলো বিশেষ করে সবগুলো ক্যাটাগরির বিষয় লক্ষণীয়। যেগুলো

থাকলে আপনি সেখানে যেতে পারবেন-

অপনি যদি Nonimmigrant visas নিয়ে সেখানে যেতে চান তবে এক ধরনের যোগ্যতা লাগেবে । আবার Immigrant visas নিয়ে যাওয়ার জন্য আরেক ধরনের যোগ্যতা লাগবে।

Nonimmigrant visas এর যোগ্যতাঃ

যদিও কোন জায়গায় এই ধরনের কোন নিয়ম এর বিষয়ে সেই দেশের ইমিগ্রেশন উল্লেখ করে নাই। তবুও

বলা যায় তারা যে ধরনের মানদন্ড বিবেচনায় সেখানে যাওয়ার অনুমোধন দিয়ে থাকে তা মূলত নিম্নোক্ত

বিষয় গুলোর ভিত্তিতেই করা হয়ে থাকে। তাই বলা যায় নিম্নোক্ত বিষয় যদি কারো থাকে তবে তার ভিসা

পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

  • তার যুক্তরাষ্ট্র ভ্রমণের উদ্দেশ্য ব্যবসা/দাপ্তরিক কাজকর্ম, বিনোদন অথবা চিকিৎসা;
  • তিনি নির্দিষ্ট, সীমিত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা করছেন;
  • যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের খরচ বহনের যথেষ্ট তহবিল থাকার পক্ষে প্রমাণ;
  • বিদেশে জোরালো সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক থাকার পক্ষে প্রমাণ; এবং
  • যুক্তরাষ্ট্রের বাইরে তাঁদের বাড়িঘরসহ আরও সম্পর্কের বিষয় রয়েছে, যা ভ্রমণ শেষে তাঁদের নিজ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করবে।

Immigrant visas এর ক্ষেত্রে যোগ্যতা

যদিও এই ধরনের ভিসার ক্ষেত্রে তেমন একটা যোগ্যতার প্রয়োজন হয় না। তবে আপনি সেখানে যে

আপনাদের জন্য আবেদন করেছে তার সব কিছু ঠিক থাকলে আপনি সহজেই সেখানে যেতে পারবেন।

আর তার মধ্যে নিম্নোক্ত বিষয় গুলো হলো প্রধানঃ

  • যে আপনার জন্য সেখানে আবেদন করেছে সে ঐ দেশের পাসপোর্ট ধারী হতে হবে।
  • তার নির্দিষ্ট একটি ঠিকানা থাকতে হবে।
  • মাসে ভালো অংকের আয় রোজগার থাকতে হবে।
  • তার বিরুদ্ধে কোন প্রকার মামলা থাকা যাবেনা ইত্যাদি।

আমেরিকা ভিজিট ভিসা খরচ

আমেরিকা ভিজিট ভিসা খরচ-  বিভিন্ন কারণে অনেকেরই আমেরিকা ভিজিট করার প্রয়োজন অনুভব

করে থাকেন। বিশেষ করে বিভিন্ন মিটিং, বা সেখানে সুন্দর জায়গা পরিদর্শনের করার জন্য। আবার

অনেকেই মার্কেট করার জন্যও সেখানে গিয়ে থাকেন। আবার কেউ কেউ তাদের আত্মীয়-স্বজনের সাথে

দেখা করার জন্য সেখানে যায় । তাই তারা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকে, আমি আমেরিকা

যেতে চাই কিন্তু সে ক্ষেত্রে আমার ভিজিট ভিসার খরচ কত হবে ? তবে সাধারণত দেখা যায় কেউ যদি

বিদেশে যেতে চায় সেখানে এর ধরনের উপর নির্ভর করে খরচটা। তবে সাধারণত দেখা যায় নিম্নোক্ত

পরিমাণ খরচ হয়ে থাকে- 160 USD. তবে ধরন ভেদে কিছুটা ভিন্ন হতে পারে। ( এখান থেকে বিস্তারিত দেখতে পারেন)

আমেরিকা ভিসা পাওয়ার যোগ্যতা এর শেষ উক্তি

আশা করি উপরোক্ত আমেরিকা ভিসা পাওয়ার যোগ্যতা লেখাটির মাধ্যমে  যে তথ্য শেয়ার করা হয়েছে,

সেই  বিষয়গুলো অনেক কাজে লাগবে । এই প্রত্যাশা নিয়েই শেষ করতে যাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ

লেখাটির। আপনাদের সুবিধার জন্য বিদেশের ব্যাপারে যত তথ্য আছে আমরা সব সময় আপনাদের সাথে

শেয়ার করে থাকি সবার আগে। আপনি ইচ্ছে করলে আমাদের সাথে থেকে, সেই তথ্যগুলোও আপডেট

জানতে পারবেন। আমেরিকায় যাওয়ার বিষয়ে আরো অনেকগুলো লেখা আছে । যেগুলোর লিঙ্ক আমি

নিচে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম। আজকের এই লেখাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার

করবেন। আর খারাপ লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। এ ছাড়াও অন্য কোন বিষয়ে জানার আগ্রহ

থাকলে আমাদের কাছে লিখবেন। আমরা খুব শীঘ্রই সে বিষয়টি আপনাদের জানিয়ে দিব। ধন্যবাদ প্রথম

থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমেরিকা ভিসা পাওয়ার যোগ্যতা  পড়ার জন্য । ভাল থাকুন সুস্থ

থাকুন আল্লাহ হাফেজ।

আরো কিছু গুরুত্বপূর্ণ লেখাঃ

আমেরিকা ভিজিট ভিসা প্রেসিসিং ধাপ সমহ

আমেরিকা ভিজিট ভিসা প্রসেসিং

ফ্যামিলি ভিসার খরচ ইতালির

আমেরিকার ইমিগ্রেশন ভিসা

আমেরিকা ভিজিট ভিসা পাওয়ার যোগ্যতা

ইতালির ভ্রমণ ভিসার জন্য খরচ

আমেরিকা ভিজিট ভিসা পেতে কি কি কাগজ পত্র বা ডকুমেন্ট লাগে

আমেরিকা ভিসা ইন্টারভিউ

ইতালিতে বেতন কত?

আমেরিকা ভিজিট ভিসা পাওয়ার যোগ্যতা

আমেরিকা ভিজিট ভিসা প্রসেসিং

ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আপডেট

আমেরিকার ইমিগ্রেশন ভিসা

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *