আয়ারল্যান্ড জব সাইট ও বেতন কত : আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি আপনাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় । বিশেষ করে যে সকল ভাই ও
বোনেরা আয়ারল্যান্ডে চাকুরির জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপকারি হবে। আর সেই বিষয় গুলো আয়ারল্যান্ডে জব সাইট এবং আয়ারল্যান্ডের বেতন কত ? এই বিষয় গুলো জানতে পারলে আপনি
আয়ারল্যান্ডে আপনার জন্য আশা খুবই সহজ হবে । আর এই সকল বিষয় গুলো জনার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়তে থাকুন।
আয়ারল্যান্ড জব সাইট
আয়ারল্যান্ড জব সাইট : আপনি যদি আয়ারল্যান্ডে যেতে চান তবে আপনার জন্য এই জব সাইটি হবে খুবই গুরুত্বপূর্ণ তবে অনেকেই শুধু এই তথ্য না জানার কারণে বিদেশ যাওয়া তাদের জন্য অনেক কঠিন
হয়ে যায়। তাই আমি আপনাদের সেই কঠিন কাজকে সহজ করার জন্য এখানে বিস্তারিত আলোচনা করবো আয়ারল্যান্ডের জব সাইটি ও তা আপনি কিভাবে ব্যবহার করবেন কিভাবে সেখানে গিয়ে আবেদন করবেন এই সকল বিষয় বিস্তারিত। প্রথমে আপনাকে এই জব সাইটে গিয়ে আপনাকে একাউন্ট করতে হবে তার পর সেখানে আপনাকে একটি তাদের দেয়া ফরমেট অনুযায়ী একটি সিভি তৈরী করতে হবে। তার পর সেখানে
দেয়া জব সার্কুলার দেখে আপনার পূর্ব কাজের অভিজ্ঞতা অনুযায়ী সেই কাজে আপনার চাকুরির জন্য আবেদন করবেন। তবে যদি কোন কারণে আপনার কোন কাজের অভিজ্ঞতা না থাকে তবে আপনি চেষ্টা
করবেন যে কাজ গুলো দক্ষতা না থাকলেও চলে বা করা যায় সেই কাজের জন্য আবেদন করা। যেমন উদাহরণ হিসেবে বলা যায় ক্লিনিয়ার , হেলপার এই সকল জব গুলোতে নিজে আবেদন করতে পারেন। তবে
আপনাদের সর্তকতার জন্য বলা আপনি যদি কোন কাজে দক্ষ হোন তবেই আপনার চাকুরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে । অন্যথায় আপনার চাকুরি পাওয়ার সম্ভবনা কম থাকে । তবে যাদের পূর্ব অভিজ্ঞতা
নাই হতাশ হওয়ার কারণ নেই অনেকেই নতুন হওয়া সত্ত্বেও চাকুরি পাচ্ছে। আর আপনার চাকুরির জন্য নিচের লিংকে ক্লিক করে সকল প্রক্রিয়া সম্পন্ন করুন দেখবেন আল্লাহর রহমতে চাকুরি হবে। তবে বলে
রাখা ভালো একটি দুটি আবেদন করেই হাপিয়ে যাবেন না। ধৈর্য নিয়ে বার বার চেষ্টা করতে থাকুন।
আয়ারল্যান্ড জব সাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন ।
আয়ারল্যান্ড বেতন কত
আয়ারল্যান্ড বেতন কত : আমাদের কাছে অনেকেই প্রশ্ন করতে থাকেন আমি এই দেশটিতে যেতে চাই
তবে সেক্ষেত্রে আমার বেতন কত হবে। আর আমি কি ধরনের চাকুরি পাবো। কারণ আপনি যদি এই
দেশটিতে যেতে চান তবে কত বেতন হবে এই বিষয়টি পরিস্কার করে বলা খুবই কঠিন কারণ হিসেবে দেখা
যায় কাজের ধরণ ও কম্পানির সুযোগ সুবিধা অনুযায়ী বেতন নির্ভর করে । তাই আজকে আমি আপনাদের
সাথে শেয়ার করবো এই দেশটিতে কয়েকটি পেশার কাজের মুজুরি যাতে করে আপনাদের একটা ধারণা
হতে পারে আপনি যদি এই দেশটিতে আসেন তবে আপনার কত মুজুরি হতে
পারে। সাধারণত দেখা যায় এই দেশটিতে ঘন্টা হিসেবে মুজুরি প্রদান করা হয়। তাই আপনি যে কাজেই
অংশগ্রহন করুন আপনাকে তারা নূন্যতম ঘন্টা হিসেবে বেতন প্রদান করবে। কয়েকটি পেশার বেতন
আপনাদের সাথে শেয়ার করা হলো যেমন – একজন হিসাব রক্ষকের বেতন বছরে =৫২১১৭ ইউরো।
একজন সিভিল ইন্জিনিয়ারের বেতন বছরে -৪৫৯৪৭ ইউরো। যারা রাজমিস্ত্রির কাজ করবে তাদের গড়ে প্রতি
৩৬ মাসে বেতন হবে – ৩৭১০৭ ইউরো। ৪৫৩৩৭ ইউরো বেতন হবে বছরে একজ নার্সের । যারা বিভিন্ন
রেস্টুরেন্টে কাজ করবেন এই জায়গায় কয়েক ধরনের বেতন আছে তবে ধরে নেয়া যায় সেফদের বেতন
বেশি তাই আপনার কাজের ধরণ বুঝে এই জায়গাতে বেতন হবে বছরে ২৩০০ থেকে ৪৩০০ ইউরো।
এছাড়াও আপনি যদি কোন বিশেষ পেশার বেতন জানতে চান তবে আমাদের কাছে লিখতে পারেন । আমি
আপনাকে সেই পেশার বেতন জানিয়ে দিব ।
আয়ারল্যান্ড জব সাইট ও বেতন কত এর শেষ উক্তি
আয়ারল্যান্ড জব সাইট ও বেতন কত এর শেষ উক্তি : আশাকরি উপরোক্ত বিষয় গুলো জানার পর এই
দেশটিতে প্রবেশ করা আপনার জন্য অনেক সহজ হবে। তাই আপনার বিদেশ যাত্রা শুভ হোক এই প্রত্যাশা
নিয়েই এখানে শেষ করতে চাচ্ছি । আমাদের এই সাইটে বিদেশের বিষয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে
লেখা আছে আপনি ইচ্ছে করলে সেই লেখা গুলো পড়তে পারেন । আশাকরি সেই লেখা গুলো আপনাদের
অনেক বেশি উপকারে আসবে। আর আপনাদের সুবিধার জণ্য নিচে সেই লিংক আপনাদের সাথে শেয়ার
করা হলো। প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
একই বিষয়ে পড়তে পারেনঃ
- আয়ারল্যান্ড কাজের ভিসায় যাওয়ার সহজ উপায়
- আয়ারল্যান্ড পড়াশোনা
- আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা
- আয়ারল্যান্ডের স্কলারশিপ
- পর্তুগাল স্টুডেন্ট ভিসা
- অস্ট্রেলিয়া যেতে কত সময় লাগে
- সরকরিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার উপায়
- অস্ট্রেলিয়া শ্রমিকের বেতন
- কাতারে কোন কাজের চাহিদা বেশি।
- সিংঙ্গাপুরে কোন কাজের চাহিদা ও বেতন বেশি।
- কানাডায় কোন কাজের চাহিদা বেশি।
- আয়াল্যান্ডে জব ভিসায় যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস