বিদেশ থেকে কয়টি মোবাইল আনা যাবে : সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই বিদেশ থেকে
কয়টি মোবাইল আনা যাবে এই লেখাতে। আমাদের কাছে অনেকেই জানতে চায় আমি বর্তমানে বিদেশ
থেকে দেশে যেতে চাচ্ছি কিন্তু বাড়িতে ব্যবহার করার জন্য বা আত্নীয় স্বজনের জন্য কতগুলো মোবাইল
একসাথে নিয়ে আসতে পারবো। তার জন্য কোন প্রকার ট্যাক্স দিতে হবে কিন? এয়ারপোর্ট কোন ধরনের
সমস্যা করবে কিন? ইত্যাদি বিষয়গুলো আমাদের কাছে জানতে চান। আর তাই অমার এই লেখাটি প্রথম
থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন তাহলেই জেনে নিতে পারবেন। এই সকল বিষয়ে বিস্তারিত।
বিদেশ থেকে কয়টি মোবাইল আনা যাবে
বিদেশ থেকে কয়টি মোবাইল আনা যাবে: এখানে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো
আপনি বিদেশ থেকে আসার সময় সাথে করে বা আপনার লাগেজে কয়টি মোবাইল এক সাথে নিয়ে আসতে
পারবেন সেই সকল বিষয়ে বিস্তারিত। এর সাথে আরো আলোচনা করবো আপনি যদি ব্যবসা করার জন্য
মেবাইল নিয়ে আসতে চান তবে আপনাকে কি করতে হবে । কি কি কাগজ পত্র সাথে করে নিয়ে আসতে
হবে । কোন ধরনের মোবাইল আনতে পারবেন সকল বিষয়ে বিস্তারিত। আর এর জন্য এই লেখাটি বিস্তারিত
পড়তে থাকুন।
সাধারণত দেখা যায় আপনি যখন বিদেশ থেকে আসবেন তখন আমদানীর অনুমোধন ছাড়া ৮ টা মোবাইল
নিজের ব্যবহার করার উদ্দেশ্য সাথে করে নিয়ে আসতে পারবেন। তবে এক্ষেত্রে দেখা যায় আপনি ২ টার
জন্য কোন প্রকার ট্যাক্স দিতে হবে না। বাকি গুলোর জন্য ৩৫ % হারে ট্যাক্স প্রদান করতে হবে। এছাড়াও
আপনি যদি আমদানীর উদ্দেশ্য দেশে মোবাইল নিয়ে আসতে চান তবে তা ভিন্ন কথা। সে ক্ষেত্রে আপনাকে
আমাদী রপ্তানি যে প্রক্রিয়া রয়েছে তা সম্পন্ন করে আপনার ইচ্ছে মত যত খুশি ততগুলো মোবাইল সাথে
করে দেশে নিয়ে আসতে পারবেন সে ক্ষেত্রে কোন প্রকার বাঁধা থাকবেনা।
বিদেশ থেকে কোন কোন ব্রান্ডের মোবাইল আনা যায়
বিদেশ থেকে কোন কোন ব্রান্ডের মোবাইল আনা যায়: অনেকেই প্রশ্ন করে থাকেন আমি বিদেশ
থেকে আসার সময় সাথে করে মোবইল নিয়ে আসতে চাই। তবে সেই ক্ষেত্রে কোন কম্পানি বা কোন ব্রান্ডের
মোবাইল সাথে করে আনা যাবে আর কোন গুলো আনা যাবেনা। এই ধরনের প্রশ্ন গুলো আমাদের কাছে
প্রতিনিয়ত করে থাকেন আর তাই তাদের উদ্দেশ্য এখানে বলা আপনি বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত
এয়ারপোর্ট আইন অনুযায়ী যে কোন ব্রান্ডের বা কম্পানির ২ মোবাইল শুল্ক মুক্ত আনতে পারবেন। আর
আপনি আমদানী রপ্তানির অনুমোধন ব্যাতিত সর্বোচ্চ ৮ টি মোবাইল যে কোন কম্পানির আনতে পারবেন
তবে সে ক্ষেত্রে ২ টি ব্যাতিত বাকি গুলোর জন্য ট্যাক্স প্রদান করতে হবে।
(ট্যাক্স ছাড়া কতটুকু স্বর্ণ বিদেশ থেকে আনা যায় জানতে এখানে ক্লিক করুন )
মোবাইল আনার জন্য কিভাবে ট্যাক্স প্রদান করতে হয়
মোবাইল আনার জন্য কিভাবে ট্যাক্স প্রদান করতে হয়: আপনি যদি বিদেশ থেকে সাথে করে দুয়ের
অধিক আটটি পর্যন্ত মোবাইল সাথে করে আনতে চান তবে সেক্ষেত্রে কিভাবে আনতে পারেন বা সেই
প্রক্রিয়াটি কিভাবে করতে হবে। সাধারণত দেখা যায় এই বিষয়টি অনেকের কাছেই জানা নেই তাই তারা
নিজেদের প্রয়োজনীয় মোবাইলটি আনতে পারেনা। আবার অনেক সময় দেখা যায় অনেক প্রতারক
ইমিগ্রেশন অফিসার এই সুযোগে মোবাইল বা দামি মালামাল যব্ধ করার কথা বলে তারা রেখে দেয় বা
প্রতারিত করে মাল তারা নিয়ে যায়। তাই যারা বিদেশ থেকে স্বর্ণ বা মোবাইল নিয়ে আসতে চান তাদের জন্য
এই বিষয় গুলো জানা খুবই জরুরী যে আপনি সাথে করে সর্বোচ্চ কত গুলো মোবাইল নিয়ে আসতে
পারবেন আর তার জন্য কিভাবে ট্যাক্স প্রদান করতে হবে। আপনি যখন দুয়ের অধিক মোবাইল সাথে করে
নিয়ে আসবেন তখন দুটো ব্যাতিত বাকি গুলোর জন্য ৩৫% হারে ট্যাক্স প্রদান করবেন আর এর জন্য সাথে
ক্রয় রশিদ রাখবেন এবং এয়ারপোর্টে সবুজ চেকপোষ্ট দিয়ে বের না হয়ে লাল গেটে গিয়ে নিজের কাজে যে
মালামাল ট্যাক্স প্রদান করতে হবে তার জন্য ব্যাংকে টাকা দিয়ে রশিদ নিয়ে ইমিগ্রেশন অফিসারকে দিলেই
আপনার কাজ শেষ।
( কতটুকু স্বর্ণ বিদেশ থেকে সাথে করে নিয়ে আসতে পারবেন লেখাটি পড়তে এখানে ক্লিক করুন )
বিদেশ থেকে কয়টি মোবাইল আনা যাবে এর শেষ কথা
বিদেশ থেকে কয়টি মোবাইল আনা যাবে এর শেষ কথা: আশাকরি উপরোক্ত তথ্য গুলো আপনাদের
অনেক উপকারে আসবে। এছাড়াও যদি আরো কোন বিষয়ে আপনাদের জানার প্রয়োজন থাকে তবে
আমাদের কাছে প্রশ্ন করতে পারেন । পরবর্তীতে সেই প্রশ্নের উত্তর প্রদানের মাধ্য আপনাদের জানিয়ে দিব।
প্রতিনিয়ত বিদেশের বিষয়ে আপডেট তথ্য পেতে আমাদের সাথেই থাকুন আর জেনে নিন প্রতিদিনের সকল
আপডেট তথ্য । প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আরো কিছু প্রয়োজনীয় লেখা পড়তে
বিদেশ থেকে স্বর্ণ আনার নতুন নিয়ম
কতটুকু সোনা বিদেশ থেকে আনা যায়?