আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলব জার্মানির দেশ ও মুদ্রার নাম কি এই সম্পর্কে। আশা করি সকলেই ভাল আছেন। আপনারা
যারা জার্মান যেতে ইচ্ছুক তারা অবশ্যই এই লেখাটি পড়ুন।এই লেখাটি থেকে আপনারা আরও জানতে পারবেন জার্মানির রাজধানীর নাম কি, জার্মানি
প্রধানমন্ত্রীর নাম কি ও জার্মানি মুদ্রার নাম কি এই সকল বিষয়। তাই যারা জার্মান দেশ সম্পর্কে জানতে চান তারা আমার এই জার্মান দেশ ও মুদ্রার নাম
কি লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন। আশাকরি এই লেখাটি থেকে আপনারা জার্মানি সম্পর্কে সবকিছু জানতে পারবেন। নিম্নে
বিস্তারিত আলোচনা করা হলো।
জার্মানি দেশ
জার্মানি দেশ: জার্মানি হল মধ্য ইউরোপের একটি বড় রাষ্ট্র। ইউরোপ এর প্রধান অন্যতম শিল্পোন্নত দেশ। এই দেশ ১৬ টি রাজ্য নিয়ে গঠিত একটি
সংযুক্ত ইউনিয়ন ।মধ্য ইউরোপের ও পশ্চিম ইউরোপের একটি দেশ ।এই দেশটির উত্তর সীমান্তে উত্তর সাগর ও বাল্টিক সাগর মাঝখানে এবং দক্ষিনে
আল্পস পর্বতমালা মাঝখানে অবস্থিত। জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ড ও চেকপ্রজাতন্ত্র, পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবুর্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস,
উত্তর সীমান্তে ডেনমার্ক এবং দক্ষিণ সীমান্তে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড অবস্থিত। জার্মানির ইতিহাস জটিল এবং সংস্কৃতি সমৃদ্ধ, তবে ১৮৭১ সালের আগে
এটি কোন একক রাষ্ট্র ছিল না। ১৮১৫ সাল থেকে ১৮৬৭ সাল পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং ১৮০৬ সালের আগে এটি অনেকগুলি স্বতন্ত্র ও
আলাদা রাজ্যের সমষ্টি ছিল। আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম দেশ।
জার্মানির রাজধানীর নাম কি?
জার্মানির রাজধানীর নাম কি: ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল শহর হিসেবে গড়ে তোলা হয় জার্মানির রাজধানী বার্লিন কে। জার্মানির ১৬ টি
অঙ্গ রাজ্যের মধ্যে বার্লিন হচ্ছে একটি । ব্র্যান্ডেনবুর্গ রাজ্য দ্বারা বেষ্টিত এবং ব্র্যান্ডেনবার্গের রাজধানী পটসড্যামের সাথে সংলগ্ন। বার্লিন শহর এলাকা যার
জনসংখ্যা প্রায় ৪.৫ মিলিয়ন। জার্মানির দ্বিতীয় জনবহুল শহর বার্লিন। বার্লিন সংস্কৃতি, রাজনীতি, মিডিয়া এবং বিজ্ঞানের একটি বিশ্ব শহর। বার্লিন বিমান
ও রেল ট্রাফিকের জন্য একটি মহাদেশীয় কেন্দ্র হিসাবে কাজ করে এবং একটি অত্যন্ত জটিল পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক রয়েছে। মহানগরী একটি
জনপ্রিয় পর্যটন কেন। বার্লিনে তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে: জাদুঘর দ্বীপ, পটসডাম এবং বার্লিনের প্রাসাদ ও পার্ক এবং বার্লিন আধুনিকতা
হাউজিং এস্টেট। অন্যান্য ল্যান্ডমার্কগুলির মধ্যে রয়েছে ব্র্যান্ডেনবার্গ গেট, রাইখস্ট্যাগ বিল্ডিং , পটসডামার প্লাটজ,ইউরোপের নিহত ইহুদিদের স্মৃতিসৌধ
,বার্লিন প্রাচীর সৃতিশোধ, ইস্ট সাইট গ্যালারি,বার্লিন বিজয় কলাম, বার্লিন ক্যাথিড্রাল এবং বার্লিন টেলিভিশন টাওয়ার। জার্মানির সবচেয়ে উঁচু কাঠামো।
বার্লিনে অসংখ্য জাদুঘর, গ্যালারি, লাইব্রেরি, অর্কেস্ট্রা এবং ক্রিয়া ইভেন্ট রয়েছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল গ্যালারি বোড মিউজিয়াম, পারগামন,
মিউজিয়াম , জার্মান ঐতিহাসিক যাদুঘর ,ইহুদি যাদুঘর . বার্লিন , প্রাকৃতিক ইতিহাস যাদুঘর , হামবোল্ট ফোরাম. বার্লিন স্টেট লইব্রেরি . বার্লিন
ফিলহারমোনিক এবং বার্লিন ম্যারাথন।
জার্মানির প্রধানমন্ত্রীর নাম কি?
সংযুক্ত জার্মানি প্রজাতন্ত্রীর চ্যান্সেলর হচ্ছে দেশের সরকার প্রধান । জার্মানির রাষ্ট্রপ্রধান হল রাষ্ট্রপতি জেনি বুনডেসটাগ ও প্রত্যেক রাষ্ট্রের সমসংখ্যক
প্রতিনিধি নিয়ে গঠিত সম্মিলিত সাভার দ্বারা নির্বাচিত হন। জার্মানির সরকার ব্যবস্থায় সরকার প্রধান হলো চ্যান্সেলর বর্তমানে আঙ্গেলা মের্কেল যিনি
সংসদীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রীর মত বিশেষ ক্ষমতা পেয়ে থাকেন। ফেডারেল আইন তৈরীর ক্ষমতা থাকে বুনডেসটাগ ও বুনডেসটারি নামে সংসদের দুইটি
সভার মধ্যে যারা মিলিতভাবে একটি অদ্বিতীয় আইন প্রণয়নকারী পরিষদ তৈরি করে। বুনডেসটাগ সরাসরি নির্বাচনের মাধ্যমে গঠিত হয় অপরদিকে
বুনডেসটাগ হলো ১৬ টি ফেডারেল রাষ্ট্রের সরকারের প্রতিনিধি ।প্রত্যেকটি রাজ্যের সরকার তাদের প্রতিনিধি নিয়োগ ও অপসারণ এর ক্ষমতা রাখে।
১৯৪৯ সাল থেকে জার্মানির প্রধান রাজনৈতিক দল হল খ্রিষ্টান ডেমোক্রেটিক ইউনিয়ন ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব জার্মানি।তাছাড়াও মুক্ত
গণতান্ত্রিক দল নামে একটি ছোট রাজনৈতিক দল রয়েছে ।
জার্মানির মুদ্রার নাম কি?
জার্মানি মুদ্রার নাম কি: জার্মানি মুদ্রার নাম হলো ইউরো ।ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের মুদ্রা। বর্তমানে ইউরোপের ২২ টি দেশে
ব্যবহৃত হচ্ছে। ১৯৯৯ সালে ইউরোপের কয়টি দেশে ইউরো প্রথমদিকে ব্যবহার শুরু করে। পরবর্তীতে ইউরোপের অন্য দেশে ইউরো মুদ্রা ব্যাবহার
করতে শুরু করে। ইউরো মুদ্রা ৭ ধরনের নোট নিয়ে গঠিত। নোটের মূল্য যত বেশি আকার তত বড়।
জার্মানি দেশে শেষ কথা
পরিশেষে সবাইকে শুভেচ্ছা, জানিয়ে শেষ করছি আজকের জার্মানি দেশ ও মুদ্রার নাম কি লেখাটি। এটি সুন্দর একটি তথ্যমূলক লেখা। আশা করি
উপরোক্ত লেখাগুলো অনেকের উপকারে আসবে। এর পরও যদি আপনাদের আরো কোন বিষয় জানা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আমরা তার উত্তর দিয়ে আপনাকে সেই বিষয়টি জানিয়ে দেব। আমরা বিদেশের ব্যাপারে সব সময় সব ধরনের তথ্য দিয়ে থাকি। তাই আপনাদের কোন
তথ্য জানার থাকলে আমাদের সাথে থাকুন।নিম্নে আরো কিছু লেখার লিংক দেওয়া হল। প্রয়োজন মনে করলে সেগুলো পড়তে পারেন। আশা করি কাজে
লাগবে। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত জার্মানি দেশ ও মুদ্রার নাম কি লেখাটি মনোযোগ সহকারে পড়ার জন্য।
একই জাতীয় আরো লেখা :
- দুবাই ড্রাইভিং ভিসা বেতন কত?
- দুবাই হাউজ ড্রাইভার নিয়োগ ২০২৩
- দুবাই সিকিউরিটি গার্ড কোম্পানি ২০২৩
- দুবাই যেতে কত টাকা লাগে?
- দুবাই যেতে কত বছর বয়স লাগে ২০২৩?
- দুবাই কাজের সন্ধান
- দুবাই কাজের ভিসা ২০২৩
- দুবাই সর্বনিম্ন বেতন কত?
- দুবাই বা আরব আমিরাতে কোন কাজের চাহিদা বেশি
- কুয়েত খাদেম ভিসা।
- কুয়েত কোম্পানি ভিসা ২০২২।
- কুয়েত জব ভিসা।
- কুয়েত হোটেল ভিসা।
- কুয়েত মসজিদের হারেজ ভিসা।
- কুয়েত কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি
- মালয়েশিয়া কাজের ভিসা-২০২২
- মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
- সৌদি ভিসা প্রসেসিং
- সৌদি আরব ভিসা চেকিং
- সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
- কাতারে কোন কাজের চাহিদা বেশি।
- সিংঙ্গাপুরে কোন কাজের চাহিদা ও বেতন বেশি।
- কানাডায় কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি
- সৌদি আরব ভিসা কত প্রকার
- কুয়েত মাজরা ভিসা।