আমেরিকা ভিসা ইন্টারভিউ দেয়ার সহজ কৌশল

আমেরিকা ভিসা ইন্টারভিউ– স্বপ্ন যখন কাছে এসেও ধরা দেয় না, তখন মনে থেকে যায় শুধু হতাশা। আর

এই ধরনের হতাশায় নিমজ্জিত হয়ে অনেকেই জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। আর তার নাম হচ্ছে

আমেরিকার ভিসা ইন্টারভিউ। অনেকেই কলেজ বা ইনভারসিটিতে স্পন্সর পাওয়ার পরেও শুধু

ইন্টারভিউতে নিজেকে ভালোভাবে উপস্থাপন না করার ফলে, দেখা যায় তাদের আবেদন রিফিউজ হয়ে

গেছে। তাই আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু টিপস নিয়ে আলোচনা করব। যেই টিপসগুলো

অনুসরণ করলে আপনি খুব সহজেই ইন্টারভিউতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, এবং

সেইসাথে কোন কোন বিষয়গুলো আপনি লক্ষ রাখলে ভিসা পাওয়ার ক্ষেত্রে সহজ হবে সেই বিষয়গুলো

নিয়ে আলোচনা করব । আর এর জন্য আমাদের এই আমেরিকা ভিসা ইন্টারভিউ  লেখার সাথেই থাকুন।

আমেরিকা ভিসা ইন্টারভিউ টিপস/সহজ কৌশল

আমেরিকা ভিসা ইন্টারভিউ টিপস/সহজ কৌশল- যদিও দেখা গেছে ইউরোপের অন্যান্যদেশগুলোতে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আপনার কাগজপত্র হচ্ছে প্রধান বিষয়। কারণ সেই সব দেশে

কাগজপত্র তারা বেশি যাচাই-বাছাই করে থাকে। তবে আমেরিকার ক্ষেত্রে হচ্ছে ভিন্ন পদ্ধতি, তারা মূলত

ইন্টারভিউকে প্রাধান্য দিয়ে থাকে। এর পরবর্তীতে তারা আপনার কাগজপত্র যাচাই-বাছাই করে থাকেন।

তাই যদি কেউ এই ইন্টারভিউতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তাহলে সে খুব সহজেই

ভিসা পেয়ে যেতে পারেন। অনেক সময় দেখা যায় সকল কাগজপত্র, এবং যোগ্যতা থাকার পরেও নিজেকে

সুন্দরভাবে প্রেজেন্ট করতে না পারায় ভিসা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে থাকে। তবে আমি এখানে

বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে নিজেকে ভাইবা পরিক্ষার সময় প্রস্তুত রাখবেন। সে ক্ষেত্রে আমি

দুটো ভাগে প্রস্তুতির বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর তার মধ্যে

  • একটি হচ্ছে ইন্টারভিউ দেওয়ার পূর্বপ্রস্তুতি।
  • আরেকটা হচ্ছে ইন্টারভিউ এর সময় প্রস্তুতি।

আমেরিকা ভিসা ইন্টারভিউ দেওয়ার পূর্বপ্রস্তুতি

আপনি যখন এই দেশটিতে ভ্রমণ করার জন্য যাবেন সেখানে যাওয়ার আগে আপনার ভিসার প্রয়োজন

হবে। আর সেই অনুমোধনের জন্য আপনাকে আমেরিকার এম্বাসিতে গিয়ে উপস্থিত হয়ে তাদের সামনে

ভাইবা পরিক্ষা দিতে হবে। আর এই সময় আপনাকে সব বিষয়ে জানা থাকতে হবে। যেমন আপনি কি

‍উদ্দেশ্য সেখানে যাচ্ছেন, এবং আপনি কি কি তথ্য আপনার আবেদন পত্রে উল্লেখ করেছেন সহ যাবতীয়

বিষয়ে। এছাড়াও আপনার ও আপনার পরিবারের বিষয়ে। যদি সাথে পরিবার ও বাচ্চা থাকে তবে তাদেরও

তাদের সকল বিষয়ে পরিস্কার ধারণা থাকতে হবে। আর এর জন্য আপনাকে কিছু বিষয়ে পূর্ব প্রস্তুতি নিতে

হবে। আর তা হলো যত ধরনের প্রয়োজনীয় কাগজ আছে যেমন- ব্যাংক স্টেটমেন্ট,যদি ট্রেডলাইসেন্স

থাকে তা,পাসপোর্ট,  যদি পুরাতন পাসপোর্ট থাকে তবে সেটি,টিন সার্টিফিকেট,সেলারি স্টেটমেন্ট ও এনওসি

পেপার। এই গুলো একটি ফাইলে সাজিয়ে রাখুন। সুন্দর পোষাক পরিধান করা, বিশেষ করে যখন অভিসে

যাওয়ার সময় যে ক্যাজুয়াল পোষাক পরিধান করা হয় সেই ধরনে। চুল কেটে ও দাড়ি সাইজ করে রাখবেন।

আমেরিকা ভিসা ইন্টারভিউ দেওয়ার সময়ের প্রস্তুতি

সাধারণত দেখা যায় যার যে দিন ইন্টারভিউ দিতে যায়, সে দিন আগের রাত্রে সারা রাত্রি তাদের ঘুম

আসেনা। মনের মধ্যে অনেক চিন্তা উদিত হয়। যার ফলে পরের দিন মন ফ্রেশ দেখায় না। মুখের মধ্যে

চিন্তার ছাপ দেখা যায়। তাই সবার উদ্দেশ্য বলা আপনি আগের রাত্রে ভালো একটি ঘুম দিবেন সকালে উঠে

আপনার ধর্ম অনুযায়ী প্রর্থনা করে আপনার দূরত্ব অনুযায়ী এম্বাসিতে হাজির হওয়ার জন্য বের হয়ে যাবেন।

যদি সম্ভব হয় নিজের গাড়ী থাকলে ভালো তা নাহলে ভাড়া করা গাড়ি নিয়ে যাওয়া সবথেকে ভালো।

আপনার সময়ের ৩০ মিনিট আগে সেখানে পৌছাতে হবে। আপনি যখন সেই অফিসে যাবেন সবসময়

নিজেকে সুশৃংখল অবস্থায় রাখা, এবং সাথে বাচ্চ থাকলে তাদেরকেউ সুন্দর করে রাখা। একান্ত প্রয়োজন না

হলে কারো সাথে কথা না বলা। মনে মনে অধিক চিন্তা না করা। নিজেকে সবসময় চিন্তা মুক্ত হাঁসি খুসি

রাখা। মনে রাখবেন তার হয়তবা আপনাকে ভিসা দিবেনা কিন্তু এখানে আপনি কোন প্রকারের শাস্তি

পাচ্ছেন না। আর যখন আপনাকে প্রশ্ন করা হয় তার উত্তর সংক্ষিপত্ত আকারে পূর্ণভাবে তুলে ধরা। অর্থাৎ

আপনি প্রয়োজনীয় কথা বাদ দিবেন না। আবার অপ্রয়োজনীয় কথা বল থেকে বিরত থাকবেন।

আমেরিকা ভিসা ইন্টারভিউ দেওয়ার বিশেষ/ গুরুত্বপূর্ণ টিপস

আপনি যখন সেখানে যাওয়ার জন্য ইন্টারভিউ দিবেন তখন মনে রাখবেন তিনটি বিষয় আপনাকে ফোকাস

করতে হবে। আর তাহলো-

  • আপনি যথেষ্ট ধনী ব্যাক্তি বর্তমানে আপনার ভালো আয় রোজগার আছে।
  • আপনার আমেরিকা যাওয়ার যুক্তিসংগত কারণ আছে।
  • সেখানে যাওয়ার পরে আবার ফিরে আসবেন।

যত ধরনের প্রশ্ন করা হোক আপনি যদি  উত্তর গুলোকে এই তিন ধরনের ধারা মনে রেখে দিতে পারেন তবে

ধরে নেয়া যাবে আপনি ভিসা পেয়ে যাবেন।

উপরোক্ত লেখার শেষ বক্তব্য

পরিশেষে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা যেন উপরোক্ত টিপসগুলো কাজে

  লাগিয়ে আপনাদের সফলভাবে অর্জন করতে পারেন। সে প্রত্যাশায় আজকের মত এখানে শেষ করতে

যাচ্ছি আমেরিকা ভিসা ইন্টারভিউ এই লেখাটির। আশা করি উপরোক্ত টিপসগুলো আপনাদের কাজে

লাগবে, এছাড়াও আমাদের আমেরিকার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ লেখা আছে, যে লেখাগুলো পড়লে

আপনার কাজে লাগবে। আপনাদের সুবিধার জন্য কিছু লেখার লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করে

দিলাম। আমার এ লেখা টি ভাল লাগলে সবার সাথে শেয়ার করবেন। আর খারাপ লাগলে কমেন্ট করে

আমাদের জানাবেন। দেখা হবে পরবর্তীতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার বিদেশ যাত্রা শুভ

হোক। এ প্রত্যাশা নিয়ে আজকের মত শেষ করছি খোদাহাফেজ।

আরো কিছু গুরুত্বপূর্ণ লেখাঃ

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *