প্রিয় বন্ধুরা ইতালি ভিসা প্রসেসিং লেখায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যাদের মনে নিম্নোক্ত ধরনের এই
বিষয়গুলো ব্যাপারে মনে অনেক ধরনের প্রশ্ন থাকে জানার জন্য । কিন্তু প্রয়োজনীয় তথ্য আমরা না পাওয়ার কারণে এই প্রশ্ন গুলোর
সঠিক উত্তর পাওয়া যায়না । আর তার জন্য অনেক সময় দেখা যায় স্বপ্নের এই ইউরোপের দেশ ইতালিতে অনেকেই যেতে পারেনা।
আজ তাই এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইতালির ভিসা ২০২৩ সম্পর্কে, এবং কিভাবে আপনি
ইতালির ভিসা প্রসেসিং করবেন যেমন ইতালির টুরিস্ট ভিসা সহ অন্যান্য সকল ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এতে করে
আপনি খুব সহজে ইতালিতে যাওয়ার ব্যাপারে সকল তথ্য গুলো এক জায়গাতেই পেয়ে যাবেন। আর এর জন্য প্রথম থেকে শেষ
পর্যন্ত ইতালি ভিসা প্রসেসিং লেখাটি পড়তে থাকুন।
ইতালি ভিসা ২০২৩
ইতালিয় সরকার বিভিন্ন সময় বা বছরে লোক নিয়োগ করে থাকে। আর এরই ধারাবাহিকতায় তারা ঘোষণা করেছে যেখানে তারা
তাদের দেশের বিভিন্ন কাজের জন্য বেশ কিছু লোক নিয়োগ দিবে। আর তারা এই লোকগুলোর বিশ্বের বিভিন্ন দেশ থেকে
আবেদনপত্র জমার মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ দিবেন। আপনি যদি আপনার কাংখিত দেশে যাওয়ার জন্য চান তবে
তার জন্য প্রস্তুতি নিতে থাকেন। আর ঘোষণা পাওয়ার সাথে সাথে নিজের কাগজপত্র জমা প্রদানের চেষ্টা করুন। তবে সে ক্ষেত্রে
উল্লেখযোগ্য আপনি কিভাবে কাগজপত্র জমা দিবেন? সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। কারণ সেখানে আপনার যে প্রতিষ্ঠান লোক
নিবে তাদের কাছে সরাসরি কাগজপত্র জমা দিতে হবে। আর তারা আপনার কাগজ পত্র ইতালিয় সরকারী অফিস জমা দিবে। সেই
ক্ষেত্রে যদি আপনার নিকট আত্মীয়, বা ভাল একজন এজেন্সির শরণাপন্ন হতে পারেন তবে ভিসা পেতে পারেন। তবুও কোন প্রকার
গ্যারান্টি নেই। কারণ একটি পোষ্টের জণ্য অনেক আবেদন জমা পড়বে। আপনাদের সতর্কতার জন্য বলে রাখা ভাল, কোনোভাবেই
দালালদের খপ্পরে পড়বেন না। কারণ সেই ক্ষেত্রে এ ধরনের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ইতালির সরকারী গেজেট
অনুযায়ী চলতি ২০২৩ সালে মোট ৮২৭০৫ জন লোক নিয়োগ করা হবে। যারা মূলত ফ্লুসসি কার্যক্রমের আওতায় ইতালিতে যেতে
চান তাদের জন্য হতে পারে 2023 সাল একটি সৌভাগ্যের। কারণ ২০২৩ সালে ইতালিয়ান সরকার ঘোষণা করেছেন তারা বিপুল
সংখ্যক লোক ইতালি বিভিন্ন সেক্টরে নিবেন।
ইতালি ভিসা প্রসেসিং ২০২৩
যরার ইতালিতে আসতে চান তাদের জন্য প্রথমেই দরকার ভিসা প্রসেসিং আপনি কিভাবে এই দেশে আসবেন তার উপায়। যদিও
বর্তমানে অনেকেই অবৈধভাবেে ইতালি যাচ্ছেন সে বিষয়টি আলাদা। আজ আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো
কিভাবে এই দেশটিতে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করা হয়। ইতালিতে মূলত তিন ভাবে যাওয়া যায় যেমন-
- টুরিস্ট ভিসা
- সিজনাল বা কৃষি কাজের জন্য ভিসা।
- নন সিজনাল বা স্পন্সর ভিসায়।
ইতালিতে টুরিস্ট ভিসা প্রসেসিং সিস্টেম
যারা টুরিস্টি ভিসায় ইতালি আসতে চান তাদের জন্য এই দেশের সরকার কিছু নিয়ম কানুন মেনে ভিসা প্রদান করে থাকে। আর সেই ভিসা প্রদানের মধ্যেও দুটো ভাগ রয়েছে আর সেই ভাগ গুলো হলো-
- ইনভাইটেশন প্রদানের মাধ্যমে টুরিস্ট ভিসার আবেদন ।
- সরাসরি টুরিস্ট ভিসার আবেদন।
ইনভাইটেশন প্রদানের মাধ্যমে টুরিস্ট ভিসার আবেদন
যাদের আত্নীয় বা বন্ধু বান্ধব ইতালিতে আছেন তারা যদি সেই দেশের আমন্ত্রন প্রত্র আপনাকে পাঠায় তবে আপনি খুব সহজেই সেই দেশে যেতে পারবেন। তবে সেই ক্ষেত্রে যে আপনাকে ইনভাইটেশন লেটার পাঠাবে তার সাথে তাকে কিছূ কাগজ পত্র পাঠাতে হবে । আর সেই সকল কাগজ পত্র গুলো হলে নিম্নরুপ-
১. নির্দিষ্ট ফরমে আমন্ত্রণ পত্র যে খানে উল্লেখ থাকবে ভ্রমনের বিস্তারিত তবে এই ধরনের লেটার শুধু তারাই পঠাতে পারবেন যাদের বাৎসরিক বেতন ১৫ হাজার ইউরো থেকে ২০ হাজার ইউরো বা তার বেশি।
২. যে দাওয়াত পত্র পাঠাবে তার ছবি।
৩. তার বাসার ঠিকানা।
৪. ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
৫. ব্যাংক গ্যারান্টি পত্র। তবে অনেক ক্ষেত্রে এই ধরনের কাগজ পত্র পাওয়া একটু কঠিন তবে আপনি যদি কোন এজেন্সির সহায়তা নেন তবে তা সহজ হবে।
উপরোক্ত কাগজ পত্র জমাদিয়ে টুরিস্ট ভিসার আবেদন করলে ভিসা পাওয়া অনেক সহজ হয়। তবে যদি নিকট আত্নীয় যেমন ভাই
,বোন ,মামা এই ধরনের হলে ভিসা পাওয়ার সম্ভাবনা ৯৫ ভাগ। আর যদি বন্ধু হয় তবে ভিসা পাওয়ার সম্ভাবনা ৫০ ভাগ। তবে
আপনাকে যে বেড়াতে আসবে তার একটি সুস্পষ্ট কারণ লিখতে হবে তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তবে
এক্ষেত্রে আপনাদের সর্তকতার জন্য বলা যদি কেউ কারো ইনভাইটেশন পত্র পাঠান আর সে যদি পলাতক হয় তবে যত দিন সে ধরা
না পড়বে ততদিন পুলিশ আপনাকে বিভিন্ন ভাবে হয়রানি করা সহ শাস্তি দিতে পারে।
সরাসরি টুরিস্ট ভিসার আবেদন
যে কেউ যখন তখন ইতালি এম্বাসি গিয়ে টুরিস্ট ভিসার আবেদন ফরম সংগ্রহ করে তা পুরণ করে আবার অফিসে জমা দিয়ে এই
ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে বেশ কিছু কাগজ পত্র এর সাথে জমা দিতে হবে। আর সেই সকল কাগজ পত্র হলো নিম্নরুপ-
- পাসপোর্ট এর ফটোকপি নূন্যতম ৬ মাস মেয়াদী।
- পিপি সাইজ ছবি সাম্প্রতিক ৬ মাসের মধ্যে।
- করনা টেস্টের পিসিআর রিপোর্ট আর তা লাগবে ফ্লাই করার আগের ৭২ ঘন্টার মধ্যের ।
- কোভিড -১৯ ভ্যাকসিনের সার্টিফিকেট।
- সুন্দর একটি কভার লেটার যেখানে আপনার ভ্রমনের বিস্তারিত লেখা থাকবে।
- ভিসা আবেদন ফরম।
- কারেন্ট ডিটেইলস অর্থাৎ বর্তমানে আপনি কি কাজ করছেন যেমন আপনি চাকরিতে থাকলে ছুটি কত দিনের নিয়েছেন, কবে এসে আবার চাকরিতে জয়েন করবেন এ সকল বিস্তারিত। এর সাথে যুক্ত করতে হবে ব্যাংক স্টেটমেন্ট ও ট্যাক্স সার্টিফিকেটআরো যে জীনিস লাগতে পারে তাহলো আপনার যদি কম্পানি থেকে থাকে তবে তার ট্রেড লাইসেন্স ও এর ব্যাংক স্টেটমেন্ট। কিন্তু আপনি যদি ছাত্র/ছাত্রী হয়ে থাকেন তবে স্কুলের নো-অবজেকশন লেটার এবং পরবর্তী সেমিস্টারে ভর্তির কাগজ।
- আপনি ইতালি গিয়ে যে হোটেলে থাকবেন তার বুকিং কপি ।
- ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট আর সে খানে মোটামুটি ভালো অংকের টাকা জমা থাকতে হবে সেখানে।
- ট্রাভেল মেডিকেল ইন্সুরেন্স সার্টিফিকেট তবে সেখানে ৩০০০০ ইউরোর কভারেস থাকতে হবে এবং ইতালি সরকার যে কম্পানি গুলোকে অনুমতি দেয় সেখান থেকে করতে হবে।
- ট্রাভেল বুকিং আপনি যে বিমানে যাবেন আসবেন তার টিকেট।
- যদি আপনার পূর্বের পাসপোর্ট থাকে তবে তার ফটোকপি।
সিজনাল বা কৃষি কাজের জন্য ভিসা প্রসেসিং
এই ধরনের ভিসায় সাধারণত সকল দেশ থেকেই লোক নেয়া হয়না । অনেক সময় কাজের চাহিদার উপর ভিত্তি করে দেখা যায় সেই
দেশের সরকার তার দেশে লোক নিয়োগ করে থাকে। আর এরই ধারাবাহিকতায় ইতালিয় সরকার ২০২৩ সালে অনেক বেশি
পরিমাণে লোক নিয়োগ করবে। যদি কেউ এউ ধরনের ভিসায় যেতে চায় তবে তার জন্য যা করনীয় বা যে ভাবে ভিসা প্রসেসিং করতে
হবে তা হলো নিম্নরুপ-
- সেই দেশের কম্পনি বা লোক দিয়ে ভিসার জন্য আবেদন করতে হব।
- ভিসা পাওয়ার পর প্রয়োজনীয় সকল কাগজ পত্র জমা দিয়ে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।
উপরোক্ত বিষয়টি অর্থাৎ কৃষি ভিসা প্রসেসিং বিষয়টি চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো আপনাদের বুঝার সুবিধার জন্য যাতে করে খুব সহজেই প্রক্রিয়াটি বুঝতে পারেন।
ইতালিতে নন সিজনাল বা স্পন্সর ভিসা প্রসেসিং
যদি কেউ ইতালিতে স্পন্সর ভিসায় আসতে চায় তবে তার বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে ঠিক অনেকটা কৃষি ভিসার
মতই। তবে এই ভিসায় যারা এই দেশে আসবেন তাদের জন্য সুযোগ হচ্ছে এখানে এসে তারা ইচ্ছে করলে আজীবন থাকতে পারবেন
এবং পরবর্তীতে গ্রীনকার্ডের জন্য আবেদন করতে পারবেন। আর তাই অনেকেইরই ইচ্ছে থাকে এই ভিসায় ইতালিতে আসার জন্য।
ইতালি টুরিস্ট ভিসা খরচ ২০২৩
প্রিয় বন্ধুরা অনেকেই জানতে চান ইতালিতে টুরিস্ট ভিসায় যেতে চাইলে তার জন্য কত টাকা খরচ হবে। আজকে আমি এই বিষয়টি
এখানে তুলে ধরবো যাতে করে দালাল চক্র যেন আপনাদের সহজেই ঠকাতে না পারে। তবে । নিয়মের পরিবর্তন হলে খরচ কম বা
বেশি হতে পারে। তবে সেই ক্ষেত্রে ইতালির এম্বাসির ওয়েব সাইটে গিয়ে এর খরচ হিসাব করে তার পর আপনি টাকা প্রদান করবেন।
তবে বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে যে পরিমাণে টাকা দিতে হবে তা হলো যারা এডাল্ড তাদের খরচ ৮০ ইউরো , বাচ্চাদের জন্য
লাগবে ৪৫ ইউরো যাদের ৬ থেকে ১২ বছর আর এর নিচে কোন বাচ্চার জন্য ভিসা ফিস লাগবে না।
ইতালি ভিসা খরচ ২০২৩
যারা ইতালিতে আসতে চান তাদের মূল উদ্দেশ্য থাকে এ দেশে এসে টাকা আয় করা। কিন্তু দেখা যাচ্ছে এক শ্রেণীর অসাধু চক্র
এদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় । সে ক্ষেত্রে দেখা গেছে ১৫ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত তারা নিয়ে থাকে। কিন্তু
প্রকৃতপক্ষে একজন লোক যদি সেখানে যেতে চায় তাহলে তার ভিসা খরচ কত হয়? সেই বিষয়টা নিয়ে আমরা আজকে বিস্তারিত
আলোচনা করব, এবং কোন কোন ভিসার জন্য কত টাকা খরচ হতে পারে সে বিষয়টিও এখানে তুলে ধরব। আর আপনি সে
অনুযায়ী পরবর্তীতে বিদেশ যাবেন, সে বিষয়টি মাথায় রাখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। এছাড়াও বর্তমানে আপনি
ইচ্ছে করলে ইতালিয় সরকারী বা এম্বাসি ওয়েবসাইটে গিয়েও তাদের ভিসার খরচ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কারণ
এক্ষেত্রে বিভিন্ন সময় দেখা গেছে নিয়মের পরিবর্তন ঘটে যার ফলে খরচ একটু কম বা বেশি হতে পারে। সে ক্ষেত্রে যেহেতু আপনা
র অপশন আছে আপনি খুব সহজেই খরচটা চেক করে নিবেন। বর্তমানে যদি আপনি ইতালিতে স্পন্সর ভিসায় আসেন তবে ৫ লক্ষ
টাকার মত খরচ হবে। এছাড়াও আপনি যদি কৃষি কাজের ভিসায় আসেন তবে ১ থেকে ১.৫ লক্ষ টাকা খরচ হবে।
ইতালির এম্বাসির ওয়েব সাইটের লিংক পাওয়ার জন্য এখানে ক্লিক করুন।
ইতালি ভিসা প্রসেসিং এর শেষ কথোন
পরিশেষে বলতে চাই উপরোক্ত ইতালি ভিসা প্রসেসিং লেখাটি আপনাদের জন্য অনেক তথ্যবহুল আলোচনা। তাই এই লেখাটি
আপনাদের অনেক উপকারে আসবে প্রত্যাশা রাখি। কারণ এটি দ্বারা আপনাদেরকে বিস্তারিত তথ্য উপস্থাপনের চেষ্টা করেছি, এবং
সর্বশেষ আপডেট সকল তথ্য উপস্থাপন করেছি । আশা করি আপনি যদি উপরোক্ত তথ্য মোতাবেক ইতালির ভিসা প্রসেসিং ব্যাপারে
পদক্ষেপ নিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনি কোন রকম প্রতারণার শিকার হবেন না। এছাড়াও যদি আপনার জানার কিছু থাকে
তবে আমাদের প্রশ্ন করতে পারেন । আমাদের এই বিষয়ে আরো বেশকিছু লেখা আছে যে গুলোর লিংক নিচে দেওয়া হল। আপনি
ইচ্ছে করলে লেখাগুলোও পড়তে পারেন। আশা করি সেগুলো কাজে লাগবে ,ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ইতালি ভিসা
প্রসেসিং লেখাটা পড়ার জন্য। ভাল থাকুন সুস্থ থাকুন অর বিদেশের ব্যাপারে টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন।
একই জাতীয় আরো লেখা :
- ইতালিতে বাসা ভাড়া
- এসাইলাম ( Asylum/Refugee) আবেদনের নিয়ম
- সানাটোরিয়া ( Sanatoria) আবেদন পদ্ধতি
- ইতালিতে নাগরিকত্ব পাওয়ার উপায় বা ইতালি গ্রিন কার্ড
- ইতালিতে কোন কাজের চাহিদা বেশি
- ইতালিতে বৈধ হওয়ার উপায়
- কুয়েত খাদেম ভিসা।
- কুয়েত কোম্পানি ভিসা ২০২২।
- কুয়েত জব ভিসা।
- কুয়েত হোটেল ভিসা।
- কুয়েত মসজিদের হারেজ ভিসা।
- কুয়েত কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি
- মালয়েশিয়া কাজের ভিসা-২০২২
- মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
- সৌদি ভিসা প্রসেসিং
- সৌদি আরব ভিসা চেকিং
- সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
- কাতারে কোন কাজের চাহিদা বেশি।
- সিংঙ্গাপুরে কোন কাজের চাহিদা ও বেতন বেশি।
- কানাডায় কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি
- সৌদি আরব ভিসা কত প্রকার
- কুয়েত মাজরা ভিসা।