24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » নতুন কষ্টের স্ট্যাটাস ও ক্যাপশন

Tips & Tricks

নতুন কষ্টের স্ট্যাটাস ও ক্যাপশন

24 Favor September 23, 2024

নতুন কষ্টের স্ট্যাটাস ও ক্যাপশন: কষ্ট হচ্ছে এমন একটি বস্তু, যেই জিনিসটা ধরা যায়না, ছোঁয়া যায় না। শুধু এটাকে অনুভব করা যায়। আমরা তাই এই কষ্টটাকে অনেক সময় প্রকাশ করতে পারিনা । বলতে পারিনা অন্য কারো কাছে । এমকি পরিবার পরিজনের সাথে শেয়ার করতে পারিনা। কিন্তু বর্তমানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই মনের কষ্ট প্রকাশ করে, নিজেকে একটু হালকা করে নিতে পারি।

আর এই সুবিধার কারণে আমরা অনেকেই এখন চেষ্টা করি নিজের জমানো কষ্ট গুলো কে ফেসবুকের মাধ্যমে প্রকাশ করে নিজেকে হালকা করে নেয়ার। কারণ একথা বহুকাল ধরেই প্রচলিত, কেউ যদি তার নিজের মনের কষ্ট টাকে প্রকাশ করতে পারে তখন সে কিছুটা হালকা হয়ে যায়। তার মাথা ও মন থেকে কষ্টের চাপটা দূর হয়ে যায়।

তো আসুন আমরা যারা এই কষ্টের বেড়াজালে আবদ্ধ হয়ে আছি তাদের মনের কথাগুলো সামাজিক যোগাযোগ  মাধ্যমে শেয়ার করে মনটাকে হালকা করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। আর তাই আপনাদের জন্য এখানে সাজিয়েছি অনেক সুন্দর সুন্দর কষ্টের স্ট্যাটাস। যেগুলো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে, আপনার মনের কষ্ট দূর করে নিতে পারবেন।

তো চলুন দেখা যাক নতুন কষ্টের স্ট্যাটাস ও ক্যাপশন গুলো । প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার অবশ্যই ভালো লাগবে।

নতুন কষ্টের স্ট্যাটাস

কষ্টে আছেন কোন হতাশা নয়, আজকেই দূর করে দিব আপনার কষ্টকে। শুধু আপনি এখান থেকে কষ্টের স্ট্যাটাস গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন, দেখবেন আপনার মনের কষ্ট দূর হয়ে গেছে। শেয়ার করার ফলে কষ্টগুলো নিমিষেই মন থেকে চলে গেছে । আপনার কোন কষ্টই আর থাকবে না। তো আর দেরি না করে এখনি নিচের থেকে বেছে নিন আপনার পছন্দের টি, আর শেয়ার করুন ফেসবুকে।

দুঃখ আমায় দিলে ওরে
ভুলতে পারিনা
তোকে ছাড়া আমি তাই তো
থাকতে পারিনা।

 

তোর পরশে পাইতাম আমি
সকল সুখের পরশ ।
তোর পড়শ না পেয়ে আজ
খাই আফিম, গাঁজা, চরস।

 

আমার চোখের জলে আজ
বাসছে আমার বুক।
আমায় দুঃখ দিয়ে তুমি
পাউ কি কোন সুখ?

 

তোমার স্মৃতি নিয়ে বুকে
আজো খুঁজে ফিরি তোরে ।
তোকে যেন বাসি ভালো
আমার জীবন ভরে।

 

চলে গেছো দুঃখ নেই
দোষ কি বলে যাও।
আজও তোমায় ভালোবাসি
এটা শুনে নাও।

মেয়েদের কষ্টের স্ট্যাটাস

মেয়েদের মন অনেক নরম হয় । তাদের অনেক বেশি আবেগ থাকে। আর যার জন্য তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। বিভিন্ন কারণে তারা কষ্ট পেয়ে থাকে।যেমন পরিবার-পরিজনের কাছ থেকে।  বন্ধুবান্ধবের কাছ থেকে। প্রেমিকের কাছ থেকে । অনেক সময় তারা তাদের সেই আবেগকে অনেক সময় কন্ট্রোলে রাখতে পারে না।

অনেক সময় এর ফলশ্রুতিতে দেখা যায় কঠিন পরিস্থিতি অনেক সময় তারা আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নেয়। আর তাই আপনারা মন ভর্তি আবেগকে হালকা করে দিতে আমরা লিখেছি বেশ কিছু  কষ্টের ফেসবুক স্ট্যাটাস । যার মাধ্যমে মনের আবেগ কে শেয়ার করে নিয়ে নিজেকে হালকা করে নিতে পারবেন।

👩‍🦰মরন ছাড়া পারবেনা কেউ
করতে তোমায় পর।
যতই আসুক হাজার দুঃখ
সুখ কেড়ে নেওয়ার ঝড়।

 

মেয়ে হয়ে জন্ম নেওয়া
মস্ত বড় পাপ।
মেয়ে হয়ে ভবে আসা
কঠিন অভিশাপ।👨‍🌾

 

🤦‍♀️আমি কালো মেয়ে বলে
করলে আমায় হেলা।
আমায় না পাওয়া দুঃখে তুমি
কাঁদবে জীবনের শেষ বেলা।

 

👩‍⚖️বাবা মা জন্ম দিয়ে
করছে অনেক ভুল।
আজকে আমি দুঃখ পেয়ে
দিচ্ছি তার মাশুল।

 

হাজারো মনের ব্যথা
বুকে জমা থাকে ।
স্মৃতি গুলো নিও না কেড়ে
সেগুলো আমায় ভালো রাখে।👨🏻‍❤️‍👨🏾

মেয়েদের দুঃখে হাসির স্ট্যাটাস

প্রায় সময় দেখা যায় মেয়েরা শত কষ্টের মাঝে হাসি দিয়ে দুঃখটাকে ঢেকে রাখতে চায় । তারা সেই কষ্ট টাকে হাসি দিয়ে আনন্দে পরিণত করতে চায়। আর এই রকম পরিস্থিতি যদি আপনার মধ্যে তৈরি হয়ে থাকে, তাহলে আপনার আবেগকে প্রকাশ করার জন্য আপনি নীচের স্ট্যাটাস গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন। আশাকরি এগুলো খুবই ভালো লাগবে।

😅হাসি দিয়ে দুঃখটাকে
করতে চাই জয়।
হেরে যাব নাকি শেষে
এটাই মনে ভয়।

 

🤼‍♀️পূরণ করে দিব আজকে
তোমার মনের আশা।
আজকের দিন পর হতে
হয়তোবা পাব না তোমার ভালোবাসা।

 

😁আমার মুখের হাসি দেখে
বলতে পারো সুখি।
আমি হলাম কপাল পোড়া
জনম জনমের দুঃখী।

 

🙋‍♀️হাসিমুখে করব বরণ
তোমার দেওয়া আঘাত ।
কঠিন কষ্ট বুকে নিয়ে
কাটাবো প্রতি রাত।

 

👩‍🎤চাঁদের আলোয় বসে আছি
দুঃখ বুকে নিয়ে।
আজও তোমায় ভালোবাসি
তোমাকে বুঝাবো কি দিয়া?

মেয়েদের দুঃখ নিয়ে কবিতা

দুঃখ যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের। অনেক মেয়ে সংসার তথা প্রেমময় জীবনের দুঃখ কে একমাত্র সাথী করে নিয়ে জীবন কাটাচ্ছে । তারা সব সময় নিজেকে কষ্টের মায়াজালে বেঁধে রেখে, সেই কষ্ট কে নিজের মধ্যে বয়ে বেড়াচ্ছে। আর তাদের কষ্ট দেখার মানুষ যেন কেউ নাই ।

আর এমনই কঠিন কষ্ট নিয়ে আমরা এই কবিতা লিখেছি, যে কবিতাগুলো আপনার মনের কথা বলে দিবে। আর এই কবিতা শেয়ার করে আপনার কষ্টকে দূরে সরিয়ে দিতে পারেন।

দুঃখ নিয়ে জন্ম আমার
নেইকো মনে আসা ।
পথ চেয়ে বসে থাকি
 পাই যেন ভালবাসা।
সবাই যখন রাত্রি হলে
ঘুমের ঘরে যায়।
তোমার ভালোবাসার কথা
তখন আমায় কাঁদায়।
তোমার দেওয়া স্মৃতি নিয়ে
আজও বেঁচে আছি।
এমনি করে বাসবো ভালো
 যতদিন বাঁচি।👨‍🌾

আবেগি কষ্টের স্ট্যাটাস / ইমোশনাল স্ট্যাটাস

আবেগ হচ্ছে আপেক্ষিক বিষয়। আর যাদের মধ্যে বেশি আবেগ থাকে, তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়।  প্রিয়জনের দেওয়া একটু দুঃখও তার সহ্য করতে পারে না। তাই যাদের মনে অনেক বেশি আবেগ তারা অন্যের দেওয়া সামান্য কষ্ট কেউ সহ্য করতে পারে না। আর এই আবেগের বশে কত মানুষ দিয়েছে তার নিজের প্রাণ। তাই আসুন আপনার মনের সেই আবেগ কে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে নিজের মনকে হালকা করে নিন।

কি করে বুঝাবো তোকে
তুই ছিলি আমার কাছে
সবার থেকে আলাদা
একজন মানুষ।

 

মরণকে বলে দিব তোর আর আমার
মরণ যেন এক সাথে হয়।
করণ তোকে ছাড়া বেচেঁ থাকা
আমার জন্য বড়ই কঠিন।

ছেলেদের কষ্টের স্ট্যাটাস

ছেলেরা কষ্ট পায়, আর সেই কষ্ট গুলোকে নিজের মনের মধ্যে রেখে বোবা কান্নার মধ্যে দিয়ে প্রকাশ করে। তারা বলতে পারে না কাউকে। তাদের মনটা সবসময় কষ্টে ভরে থাকে সব সময়। আর সেই কষ্ট ভরা মনকে একটু হালকা করতে আমরা  লিখেছি কিছু  ছেলেদের কষ্টের স্ট্যাটাস যা  আপনি শেয়ার করে আপনার বুকের কষ্টকে হালকা করে নিতে পারবেনে।

বুকটা চিরিয়া
হৃদয়টা তোকে দেবো ।
শুধু তোর কাছ থেকে
ভালোবাসা নিব।

 

বুকের জ্বালা টা যে কত টুকু
তোকে কি করে দেখাই।
যেদিকে তাকাই
শুধু তোকে দেখতে পাই।

 

পৃথিবীকে ধ্বংস করে দিব
যদি তোকে না পাই।
সারা জীবন যেন
তোকেই শুধু কাছে পাই।

 

শক্ত করে ধরে রাখব
হারাতে দেবো না।
তোর ভালোবাসা ছাড়া
আর অন্য কিছু নিবো না।

 

মনটাকে কত বোঝাই
ভুলে যেতে হবে।
এখনো ভুলতে পারেনি
জানিনা আর পারবো কবে?

গভীর রাতে কষ্টের স্ট্যাটাস

নতুন কষ্টের স্ট্যাটাস ও ক্যাপশন..

নতুন কষ্টের স্ট্যাটাস ও ক্যাপশন..

রাত্রি যখন গভীর হয় তখন কষ্টগুলো যেন মনের জানালায় উঁকি দিয়ে উঠে । সবাই ঘুমিয়ে থাকলেও কষ্টে থাকা সেই মানুষটি ঘুমাতে পারেনা। তারা শুধু কষ্টের সাগরে হাবুডুবু খেতে থাকে। আর সেই কঠিন কষ্টটাকে সবার সাথে শেয়ার করলে মনটা একটু হালকা হয়ে যাবে। এই কষ্টের স্ট্যাাটাস আপনার  মনটাকে হালকা করে দিবে।

গভীর রাত্রে সবাই ঘুমায়
আমি জাগি মোবাইলে ।
খুঁজছি তোমায়
আজও কি  আমায় মনে পড়ে আমায়।

 

গভীর রাত্রে জোনাকিরা
দিয়ে যাচ্ছে আলো।
আমি একা বসে আছি
লাগছে না কিছু ভালো।

 

রাত্রি যত গভীর হয়
তোকে না পাওয়ার ব্যথা যায় আরো বেড়ে।
কি ছিলো আমার দোষ
বিধাতা তোকে নিলো কেড়ে।

 

মাঝ রাত্রে আসবে তুমি
দেখব  নয়ন ভরে।
জড়িয়ে ধরে বুকে তোরে
করবো আদর ওরে।

 

ময়না পাখি তুমি আমার
বুকের খাঁচায় থাকো ।
সারাটি দিন ধরে সাথেয়া
ভালোবাসা আঁকো।

টাকার কষ্টের স্ট্যাটাস/ খালি পকেটে নিয়ে উক্তি/ টাকা ছাড়া পুরুষ

বেশিরভাগ মানুষেরই টাকার অভাব থাকে। বিশেষ করে মধ্যবিত্ত ঘরে যে সকল ছেলেরা জন্মগ্রহণ করেন তাদের জন্য এই  সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। তাই তাদের বিভিন্ন সময় থাকতে হয় খালি পকেট। টাকা ছাড়া এই পুরুষগুলো যেন মূল্যহীন। যার কারণে সব সময় মনের মধ্যে কষ্ট ভরপুর থাকে।

আর সেই সকল কষ্ট গুলোকে দূর করে নিতে পারেন আপনারা এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার মাধ্যমে। তো আর দেরি না করে আপনার মনের মধ্যে থাকা কষ্ট গুলো দূর করার জন্য এখনই শেয়ার করুন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর দৃর করে নিনি জমে থাকা সকল কষ্ট গুলোকে।

টাকা না থাকলে
ভালোবাসাটা
চড়ুই পাখির মত
ফুরুত করে পালায়।

 

টাকা নাই পয়সা নাই
আছে বড় মন।
তোমায় আমি সুখে রাখবো
হাসিখুশিতে থাকবে সারাক্ষণ।

 

টাকা নাই বলে তাই
ভালোবাসা দিলি ফিরিয়ে।
তোকে যে কতটা ভালোবাসি
তা যদি দেখাতে পারতাম বুকটা চিরে।

 

যে টাকার জন্য ‍তুই
ফিরিয়ে দিলি আমার ভালোবাসা ।
এখন আমার টাকা দেখে
করো কেন আমায় পাওয়ার আশা।

 

টাকা দিয়ে তোকে কিনবো না
তোর মত একটা পুতুল কিনব।
আর সেই  পতুলকেই  শুধু ভালোবাসবো
যেন ছলনা না করে।

 

টাকার অভাব নিয়ে কবিতা

এই অভাবে পড়লে বুঝা যায় পৃথীবির মানুষ কত স্বার্থপর । তা নাহলো আপনি বুঝতেই পারবে না । জীবনে যারা এই সমস্যার সন্মুখিন হয়েছেন তারাই কেবল বলতে পারবে টাকা না থাকলে কেমন লাগে। আর এই টাকার অভাবের কারণে আপনি হয়ে যেতে পারেন কবি আপানর টাকার অভাবের কথা কবিতার মধ্যমে জানিয়ে দিতে পারেন সবাই কে। হালকা করে নিতে পারেন আপনার মনকে।

টাকার অভাব কি করে ঘুচাই
এটাই আসল অভাব কি করে বোঝাই।
সবাই ঘুরে টাকার পিছে।
কেউবা ধরে কারি কারি
কেউবা ঘুরে শুধুই মিছে।
টাকা দিলে হয় রে সবি।
টাকার অভাবে দাড়ি মোচ
রেখে হয়রে কবি।
টাকার অভাব যদি একবার আসে
যায়না তা বার মাসে।
পাড়া পড়শী সবাই হাসে।
টাকা সবাই ভালবাসে।

পরিবারের কষ্টের স্ট্যাটাস

পরিবার পরিজন নিয়ে চলতে গেলে অনেক সমস্যার তৈরী হয়ে থাকে। আর সেই সংসার যদি হয় যৌথ সংসার তাহলেোতো কোন কথাই নাই। এছাড়াও অনেক সময় স্বামী ও স্ত্রীর মাঝে মন মালিণ্য হয়ে থাকে যার কারনেও মনের মধ্যে কষ্টের উকি দেয় । আর তাদের জন্যই এই আয়োজন।

মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার
লেখাপড়া করেছি কিছু।
অভাব আমার লেগেই থাকে
দারিদ্রতা ছাড়েনা পিছু।

 

পরিবার যে বিরাট বোঝা
বইতে পারি না
চোখের সামনে যখন দেখি
পরিবারের সবার মুখ
সেই কষ্ট  সইতে পারিনা।

 

বড় হয়েছি শুধু পরিবারের
বোঝা বহনের জন্য ।
সুখ বলে এখানে কিছুই পেলাম না
জানি না কবে জীবনে সুখ পাব।

 

পরিবারের সবাই শুধু 
আমার কাছে চায়।
কিন্তু ওরা এটা বুঝেনা আমারও
কোন কিছু চাওয়ার থাকতে পারে।

 

পরিবারের হাসি ফুটাবো বলে
আজকে এই পরবাস।
তাপরেও যেন পরিবারের সৎ
সবার ‍মুখে হাসি দেখি।

কষ্টের স্ট্যাটাস ছবি/ কষ্টের ক্যাপশন

আপনার কষ্ট গুলোকে আমরা সাজিয়েছি ছবি ও ক্যাপশন দিয়ে আপনি এখান থেকে এগুলো শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধবের সাতে । যাতে করে আপনার মনের কষ্ট দৃর হয়ে যায়।

বিশ্বাস করেছিলাম
বলেই এমন করে 
ভালবাসার বিষ
মাখা তীর মারীল
আমার বুকে।

হৃদয়টা আমার
ভেঙেছে পারলে
 এসে ঔষধ লাগাও।

আজ থেকে 
তুই আর আমি
আলাদা

হৃদয়ের রক্তক্ষরণ 
কেউ দেখেনা

হৃদয়টা আজ
ভেঙে গেছে তোকে
হারানোর ব্যাথায়

আমার ভাঙা
হৃদয়ে তোকে
রাখবো সুন্দর 

করে সাজিয়ে

(আপনি যদি চান তাহলে আমাদের কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও আমরা প্রকাশ করে থাকি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন । আর দেখতে থাকুন নতুন নতুন ভিডিও)

শেষকথা:

আশাকরি আপানর উপরের সবটুকু লেখাই ভাল লেগেছে। আপনারা যতই কষ্ট পান তার পরেও জীবনে হাল ছাড়া যাবে না। আর এই কষ্টের কারণে কোন প্রকার নেশায় নিজেকে জড়ানো যাবে না । এতে করে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তাতে অন্য কারো কিছু আসে যায় না। মনে রাখবেন আপনার জীবন আপনার কাছে যতটুকু মৃল্যবান অন্যর কাছে নয়।

তাই অন্যর কারণে নিজের জীবন নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখবেন। আপনি মরে গেলে আপনার সাথে কেউ যাবে না । সবাই ভাল থাকেন সুন্দর থাকেন এ কামনাই করি। ধন্য বাদ কষ্ট্ করে লেখাটি পড়ার জন্য।

আরো পড়ুন:

১. সুন্দর কথা বলার কৌশল।

২. গুগলের জানা অজানা নানান তথ্য।

৩. স্কুল লাইভ নিয়ে স্ট্যাটাস।

৪. গুগলে মানুষ কোন বিষয়ে বেশি সার্চ করে।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

পাঁচটি লাভজনক ব্যবসার ধারণা
পাঁচটি লাভজনক ব্যবসার ধারণা: চাকরির বাজার বা ক্ষেত্র দিন দিন …

পাঁচটি লাভজনক ব্যবসার ধারণা

কোষ্টকাঠিন্য দূর করার ঘরোয়া উপায় ও হোমিও ঔষধ
কোষ্টকাঠিন্য দূর করার ঘরোয়া উপায়- বর্তমানে কোষ্ঠকাঠিন্য বা পায়খানার সমস্যা কম …

কোষ্টকাঠিন্য দূর করার ঘরোয়া উপায় ও হোমিও ঔষধ

About The Author

24 Favor

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh