24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » মালয়েশিয়া যেতে কত টাকা লাগে ও ভিসা এজেন্সির তালিকা

Visa Tips

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে ও ভিসা এজেন্সির তালিকা

24 Favor February 12, 2024

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে- বাংলাদেশ তথা ভারতের শহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকেই

মালয়েশিয়ার সরকার তাদের দেশের কাজের জন্য লোক নিয়োগ করে থাকে। মালয়েশিয়ার শ্রমবাজার হচ্ছে

অনেক বড় একটি শ্রমবাজার। কারণ সেখানে প্রচুর পরিমাণ মিল কারখানা গড়ে ওঠায় প্রতিবছরই তারা

বাহির থেকে বহু সংখ্যক লোক নিয়োগ করে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকেও প্রতিবছরই

অনেক লোক নিয়োগ করা হত। কিন্তু বিভিন্ন কারণে গত কয়েক বছর যাবৎ মালয়েশিয়া বাংলাদেশ থেকে

শ্রমিক নিয়োগ করা স্থবির হয়ে পড়েছে। কিন্তু হঠাৎ করে গত বছরের অর্থাৎ ২০২১ এর ডিসেম্বর থেকে

আবার বাংলাদেশ থেকে লোক নেয়া শুরু করে । বাংলাদেশ সরকারের ঘোষণা মতে মালয়েশিয়ায় ৫ লক্ষ

লক্ষ মালেয়েশিয়া যাওয়ার কথা। তারা বাহিকতায় দু একটি ফ্ল্যাট অলরেডি মালয়েশিয়া চলেও গেছে, এবং

আরো নিয়োগ প্রক্রিয়া চলছে। আর এর জন্য অনেকের মনেই প্রশ্ন হয়ে থাকে, আমি যদি মালয়েশিয়া যেতে

চাই সে ক্ষেত্রে কত টাকা লাগবে। মালয়েশিয়া কি কি কাজের ভিসা পাওয়া যাবে। আমি কোন এজেন্সি

গুলোর  মাধ্যমে যেতে পারবো। এই সকল বিষয়ে নিয়ে আমার এই লেখায় বিস্তারিত আলোচনা করবো।

যেখানে আপনি এই তথ্যগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে লেখাটি পড়ুন আর জেনে নিন এসকল বিষয়ে।

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে

বিশেষ করে যারা মালয়েশিয়া যেতে চান তাদের অনেকেরই মনে প্রশ্ন, আমি মালয়েশিয়া যেতে চাই কিন্তু

কত টাকা লাগবে। এই ক্ষেত্রে বিভিন্ন সময়ে দেখা গেছে বিভিন্ন মিডিয়ায় মাধ্যমে বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

তবে বেশির ভাগ ক্ষেত্রে বা সংবাদ মাধ্যমে দেখা গেছে মালয়েশিয়া যেতে শুধু মাত্র ৭৮,৯,৯০/= হাজার টাকা

লাগবে । কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় এই অংক ৩.৫ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা লাগছে। তাই যাদের মনে এই

ধরনের প্রশ্ন তাদের জানার জন্য বলতে চাই মালয়েশিয়া যেতে কত টাকা লাগে? এই বিষয়টি সঠিক তথ্য

দেয়া সম্ভব নয়। তবে যারা এই দেশটিতে যেতে চায় তাদের জন্য একটি উপদেশ, মালয়েশিয়া যদি যেতে চান

তবে যে সকল এজেন্সিতে ডেলিগেট আসে সেখানে নিজে হাজির থেকে আপনারে কাজের দক্ষতার উপর

পরিক্ষা দিয়ে তার পর সেখানে যাওয়া । তবে সেই ক্ষেত্রে আপনার খরচ অনেকটা কম হবে।

মালয়েশিয়া কাজের ভিসা-২০২২

যারা জানতে চাচ্ছেন মালয়েশিয়ায় বর্তমানে কি কি কাজের উপরে ভিসা দিচ্ছে? কোন কাজগুলোর

মালয়েশিয়ায় বেশি বেতন দিয়ে থাকে? এই সকল বিষয়ে অনেকেেই মনে প্রশ্ন থাকে। 2022 সালে

মালয়েশিয়ার যে সকল কাজের উপরে বেশি লোক নিচ্ছে এবং যে সকল কাজে বেতনের পরিমাণ বেশি

আমি সেই কাজ গুলো নিচে বিস্তারিত বর্ণনা করব। আপনার সুবিধামতো অর্থাৎ আপনি যে কাজটির উপর

দক্ষ সেই কাজটির উপর যাবেন। আর যাদি পূর্ব দক্ষতা না থাকে তবে আপনার পছন্দ মত কাজের উপর

দক্ষতা অর্জন করে সেই কাজে যাবেন। তবেই দেখবেন আপনি আপনার আশানুরুপ আয় করতে পারছেন।

অন্যথায় আপনি লাভবান হতে পারবেননা। আর এর মধ্যে যে সকল কাজ গুলো উল্লেখযোগ্য সে গুলো

হলো-

মালয়েশিয়া ভিসার জন্য কাজের তালিকা:

১. বিল্ডিং কন্ট্রাকসন।

২. হোটেল কর্মীর কাজ।

৩. মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের ফ্যাক্টরির কাজের ভিসা।

৪. ক্লিনিয়ারের ভিসায় মালয়েশিয়া কাজ।

৫. ড্রাইভিং কাজের জন্য মালয়েশিয়া।

৬. মালয়েশিয়া পাইপফিটারের কাজের উপর প্রচুর লোক নিয়োগ করে থাকে।

৭. টাইলসের কাজের উপর মালয়েশিয়া ভিসা দিয়ে থাকে।

৮. যেহেতু এই দেশে প্রচুর পরিমাণে মিল ফ্যাক্টরি রয়েছে তাই ইলেট্রিক কাজের উপর প্রচুর ভিসা হয়ে থাকে।

৯. এই দেশটিতে মেকানিক্যাল কাজের উপর লোকের ব্যাপক চাহিদা রয়েছে।

১০. প্রচুর পরিমাণে পাম গাছ ও কৃষি কাজ থাকার জন্য মালয়েশিয়া এই কাজ করার জন্য অনেক ভিসা দিয়ে থাকে।

১১. হাসপাতাল উন্নতমানের থাকায় প্রচুর লোক এই দেশটিতে সেবা নেয়ার জন্য আসে তার জন্য  মেডিকেল ক্লিনার প্রয়োজন হয়ে থাকে। আর তাই এই পদে প্রচুর লোক নিয়োগ করে থাকে।

১২. মালয়েশিয়া প্রতিটি রাস্তা অনেক উন্নত মানের যার জন্য প্রতি বছর  রাস্তার কাজ করার জন্য লোক নিয়োগ দিয়ে থাকে।

১৩. অর্থনৈতিক দিক দিয়ে এই দেশটি স্বনির্ভর হওয়ার জন্গয তারা প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করে যার জন্য এই সেক্টরে অনেক লোক নিয়োগ করে থাকে।

১৪. ফ্যাক্টরি ও বাহিরের লোকের সমাগম থাকায় প্রতিবছর প্রচুর পরিমাণে প্যাকেট যাত খাদ্য বাজের বিক্রি করে থাকে যার জন্য ফুড প্যাকেজিং এর কাজে অনেক লোক নিয়ে থাকে।

১৫. অনেক খাবার হোটেল থাকায় রেস্টুরেন্ট কর্মীর প্রচুর চাহিদা রয়েছে।

১৬. মালয়েশিয়া গার্মেন্টসর এর জন্য অনেক উন্নত এখানে অনেক গামেন্টস রয়েছে। যার ফলে তাদের  এই সেক্টরে প্রচুর কর্মীর প্রয়োজন হয়।

মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি

বর্তমানে অনেক দেশেই বিদেশে যাওয়ার ব্যাপারে দালালের দৌরাত্ম্য বেড়েছে বহুগুণ। আর এরই

ধারাবাহিকতায় ঘরে ঘরে দেখা যাচ্ছে আদম এজেন্সিগুলো । আর এই সকল এজেন্সির গুলো ভিড়ে আসল

এজেন্সি খুঁজে পাওয়া বড়ই কঠিন। তাই আপনারা যারা মালয়েশিয়া যেতে চান তাদের সিদ্ধান্ত নিতে যেন

সহজ হয়, সেই জন্য আমি আপনাদের কে কিছু সরকার অনুমোদিত এজেন্সির নাম নিচে দিয়ে দিব । যে

এজেন্সিগুলো বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। এ সকল এজেন্সির মাধ্যমে আপনি বিদেশ গেলে

সেক্ষেত্রে  প্রতারণার হাত থেকে অনেকটা রেহাই পাবেন। এজেন্সিগুলো হল নিম্নরূপ-

মেসার্স ওকে কুইক এক্সপ্রেস।

মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল।

দ্য সুপারস্টার ইস্টার্ণ লিমিটেড।

মদিনা ওভারসিস।

আমিন ট্যুরস এন্ড ট্রাভেলস।

ইউনিক ইস্টার্ন প্রাইভেট।

প্রান্তিক ট্রাভেলস এন্ড ট্যুরিজম

দাহ মাশিক কর্পোরেশন লিমিটেড।

আইএসএমটি হিউম্যান রিসোর্স ।

মৃধা ইন্টারন্যাশনাল।

ম্যানিস পাওয়ার করপরেশন।

রাব্বি ইন্টারন্যাশনাল।

আদিতি ইন্টারন্যাশনাল।

আল খামিস ইন্টারন্যাশনাল।

পি আর ওভারসিজ লিমিটেড।

ইফতি ওভারসিজ।

দরবার গ্লোবাল ওভারসিজ।

  ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল

ফোর সাইট ইন্টারন্যাশনাল।

এমএস কাশিপুর ওভারসিজ।

মুবিন এয়ার ইন্টারন্যাশনাল।

নাভিরা লিমিটেড ।

জেজি আলফালা।

রুবেল বাংলাদেশ লিমিটেড ।

দিশারি ইন্টারন্যাশনাল।

এমএস জিএমজি ট্রেডিং।

এস এম আল হেরা ওভারসিস।

ফিউচার ইন্টারন্যাশনাল।

মেসার্স জান্নাত ওভারসিজ।

মিডওয়ে ওভারসিজ।

স্ট্যান্ডফোর্ড এমপ্লয়মেন্ট।

মোঃ নুরুজ্জামান।

আহাদ ইন্টারন্যাশনাল।

জেএমজি অ্যাসোসিয়েট।

এমএস এলিগ্যান্ট ওভারসিস।

পি এন এন্টারপ্রাইজ কোম্পানি।

আমান এন্টারপ্রাইজ।

আক্তার রিক্রুটিং এজেন্সি।

রানওয়ে  ইন্টারন্যাশনাল।

সেলিব্রেটি ইন্টারন্যাশনাল।

সুলতান ওভারসিজ।

প্রভাতী ইন্টারন্যাশনাল।

এমএসবিডি গ্লোবাল বিজনেস।

সাদিয়া ইন্টারন্যাশনাল।

বিএনএস ওভারসিজ।

ট্রান্স এসিয়া ইন্টারগেট।

গ্যালাক্সি কর্পোরেশন ।

গাজীপুর এয়ার ইন্টারন্যাশনাল।

আল ফারাহ হিউম্যান।

অপরাজিতা ওভারসিজ।

আরআরসি হিউম্যান

আদিব এয়ার ট্রাভেলস।

আকাশভ্রমন ।

আল-রাবেতা ইন্টারন্যাশনাল।

ব্রাদার্স ইন্টারন্যাশনাল।

ইম্পেরিয়াল রিসোর্স ।

আহমেদ ইন্টারন্যাশনাল ।

আল-বুখারী ইন্টারন্যাশনাল।

আমিয়াল ইন্টারন্যাশনাল ।

বিনিময় ইন্টারন্যাশনাল।

বি এম ট্রাভেলস।

ক্যাথারসিস ইন্টারন্যাশনাল।

গ্রীনল্যান্ড ওভারসিজ।

আভিং এন্টারপ্রাইজ।

নিউ এইজ ইন্টারন্যাশনাল।

ঐচি ইন্টারন্যাশনাল।

অর্বিটাল এন্টারপ্রাইজ।

পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল।

১২৯৮ সরকার ইন্টারন্যাশনাল।

শাহীন ট্রাভেলস।

স্নিগ্ধা ওভারসিজ।

এস ও এস ইন্টারন্যাশনাল।

সাউথ পয়েন্ট ওভারসিজ।

ইউনাইটেড ম্যানপাওয়ার।

জাহরত অ্যাসোসিয়েট ।

এম ইন্টারন্যাশনাল

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে এর শেষ নিবেদন

আশা করি উপরোক্ত মালয়েশিয়া যেতে কত টাকা লাগে বিষয়ে আমি পর্যাপ্ত তথ্য দিতে পেরেছি । এর

পরও যদি আপনাদের মনে মালয়েশিয়ার ব্যাপারে কোন বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমাদের

কমেন্ট সেকশনে লিখতে পারেন। পরবর্তী লেখায় আপনাদেরকে জানিয়ে দেয়া হবে । এছাড়াও

মালয়েশিয়ার ব্যাপারে আমাদের আরও অনেকগুলো লিখা আছে যে গুলো আপনি প্রয়োজন মনে করলে

পড়তে পারেন। কারণ আমরা চেষ্টা করেছি মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে যত প্রশ্ন আপনার হতে পারে সে

সকল প্রশ্ন নিয়ে। যেখানে এই বিষয়ে আমাদের বিশদভাবে লেখা আছে, যার লিংক নিচে দিয়ে দিলাম।

লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি লেখাটি ভালোলেগে থাকে তবে

সবার সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল।

একই জাতীয় আরো লেখা :

সৌদি ভিসা প্রসেসিং

সৌদি আরব ভিসা চেকিং

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি

কাতারে কোন কাজের চাহিদা বেশি।

সিংঙ্গাপুরে কোন কাজের চাহিদা ও বেতন বেশি।

কানাডায় কোন কাজের চাহিদা বেশি।

মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি

সৌদি আরব ভিসা কত প্রকার

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

সুইজারল্যান্ড নাগরিকত্ব পাওয়ার উপায়
আসলামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলব সুইজারল্যান্ড নাগরিকত্ব পাওয়ার …

সুইজারল্যান্ড নাগরিকত্ব পাওয়ার উপায়

জাপান কোন মহাদেশে অবস্থিত
আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলব জাপান কোন মহাদেশে …

জাপান কোন মহাদেশে অবস্থিত

About The Author

24 Favor

3 Comments

  1. Pingback: দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি ও ইসলামে সহবাসের নিয়ম
    December 12, 2022
  2. Pingback: দীর্ঘ সময় মিলন করার ট্যাবলেট হোমিও ও ভেষজ ঔষধ
    December 13, 2022
  3. Pingback: দুবাই শ্রমিকের ইলেকট্রিক কম্পানি কাজের বেতন কেমন
    February 6, 2023
  4. Pingback: দুবাই হাউজ ড্রাইভিং ভিসা বেতন কত ও সিকিউরিটি গার্ড কোম্পানি
    February 9, 2023
  5. হুমায়ুন কবির

    ইলেকট্রনিক কাজ

    March 31, 2023
    • Syeful Islam

      আপনি কি ইলেকট্রনিক কাজে সেখানে যেতে চান তবে আমাদের এই বিষয়ে লেখা আছে সেটা পড়তে পারেন। দেখবেন লেখার শেষে সকল লেখার লিংক দেয়া আছে সেখান থেকে আপনি খুব সহজেই পেয়ে যাবেন।

      June 3, 2023
  6. Bernetta Feirer

    Your expressions seamlessly lead my imagination. I automatically picture every aspect you depict.

    July 24, 2023

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh