ফিনল্যান্ড কাজের ও স্টুডেন্ট ভিসা : আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু গরুত্বপূর্ণ বিষয় নিয়ে
আলোচনা করবো যে বিষয় গুলো অনেকর জন্যই খুবই প্রয়োজন। কারণ বর্তমানে বিশ্বের উন্নত দেশ
গুলোর মধ্যে ফিনল্যান্ড হচ্ছে অন্যতম। আর বিশ্বে বসবাস করার জন্য যে দেশ গুলো আছে তাদের মধ্যে
শান্তির দিক দেয়ে এক নম্বরে আছে এই দেশটি। তাই বর্তমানে অনেকেই এই দেশে চাকুরী. লেখাপড়া ও
স্থায়ীভাবে বসবাস করার জন্য চেষ্টা করছেন। আর যারা এই দেশটিতে কাজের ভিসা ও স্টুডেন্ট ভিসা নিয়ে
গিয়ে স্থায়ীভাবে নাগরিকত্ব পেতে চান তাদের জন্য আমার এই লেখাটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই প্রথম
থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন এই লেখাটি।
ফিনল্যান্ড কাজের ভিসা আবেন
ফিনল্যান্ড কাজের ভিসা আবেন : বর্তমানে বিশ্বের এই শান্তিপূর্ণ দেশটিতে করোনা পরবর্তী সময়ে
কাজের জন্য অনেক বিদেশ থেকে লোকবল নিয়োগ করা হচ্ছে। তাই আপনিও ইচ্ছে করলে সেখানে যেতে
পারেন । আর এর সাথে আপনি সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর
তাই আপনার জন্য এই তথ্যগুলো অনেক কাজে লাগবে । কারণ বর্তমানে আপনি খুব সহজেই এই
দেশটিতে কাজের জন্য ভিসা আবেদন করা যায়। যা আপনার জন্য সেখানে যাওয়ার দ্বার উন্মুক্ত করেছে।
তাই আসুন এখানে বিস্তারিত আলোচনা করবো আপনি কোন লিংক অনুসরণ করে এখানে আবেদন করতে
পারেন এবং তার জন্য আপনাকে কি করতে হবে।
প্রথমে আপনি যদি সে দেশে যাওয়ার জন্য চিন্তা করে থাকেন তবে আপনাকে বিশেষ কোন কাজে দক্ষতা
থাকতে হবে তবে সেখানে যাওয়া অনেক সহজ হয়। তবে সবথেকে বেশি সুযোগ পেয়ে থাকে যাদের ডাক্তারি
বা আইটি পেষায় দক্ষতা আছে তাদের জন্য সবথেকে সেখানে যাওয়া বেশি সহজ হয়। তাই আপনি যদি
সেখানে খুব সহজেই যেতে চান তবে নিজেকে ডাক্তারি বা আইটি পেষায় দক্ষ করে গড়ে তুলুন। এছাড়াও
আরো বেশ কিছু পেশায় সেখানে যাওয়া যায় যেমনঃ হোটেল সেফ, জেনারেল ক্লিনিয়ার, কৃষি পেষা, কার
ড্রাইভিং ইত্যাদি। আর আপনি যদি কাজের ভিসার জন্য বা চাকুরীর জন্য আবেদন করতে চান তবে নিচের
লিংক অনুসরণ করে আবেদনটি সম্পন্ন করুন। আর সেই ক্ষেত্রে তারা যদি আপনাকে যোগ্য মনে করে তবে
আপনাকে জব অফার দিলেই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ফিন্যান্ড স্টুডেন্ট ভিসার নতুন খবর
ফিন্যান্ড স্টুডেন্ট ভিসার নতুন খবর : এই দেশটিতে লেখা পড়া করার জন্য খুবই সুবিধাজনক। কারণ
হিসেবে এই দেশটির লেখাপড়া অনেক উন্নত হওয়াতে বিশ্বের অনেক দেশ থেকেই এখানে লেখা পড়া করার
জন্য লোক জন এখানে এসে থাকে। তাই বর্তমানে এখানে লেখা পড়া করার সুযোগ বেড়ে গেছে বহু গুনে।
এছাড়াও এই দেশটিতে লেখা পড়া করার জন্য সেই দেশের সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাই
আপনি যদি ইচ্ছে করেন তবে খুব সহজেই এই দেশটিতে লেখা পড়া করার জন্য আসতে পারেন। আর এর
জন্য ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসার যে নতুন খবর তাহলো
ফিনল্যান্ড নাগরিকত্ব পাওয়ার পুরাতন নিয়ম
ফিনল্যান্ড নাগরিকত্ব পাওয়ার পুরাতন নিয়ম : পূর্বে এই দেশটিতে নাগরিকত্ব পাওয়া অনেকটা সহজ
ছিল যেমন কেউ যদি ইউরোপের এই দেশটিতে একবার কাজের জন্য বা লেখা পড়া করার জন্য এখানে এসে
৫ বছর বসবাস করে ভাষা শিক্ষা পরিক্ষায় ( YKI ) পাশ করতে পারে তখন তাকে বসবাসের জন্য অনুমোধন
দেয়া হয় আর এই পরিক্ষাটি হবে সুইডিস বা ফিনিস ভাষার উপর। আর স্থায়ীভাবে বসবাসের জন্য ৪ বছর
ওয়ার্ক পারমিট থাকলে তখন স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করা যেত। আর এক্ষেতে যারা স্টুডেন্ট
ভিসায় আসতো তাদের জন্যও এই নিয়ম একই ।
ফিনল্যান্ড নাগরিকত্ব পাওয়ার নতুন নিয়ম
ফিনল্যান্ড নাগরিকত্ব পাওয়ার নতুন নিয়ম : ১৬ জুন ২০২৩ থেকে ফিনল্যান্ডে নাগরিকত্ব হওয়ার
বিষয়ে আগে যে নিয়ম ছিল তা পরিবর্তন হয়ে আগে যেখানে ৫ বছর খেকেই ভাষা পরিক্ষা দিয়ে স্থায়ীভাবে
থাকা যেতে সেখানে এখন ৮ বছর থাকতে হবে তার সাথে ফিনিস বা সুইডিস ভাষা পরিক্ষার পরিক্ষা দিতে
হবে। আর পারমান্টে রেসিডেন্সপ এর জন্য আগে যেখানে ৪ বছর বসবাস করলেই হতো এখন সেখানে ৬
বছর থাকতে হবে। আর এর সাথে আপনাকে ভাষা পরিক্ষায় পাশ করতে হবে। আবার কেউ যদি প্রতি বছর
৪০ হাজার ইউরো ইনকাম করে তবে সেউ পারমান্ট রেসিডেন্স এর জন্য আবেদন করতে পারবে। আবার
কারো যদি ৩ মাসের বেশি জব না থাকে তবে তার রেসিডেন্সিয়াল বাতিল করে দেয়া হবে। সব দিকে থেকে
মিলিয়ে দেখা গেছে আগে যেখানে এই দেশটিতে নাগরিকত্ব পাওয়া সহজ ছিল তা এখন অনেকটা কঠিন
হয়ে গেছে।
ফিনল্যান্ড কাজের ও স্টুডেন্ট ভিসা এর শেষ উক্তি
ফিনল্যান্ড কাজের ও স্টুডেন্ট ভিসা এর শেষ উক্তি : পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের
মত এখানেই শেষ করতে যাচ্ছি আমার এই লেখাটির। আশাকরি উপরোক্ত তথ্যগুলো আপনাদের অনেক
উপকারে আসবে। এছাড়াও আপনি যদি আরো কোন বিষয়ে জানতে চান তবে আমাদের কাছে প্রশ্ন করে
জেনে নিতে পারেন। আমাদের এই সাইটের মাধ্যমে প্রতিনিয়ত ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে
তথ্য শেয়ার করে থাকি। তাই আপডেট তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। তবেই পেয়ে যাবেন নতুন নতুন
সকল আপডেট তথ্য। প্রথম থেকে শেষপর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
একই বিষয়ে পড়তে নিচের লিংকে ক্লিক করুন
ফিনল্যান্ড যাওয়ার নিয়ম ও বাংলাদেশী
ফিনল্যান্ডের মুদ্রার বা টাকার ছবি
পোল্যান্ড কোন কাজের চাহিদা বেশি