জার্মানি ভিসা ও প্রসেসিং

আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভাল আছেন। আজকে কথা বলব জার্মানি ভিসা ও প্রসসিং নিয়ে ।আপনারা যারা জার্মানি যেতে

 ইচ্ছুক তারা অবশ্যই এই লেখাটি পড়ুন ।এই লেখাটি পড়লে আপনি জার্মানির ভিসা ও প্রসেসিং সম্পর্কে সবকিছু জানতে পারবেন। তাই যারা জার্মান

যেতে চাচ্ছেন বা নিজের আত্মীয়-স্বজন কে পাঠাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই জার্মানি ভিসা ও প্রসসিং লেখা টি  প্রথম থেকে শেষ

পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

জার্মানি ভিসা

জার্মানি ভিসা

 

জার্মানি ভিসা:  জার্মানি হল একটি পশ্চিম ইউরোপীয় দেশ। যেখানে নদী ,বন , পর্বত মালা এবং উত্তর সাগর সৈকত ল্যান্ডস্কেপ রয়েছে। এটির

রয়েছে প্রায় দুই সহস্রাব্দ বেশি ইতিহাস।এর রাজধানীর নাম বার্লিন, শিল্প এবং রাতের জীবনের দৃশ্য, ব্র্যান্ডেনবার্গ গেট এগুলোর জন্য জার্মান ব্যাপক

বিখ্যাত। এছাড়াও রয়েছে মিউনিখ তার অক্টোবর ফেস্ট এবং ১৬ শতক এর হফব্রোহাউস সহ বিয়ার হল যার জন্যও জার্মান অনেক পরিচিত।

ফ্রাংকফুট এর আকাশচুম্বী অট্টালিকা সহ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এর বাড়ি এমন অনেক দর্শনীয় বিখ্যাত স্থাপত্য রয়েছে জার্মানে। যা দেখার জন্য

প্রতি বছর  হাজার হাজার বাংলাদেশি নাগরিকরা টুরিস্ট ভিসা, ভিজিট ভিসা এবং অন্যান্য বিভিন্ন প্রকার ভিসার মাধ্যমে গিয়ে থাকেন। এ ছাড়াও

আরো  রয়েছে বিভিন্ন ধরনের ভিসা যার মাধ্যমে বাংলাদেশী নাগরিক বৈধভাবে জার্মানি যেতে পারে। তাদের মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল ।

জার্মানি ট্রানজিট  ভিসা, জার্মানি এয়ারপোর্ট ট্রানজিট ভিসা ,জার্মানি টুরিস্ট ভিসা, জার্মানিতে পরিবার বা বন্ধুদের দেখার জন্য ভিসা, জার্মানি ,

বিজনেস ভিসা  জার্মানি অফিশিয়াল ভিজিট ভিসা, জার্মানি মেডিকেল ভিসা ও জার্মানি স্টুডেন্ট ভিসা ইত্যাদি।

জার্মানি ভিসা প্রসেসিং

জার্মানি ভিসা প্রসেসিং:  জার্মান এম্বাসি আপনাকে ভিসা ইন্টারভিউ এর ডেট দিতে অন্তত একমাস সময় নেবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব

এম্বাসিতে মেইল করেন পারলে যেদিন অফার লেটার পেয়েছেন সেইদিনই মেইল করেন। এম্বাসি আপনাকে ২ থেকে ১৫ দিনের মধ্যে রিপ্লাই করবে

কখনো কখনো আবার বেশী সময় ও নিতে পারে অপেক্ষা করুন। আর এই সময় নষ্ট না করে জার্মান এম্বাসি ওয়েবসাইট এ খোঁজ নিন সার্চ

করেন ভিসা  ইন্টারভিউ সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং টাকা, ডকুমেন্টস রেডি করা, জার্মান পাসপোর্ট সাইজের ছবি তোলা, এই

কাজ গুলা করতে থাকেন। কখনো কখনো এম্বাসি অনেক শর্ট নোটিশে আপনাকে ভিসা ইন্টারভিউ ডেট দিতে পারে। তাই এই কাজগুলো

করা থাকলে খুব তাড়াতাড়ি গুছাতে পারবেন। ডেট পাবার পর যে বিষয়টা আপনাকে খুব বেশি প্যারা দেবে তা হল থাকার জায়গা ।তাই যারা

 আগে এপ্লাই করেছেন তারা ওদের মেইল করেন বলেন যে আপনার রুম দরকার তা নাহলে এম্বাসি প্রবলেম করবে ওরা রুম

 থাকলে সাধারণত ইন্টারন্যাশানাল স্টুডেন্টদের নিরাশ করে না।তাই রুম থাকলে আপনাকে দিয়ে ‍দিবে। তানাহলে আপনাকে

হোস্টেলে  এ ৩০ দিন এর জন্য বুকিং দিয়ে এর রিপ্লাই মেইল প্রিন্ট এম্বাসিতে নিয়ে যাবেন। ইনসিওরেন্স এর জন্য ঢাকা ইনসিওরেন্স ভালো।

  তবে খেয়াল রাখবেন হাউসিং এবং ইনসিওরেন্স এর ডেট যেন এক হয়। ইদানিং এম্বাসি এটা নিয়ে প্রবলেম করছে। যদিও আপনার  ভিসা

 অনুমোদন হবে আপনি যে সিটিতে হাউসিং পাইছেন সেই সিটি এর এলিয়েন রেজিস্ট্রেশন অফিস থেকে কিন্তু আপনি যদি ভিসা অফিসার  কে

 সন্তুষ্ট করতে না পারেন তাহলে আপনার ভিসা হবে না এটা নিশ্চিত। সুতরাং ভিসা পেতে হলে ইন্টারভিউ ভালো করতে হবে ।

তাই ইন্টারভিউয়ের দুই থেকে তিন দিন আগেই সব কাজ শেষ করে ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নেন ।

জার্মানি ভিসা ও প্রসেসিং এর শেষ উক্তি

পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের  জার্মানি ভিসা ও প্রসেসিং লেখা টি।এটি সুন্দর একটি তথ্যমূলক লেখা। আশা করি

লেখা টি পড়লে আপনারা অনেকেই উপকৃত হইবেন। এর পরেও যদি আপনাদের আরো কোন বিষয়ে জানার থাকে তবে অবশ্যই কমেন্ট  বক্সে

জানাবেন। আমরা তার উত্তর দিয়ে আপনাকে সে বিষয় টি জানিয়ে দিব। আমরা এই সাইটে বিদেশের ব্যাপারে তথ্য দিয়ে থাকি। তাই যারা বিদেশের

ব্যাপারে জান্তে ইচ্ছুক  তারা আমাদের এই সাইট থেকে জানতে পারবেন। নিচে আরও কিছু লেখার লিংক আপনাদের সাথে শেয়ার করা হল। প্রয়োজন

 মনে করলে সেগুলো পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত জার্মানির ভিসা ও প্রসেসিং লেখা টি

পড়ার জন্য। ভুলত্রুটি  ক্ষমা সুন্দর  দৃষ্টিতে দেখবেন।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *