ইতালি ভিসা খরচ– লেখাটি তাদের জন্য বেশি কাজে লাগবে যারা বর্তমানে ইউরোপের সবচেয়ে আলোচিত দেশ ইতালিতে যাওয়ার
জন্য অধীর আগ্রহে আছেন, বা যাওয়ার জন্য প্ল্যান করছেন। কিন্তু বিভিন্ন কারণে যেতে পারছেন না, আবার কেউ কেউ হয়তোবা
কিভাবে যেতে হবে সে বিষয়টি জানেন না । আবার কেউবা হয়তো ইতালি যাওয়ার জন্য অনেক টাকা খরচ হয় সেই চিন্তা করে
যাচ্ছেন না । তাই আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যে বিষয়গুলো জানার পর আপনি ইতালিতে যাওয়া আপনার
জন্য অনেক সহজ হয়ে যাবে। তাই প্রথম থেকে আমাদের ইতালি ভিসা খরচ লেখাটি পড়তে থাকুন আর জেনে নিন কিছু
গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার ইতালিতে যেতে সহায়তা করবে। একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
ইতালি ভিজিট ভিসা খরচ
ইতালি ভিজিট ভিসা খরচ– অনেকেরই আত্মীয় স্বজন ইতালিতে থাকেন, আবার কেউবা অনেক সময় বাড়ানোর জন্য ইতালিতে
গমন করে থাকেন। বিশেষ করে যারা ভ্রমন প্রিয় লোক তারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন, আর আপনি যদি ইতালিতে
ভ্রমণ করতে চান অথবা আপনার আত্মীয়র সাথে দেখা করার জন্য সেখানে যেতে চান তবে সেই ক্ষেত্রে আপনাদের কত খরচ কত
হতে পারে এই বিষয়টা আজকে এখানে আপনাদের বিস্তারিত তুলে ধরবো যাতে করে আপনাদের এই বিষয়ে পূর্ণ ধরণা তৈরী হয়।
যদি আপনি ইউরোপের এই দেশটিতে ভিজিট ভিসায় যেতে চান তবে আপনার খরচ হবে বাংলাদেশের ৫লক্ষ টাকার মত। তবে
আপনি যদি দালাল বা এজেন্সির দ্বারা যান তবে সে ক্ষেত্রে অনেক বেশি খরচ হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি টাকার ব্যাপারে আগে
থেকেই আলোচনা করে নিবেন।
ইতালি স্টুডেন্ট ভিসা খরচ ২০২৩
ইতালি স্টুডেন্ট ভিসা খরচ ২০২৩ -পড়াশোনার পাশাপাশি খুব সহজেই যে দেশটিতে নাগরিকতা পাওয়া যায়, সে ইউরোপের
দেশটির নাম হচ্ছে ইতালি। আপনি যদি লেখাপড়া করার জন্য এই দেশটিতে একবার প্রবেশ করতে পারেন, তবে খুব সহজেই
সেখানে চাকরি সুবিধাসহ নাগরিকত্ব পেয়ে যাবেন। আর তাই অনেকেরই এই দেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে থাকেন। তবে অনেক
সময় ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারে না শুধু অনেক টাকা খরচ হওয়ার কারণে। কিন্তু সাধারণ মানুষ এই বিষয়টি জানেনা যে
আমাদের টাকার বেশি অংশ দালালের হাতে চলে। যায় যার জন্য বিদেশ যাওয়ার ব্যাপারে আমাদের অনেক বেশি খরচ পড়ে যায়।
আজকে আমি এখানে বলতে চাই আপনারা যদি পড়াশোনার জন্য এই দেশটিতে যেতে চান তবে টিউশন ফি সহ বিভিন্ন
ইউনিভারসিটি বা স্কুলের খরচ হিসাব করে বিভিন্ন অংকের টাকার প্রয়োজন হয়। কারণ অনেকেই ফুলফ্রি স্কলারশিপ পেয়ে থাকেন।
তাই যে পরিমাণের খরচ হোকনাকেন আপনি তা খুব সহজেহই জানতে পারবেন। কারণ সেই ক্ষেত্রে আপনাকে তারা টাকার রশিদ
দিবে। তবে অনেক সময় দেখা যায় যারা নিজে নিজে ভিসা প্রসেসিং করে তাদের অনেক কম টাকা খরচ হয়ে থাকে সেই ক্ষেত্রে ১.৫
লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লাখ টাকা লাগবে। কিন্তু আপনি যদি এজেন্সি বা দালালের মাধ্যমে যেতে চান তবে তা ৭ থেকে
১০ লক্ষ টাকায় পৌছাবে। তাই এই ভাবে বিদেশ যাওয়ার আগেই ভালো এজেন্সি বা দালাল এর দ্বারা যেতে হবে। যাতে করে প্রতারিত
না হতে হয়।
ইতালি ওয়ার্ক পারমিট ভিসা খরচ ২০২৩
যদিও সবসময় ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় না, তবে বিভিন্ন সময়ে সেই দেশের কাজের চাহিদার ওপর ভিত্তি করে
ইতালির সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোক নিয়োগ করে থাকে। আর তখন তারা ওয়ার্ক পারমিট ভিসা প্রদান করে থাকেন, এর
আওতায় অনেক দেশ থেকেই সে দেশে লোক নিয়োগ করা হয়ে থাকে। আর সেই ক্ষেত্রে একজন লোক যদি সে দেশে যেতে চায়
তবে তার খরচ করতে হবে বা সেখানে যেতে কত টাকা খরচ করতে হবে। এই বিষয়গুলো অনেকেরই অজানা থেকে যায়, যার ফলে
অনেকের কাছ থেকে ১৫ থেকে ২০ লক্ষ টাকা এজেন্সি, বা দালাল চক্র হাতিয়ে নিয়ে থাকে। তাই আপনি যদি এই দেশটিতে কাজের
জন্য আসতে চান এবং আপনার কোন নিকট আত্নীয় বা বন্ধু বান্ধব থাকে তবে সেক্ষেত্রে সর্বোচ্চ ১.৫ থেকে ২ লক্ষ টাকার প্রয়োজন
হবে।
ইতালি ভিসা খরচ শেষ কথা
আশা করি ইতালি ভিসা খরচ বিষয়ে বিস্তারিত তথ্য পেয়েগেছেন। তথ্য গুলো আপনাদের কাছে সুস্পষ্ট ধরনা দিতে পেরেছে।
ইতালির বিষয়ে যদি আপনাদের আরো অন্য কোন বিষয়ে জানার থাকে তবে প্রশ্ন করতে পারেন। এছাড়াও ইতালিতে যাওয়ার বিষয়ে
আমাদের আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ লেখা আছে। আপনি সেই লেখাগুলো পড়তে পারেন । নিচে বিস্তারিত লিঙ্ক দেওয়া হল
সেখান থেকে পড়ে নিতে পারেন। লেখা টি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল
যেন সবাই এই লেখা থেকে উপকৃত হতে পারে । একই সাথে প্রতারণার হাত হতে সাবধান হতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত
ইতালি ভিসা খরচ লেখাটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
একই জাতীয় আরো লেখা :
- ইতালিতে শ্রমিকের বেতন কত
- ইতালিতে শ্রমিক বা কর্মী নিয়োগ ২০২৩
- ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের শ্রমিকদের বেতন কত?
- ইতালি যেতে কত টাকা লাগে ২০২৩
- ইতালি ভিসা চেক
- ইতলি ভিসা আবেদন প্রক্রিয়া
- ইতালি ভিসা আবেদন করার নিয়ম
- ইতালি ভিসা এপ্লিকেশন ফর্ম ফর বাংলাদেশী
- ইতালি ভিসা খরচ ২০২৩
- ইতালি টুরিস্ট ভিসা খরচ ২০২৩
- ইতালিতে নন সিজনাল বা স্পন্সর ভিসা প্রসেসিং
- কৃষি কাজের জন্য ভিসা প্রসেসিং
- ইতালিতে টুরিস্ট ভিসা প্রসেসিং সিস্টেম
- ইতালি ভিসা ২০২৩
- ইতালিতে বাসা ভাড়া
- এসাইলাম ( Asylum/Refugee) আবেদনের নিয়ম
- সানাটোরিয়া ( Sanatoria) আবেদন পদ্ধতি
- ইতালিতে নাগরিকত্ব পাওয়ার উপায় বা ইতালি গ্রিন কার্ড
- ইতালিতে কোন কাজের চাহিদা বেশি
- ইতালিতে বৈধ হওয়ার উপায়