ইতালি ওয়ার্ক পারমিট স্পন্সর ও সিজনাল ভিসা আবেদন ২০২৩

ইতালি ওয়ার্ক পারমিট ভিসা- বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করার জন্য, বা বসবাসের জন্য লোক গিয়ে থাকে। আর

সবার পছন্দের তালিকায় ইতালি হচ্ছে অন্যতম। কারণ এই দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সেনজেনভুক্ত দেশ । যার ফলে অনেক

লোক এই দেশে যেতে চায়। কারণ যদি এই দেশে একবার প্রবেশ করতে পারে তবে খুব সহজেই স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড

পাওয়া যায়। আর তার জন্য অনেকেই যেকোনোভাবেই এই দেশে যেতে চান। এখানে যাওয়ার জন্য বেশ কিছু মাধ্যম আছে বা পদ্ধতি

আছে যার মাধ্যমে আপনি  এই দেশে আসতে পারেন। আর তাদের মধ্যে হচ্ছে স্পন্সর ভিসা,সিজনালি ভিসা,ওয়ার্ক পারমিট ভিসা

উল্লেখযোগ্য। আজকে আমি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আপনার ইতালি যাওয়ার আগে

জানা একান্ত প্রয়োজন। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ইতালি ওয়ার্ক পারমিট ভিসা  লেখাটি

পড়তে থাকুন।

ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন নিয়ম

Italy city 24favor.come (1)
Italy city 24favor.come (1)

ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন নিয়ম- ইতালিতে অনেকেরই আত্মীয় স্বজন বর্তমানে অবস্থান করছেন। কারণ বিভিন্ন

‍উপায়ে তা হোক বৈধ বা অবৈধ এই দেশে বাংলাদেশ ও ইন্ডিয়া সহ বিশ্বের বহু দেশে থেকে প্রচুর সংখ্যক লোক বর্তমানে ইতালিতে

বৈধ বা অবৈধভাবে বসবাস করে আসছেন। যার ফলে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্পন্সর করে থাকে । আর তাই আপনি

কিভাবে সেই স্পনসর ভিসায় আবেদন করবেন সে বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা আছে। যেখান থেকে আপনি খু

ব সহজেই জেনে নিতে পারবেন। আপনি যদি এই ধরনের ভিসায় আসতে চান তবে কিভাবে আবেদন করতে হবে। আবেদনের সাথে

কিকি কাগজ পত্র লাগবে। কোথায় গিয়ে আবেদন করতে হবে। এই সকল বিষয়ে বিস্তারিত। আর তার জন্য আমাদের এই ইতালি

ভিসা আবেদন করার নিয়ম লেখাটি ক্লিক করুন। যেহেতু আমাদের এই বিষয়ে বিস্তারিত আরেকটি লেখা আছে তার জন্য

এখানে সেই বিষয়ে আলোচনা না করে লেখাটি সংক্ষিপ্ত করার চেষ্টা করা হয়ছে। তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ইতালি ওয়ার্ক পারমিট ভিসা

ইতালি ওয়ার্ক পারমিট ভিসা- বর্তমান ইতালিয়ান সরকার ওয়ার্ক পারমিট ভিসা চালু করেছেন। তাদের মন্ত্রিপরিষদে ঘোষণা

মোতাবেক ২০২৩ সালে মোট ৮২ হাজার ৭০৫ জন লোক তাদের দেশে বিভিন্ন কাইটেরিয়ায় নিয়োগ করবেন। যেখানে বাংলাদেশসহ

বিশ্বের অনেক দেশে থেকেই লোক যাওয়ার জন্য সুযোগ পাবেন। আর তাই  যদি ইতালি ওয়ার্ক পারমিট ভিসা সংগ্রহ করে সেই

ভিসায় যেতে চান তবে আপনাকে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হবে। আর তা নিম্নোক্ত বিস্তারিত আলোচনা করা হলো ।

প্রথমে আপনাকে ইতালিতে আপনার পরিচিত কোন লোক দ্বার আপনার কাগজ পত্র যে কম্পানি বা ব্যাক্তি আপনাকে নিয়োগ দিবে

সেই প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এবার যদি সেই দেশের সরকার তা অনুমোধন করেন তবে আপনি সেই ভিসা নিয়ে বাংলাদেশ বা

আপনার দেশের ইতালিয় এম্বাসিতে গিয়ে তাদের নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। আর তার জন্য আবেদনের সাথে বেশ কিছু

কাগজ পত্র আপনাক জমা দিতে হবে। সেখানে বেশ কিছু শর্ত আছে যে গুলো আপনাকে মানতে হবে। আর এই আবেদন জমা

দিতে যে সকল কাগজ পত্র লাগবে তার জন্য আমাদের এই ভিসা প্রসেসিং সিস্টেম লেখাটি পড়ুন সেখান থেকে আপনি বিস্তারিত

জানতে পারবেন আপনার কিকি কাগজ পত্র লাগবে।

ইতালি সিজনাল ওয়ার্ক ভিসা ২০২৩ অফিসিয়াল ওয়েবসাইট

ইতালি সিজনাল ওয়ার্ক ভিসা ২০২৩ অফিসিয়াল ওয়েবসাইট– ইতালিয়ান সরকার যখন ঘোষণা করেন ইতালিয়ান সিজনাল

ভিসার জন্য, তখন অনেকেই সেই দেশটিতে যাওয়ার জন্য অফিশিয়াল ওয়েবসাইট খুঁজতে থাকেন। কিন্তু তারা আদৌ জানেন না যে

এই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে, বা কোন দালালের মাধ্যমে আবেদন করলে সে ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে

যায়। আর তাই এখানে এই বিষয়টি নিয়ে আলোচনা করার তাগিদ অনুভব করছি। কারণ এই ধরনের প্রতারনার ফাঁদে পড়ে অনেকেই

তাদের সবকিছু হারাচ্ছে। যদি আপনি ইতালিয়ান যেতে চান তাহলে আপনার সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি হচ্ছে, আপনার পরিচিত জন

দ্বারা যে সকল প্রতিষ্ঠান আপনাকে কাজের জন্য নিবে তাদের কাছে আপনার কাগজ পত্র জমা দেয়া। তবেই কেবল সেই ক্ষেত্রে

আপনার ইতালি যাওয়া সহজ হবে। এ ছাড়াও অনেকেই দালালের মাধ্যমে আবেদন করে থাকে, তবে যে যেভাবে আবেদন করুক না

কেন নিয়ম একই রকম তবে আপনার অনেক বেশি টাকা খরচ হবে।  সেই ক্ষেত্রে তারাও তাদের নিজস্ব লোক দ্বারা সে কাজটি করে

থাকে। এর পরেও আপনি যদি কোন ধরনের তথ্য পেতে চান তবে প্রায় প্রতিটি দেশেই ইতালির এম্বাসি রয়েছে সেখান থেকে

প্রয়োজনীয় তথ্য পেতে পারেন আর বাংলাদেশের অফিসের ওয়েব সাইটের জন্য এখানে ক্লিক করুন। ইতালিয় ঢাকা এম্বাসি ওয়েব

সাইট

ইতালি সিজনাল ভিসার রেজাল্ট ২০২৩

ইতালি সিজনাল ভিসার রেজাল্ট ২০২৩- সবাই অধীর আগ্রহে ছিল দীর্ঘ ২ থেকে ৩ বছর পর আবার ইতালিয়ান সরকার বড়

ধরনের লোক নিয়োগের জন্য ফ্লুসি-২০২৩ ঘোষণা করেছে ঘোষণা করেছেন। যে প্রক্রিয়ার মাধ্যমে সেই দেশে বহু সংখ্যক পরিমাণ

লোক তারা বিভিন্ন কাজে নিয়োগ দিবেন। সেই ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত থেকেও লোক নিয়োগ করা হবে। তাছাড়াও বিশ্বের অন্যান্য

দেশ থেকেও সে দেশে লোক নিয়োগ করা হবে। আর তাই যারা কোভিট-১৯ পরবর্তী সময়ে অধীর আগ্রহে ছিলেন, ইতালিতে যাবেন

তাদের জন্য সৌভাগ্যের দ্বার খুলেছে। আশা করা যাচ্ছে জানুয়ারি ২০২৩ সাল থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাই যারা

এই প্রক্রিয়ার মাধ্যমে ইতালিতে যেতে চাচ্ছেন, তারা সব সময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন। কারণ আমাদের ওয়েবসাইটে

ইতালির যত আপডেট তথ্য আছে তা শেয়ার করা হয়। তাই আপনি যদি আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করেন তবে এখান থেকে

কারেন্ট তথ্য পেয়ে যাবেন। যাতে করে লোক নিয়োগ করার শুরুর ঘোষণা হওয়ার সাথে সাথে আপনি আপনার যোগ্যতা ও আপনার

পছন্দ অনুযায়ী আবেদন করতে পারেন। এছাড়াও আপনি সেই দেশে আপনার পরিচিত জন যারা আছে তাদের সাথে আগে থেকেই

আলোচনা করে রাখবেন, যেন তারা ভালো একজন লোকের সাথে যোগাযোগ করে এতে আপনার ভিসা পাওয়াটা অনেকটা সহজ

হবে।

ইতালি ভিসা আবেদন লিংক

যারা ইতালির ভিসা আবেদন লিংক খোঁজ করে থাকেন, কিন্তু না জানার কারণে তা পাননা। তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যতই

ইতালির ভিসা আবেদন করার লিংক খোঁজ করুননা কেন আপনি তারি সঠিক লিংক কোনদিনই পাবেন না। কারণ এই ধরনের

আবেদন লিংক থাকেনা। অনেকেই হয়তবা লিংক শেয়ার করতে পারে তবে তা সঠিক নয়। কারণ কোন নির্দিষ্ট করা কোম্পানি নেই

যে কোম্পানি আপনাকে ভিসা দিবে। তবে আপনি অনেক এজেন্সির লিংক পাবেন। এক্ষেত্রে আপনাদের সর্তকতার জন্য বলে রাখা

ভালো আপনি যদি আপনার পরিচিত লোক ধরে যেতে পারেন তবে আপনার জন্য ভালো।  অথবা ভালো কোন এজেন্সির মাধ্যমে

ভিসা প্রাপ্তির জন্য চেষ্টা করতে হবে। তাই যারা আবেদন করার জন্য বিভিন্ন ইউটিউব দেখে থাকেন আপনারা এই লিংক পাওয়ার

ব্যাপারে ব্যর্থতা ছাড়া আর কিছুই হবে না। কারণ আপনি কোনোভাবেই সরাসরি ভিসা আবেদনের জন্য লিংক পাবেন না।

ইতালি ওয়ার্ক পারমিট ভিসা এর শেষ উক্তি

আশা করি উপরোক্ত ইতালি ওয়ার্ক পারমিট ভিসা লেখার তথ্যগুলো আপনাদের বিদেশ যাওয়ার ব্যাপারে অনেক সহযোগিতা

করবে। কারণ যে সকল তথ্য গুলো এখানে উপস্থাপন করা হয়েছে সেগুলো একশভাগ নির্ভরযোগ্য তথ্য । এছাড়াও আপনার যদি

আরো কোন বিষয়ে জানার ইচ্ছে থাকে তবে আমাদের ইতালির বিষয়ে বিস্তারিত অনেক গুলো লেখা আছে অনেকগুলোও পড়তে

পারেন।  আশাকরি সে বিষয়গুলো আপনার কাজে লাগবে। নিচে সব গুলো লেখার লিংক শেয়ার করা আছে। আর এই লেখা টি পড়ে

যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত ইতালি ওয়ার্ক

পারমিট ভিসা  পড়ার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

2 comments

  1. mohammadekramulmali

    I am applying for garment and store keeper and agriculture jobs in Italy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *