ইতালি ওয়ার্ক পারমিট– এ স্বাগতম জানাচ্ছি, এটি হতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ লেখা। যে লেখার
মাধ্যমে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়গুলো
আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আর সেই বিষয়গুলো হচ্ছে ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসা
২০২৩ কিভাবে সম্পন্ন করবেন। স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য সেখানে কত খরচ পড়বে? ইতালিতে
আপনি যদি যেতে চান তবে সেক্ষেত্রে আপনার কত খরচ হবে? এই বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত তথ্য
তুলে ধরব। তার জন্য আপনি আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশায় ইতালি ওয়ার্ক পারমিট লেখাটি
শুরু করতে যাচ্ছি।
ইতালি ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩
ইতালি ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩- যে সকল ভাই ও বোনেরা এই ধরনের ভিসার মাধ্যমে ইতালি যেতে
চাচ্ছেন তাদের জন্য ২০২৩ সালের ফ্লুসি ঘোসনার মাধ্যমে সেই সুযোগটি উন্মুক্ত হয়েছে। তাই যারা এই
ধরনের ওয়ার্ক পারমিটের মাধ্যমে সেখানে যাবেন তারা আগে হতেই অর্থাৎ আবেদন জমাদান প্রক্রিয়া চালু
হওয়ার সাথে সাথেই যেন আবেদনটি জমা দেন। কারণ যারা আগে আবেদন জমা দিবে পূর্বের অভিজ্ঞতা
হতে দেখা যায় তাদের ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই মার্চ/২০২৩ মাস থেকে শুরু হবে আবেদন
নেয়া আর চলবে ডিসেম্বর/২০২৩ পর্যন্ত। আর আবেদনটি করতে যে প্রক্রিয়ায় আবেদন জমা দিতে হবে
তাহলো আপনাকে প্রথমে ইতালিতর অধিবাসি, বা আইনজীবি দ্বারা সেই দেশের বিভিন্ন কলকারখানা বা
কৃষি কাজের জন্য যারা নিয়োগ দিবে তাদের কাছে আবেদনটি জমা দিতে হবে। তার পর সেই কম্পানি
আবেদনটি সরকারী দপ্তরে জমা দেয়ার পর সরকার কতৃক তা যাচাই বাছাই করা হবে। যদি সব কিছু ঠিক
থাকে তবে ফ্লুসির ফল ঘোনার মাধ্যমে আপনাকে ওয়ার্ক পারমিট দেয়া হবে। আর সেই কাজের চুক্তি পত্র
সহ আরো কিছু প্রয়োজনীয় কাগজ একত্রি করে যার যার নিজের দেশের ইতালি মনোনিত যার ভিসা
আবেদন প্রসেসিং করে তাদের কাছে ভিসার জন্য আবেদন করতে হবে। এর পর ভিসা হাতে পেলে সেখানে
আপনি কাজের জন্য যেতে পারবেন।
ইতালি স্টুডেন্ট ভিসা খরচ ২০২৩
ইতালি স্টুডেন্ট ভিসা খরচ ২০২৩- এই প্রক্রিয়াটি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে মাধ্যমে সবসময় ইতালি যাওয়া যায়। তাই আজকে আমি এই লেখার মাধ্যমে আপনাদের জানিয়ে দিবো আপনি কত টাকার
বিনিময়ে ইতালিতে স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন। অনেকের কাছে এই বিষয়টি অজানা তাই এক শ্রেনীর
লোক প্রতারণা করে থাকে। তাই আজকের পর হতে আপনার সাতে যেন প্রতারণা করতে না পারে তার
জন্য খরচ হওয়ার ব্যাপারে বিস্তারিত তুলে ধরবো।
- আপনাকে ইতালি ভিসা ফি দিতে হবে- ৫০০০ টাকা বা ৫০ ইউরো।
- ভিএফএস গ্লোবাল সার্ভিস ফী- ৩৮০০ টাকা বা ৩৮ ইউরো।
- ব্যাংক ড্রাফট চার্জ- ২৭০ টাকা।
- IELTS করতে লাগবে -২০০০০ টাকার মত।
- আপনার পূবের কাগজ পত্র গুলো অ্যাটেস্টেড করতে লাগবে প্রায় ৪০০০ থেকে ৫০০০ টাকা।
- আপনি ইতালির যে কলেজে বা স্কুলে আবেদন করবেন সেখানে লাগবে প্রায় ৩০০০ থেকে ৪০০০টাকা।
- আইওএম এ ভেরিফিকেশন করতে লাগবে ১২০০০ থেকে ১৪০০০ টাকা।
- সকল ডকুমেন্ট ট্রান্সলেট করতে লাগবে- ৪৫০০ টাকা।
- ডিওবি ফি জমা দিতে হবে- ৮৬০ টাকা।
- যদি এক বছরের ইন্সুরেন্স ফি লাগে তবে সেখানে লাগবে -৩০০০০ টাকার মত।
- বিমান ভাড়া লাগেব – ৫৫০০০ থেকে ৮০০০০ টাকার মত।
- কোভিট টেস্ট করার জন্য লাগতে পারে -২৫০০ থেকে ৩০০০ টাকা।
- প্রতি বছর টিউশন ফি দিতে হবে ১২০০ ইউরো থেকে ২২০০ ইউরোর মত। তবে এই টিউশন ফি অনেক গুলো বিষয়ের উপর নির্ভর করে । তবে আপনি যদি ইচ্ছে করেন তবে খুব সহজেই আপনি যে কলেজে পড়ার জন্য যেতে চাচ্ছেন তাদের ওয়েব সাইটে গিয়ে চেক করে নিতে পারেন।
ইতালি যেতে কত টাকা লাগে ২০২৩
ইতালি যেতে কত টাকা লাগে ২০২৩– আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন আমি ইতালি যেতে
চাই তবে সে ক্ষেত্রে কত টাকা খরচ হবে? তবে আপনাদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে আপনি কোন ধরনের
ভিসায় ইতালি যেতে চান। কারণ ভিসার ধরন অনুযায়ী খরচের বিষয়টি নির্ভর করে। আর এই বিষয়ে
আমাদের সাইটে বিস্তারি আলোচনা করা হয়েছে। অর্থাৎ সেখানে ভিসার ক্যাটগরি অনুযায়ী কত খরচ হবে
তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর এই লেখাটি পড়তে এখানে ব্রাউজ করুন।
ইতালি ওয়ার্ক পারমিট এর শেষ উক্তি
পরিশেষে সকলকে ইতালি ওয়ার্ক পারমিট লেখাটির শুভেচ্ছা জানিয়ে শেষ করতে যাচ্ছি আজকের এই
লেখা টি। আশাকরি লিখাটি আপনাদের অনেক উপকারে লেগেছে। এছাড়াও আমাদের আরো অনেক
গুরুত্বপূর্ণ লেখা আছে, যে লেখাগুলো আপনাদের কাজে লাগবে। আর সেই প্রয়োজনীয়তা অনুভব করে
আমি আপনাদের সাথে নিচে লেখাগুলোর লিংক শেয়ার করে দিয়েছি। আশা করি সেখান থেকে পড়ে নিতে
পারবেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ইতালি ওয়ার্ক পারমিট লিখাটি পড়ার জন্য ।
ভাল লাগলে সবার সাথে শেয়ার করবেন। আর খারাপ লাগলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভাল
থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
একই জাতীয় আরো লেখা :
- ইতালি ভিসা খরচ ২০২৩
- ইতালির ভ্রমণ ভিসার জন্য খরচ
- ইতালির বিজনেস ভিসার খরচ
- ফ্যামিলি ভিসার খরচ ইতালির
- ইতালির জনক কে?
- ইতালির পতাকা
- ইতালির রাষ্ট্রিয় ধর্ম কি?
- ইতালির মানচিত্র
- ইতালির ভাষা কি?
- ইতালির টাকার নাম কি?
- ইতালির প্রধানমন্ত্রীর নাম কি?
- ইতালির শহর গুলোর নাম
- ইতালিতে বেতন কত?
- আজকে ইতালির টাকার মান কত?
- ইতালি টাকার ছবি
- ইতালি ভিসা আবেদন ফরম ২০২৩
- ইতালি ভিসা আবেদন করার নিয়ম
- ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন
- ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আপডেট
- ইতালি সিজনাল ভিসার রেজাল্ট ২০২৩
- লিবিয়া থেকে ইতালি যেতে কত টাকা লাগে
- বাংলাদেশ থেকে ইতালি যেতে কত সময় লাগে
- বাংলাদেশ থেকে ইতালি কত কিলোমিটার?
acticin without prescription
yasmin pill uk prescription
can i buy antabuse over the counter