24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » আমি তোমার সাথে কথা বলবো না

Gradings

আমি তোমার সাথে কথা বলবো না

24 Favor February 12, 2024

আমি তোমার সাথে কথা বলবো না  এই লেখায় সবাই কে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। এটা অনেকেরই কাছে নতুন একটি বিষয়। আমার জানা মতে এই রকম বিষয়ে কেউ

লিখেছে কিনা তা আমার কাছে সন্দেহ আছে। তবে বর্তমানে এই  বিষয়টি অনেকেই সার্চ করে থাকেন। কিন্তু আশানুরূপ ফল না পাওয়ার কারণে হতাশ হয়ে আমাকে এ বিষয়টি

নিয়ে লেখার অনুরোধ জানিয়েছে। তাদের উদ্দেশ্যই এখানে লেখা।  এ বিষয়টা হতে পারে বিভিন্ন কারণে দেখা যায় অনেক সময় প্রেমিক প্রেমিকার সাথে মন মনোমালিন্যের কারণে

অথবা অভিমানের কারণে আমরা যেকোনো কারণেই কথা বলে না।  কথা না বলার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তাই আজকে এখানে বেশ কিছু বিষয় উল্লেখ করবো

কথা না বলার কারণ হিসেবে। আর একই রকম কারণগুলো যদি হয়ে থাকে আপনার মধ্যেও তবে আপনার জন্যই আমার এই লেখা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন আশা করি ভাল

লাগবে।

আমি তোমার সাথে কথা বলবো না

যদি কেউ কারো সাথে রাগ করে বা অভিমান করে তখন সাধারণত বলে থাকে আমি তোমার সাথে কথা বলবো না। আসলে আজকে কে কোন পরিস্থিতিতে এই কথাটি বলে যে আমি

তোমার সাথে কথা বলব না এই  সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি এই অংশটুকু ভালোভাবে পড়েন তবে কি কি কারণে আমি তোমার সাথে কথা বলবো না

এ কথাগুলো বলতে পারে, এবং এখানে কিছু  গুরুত্বপূর্ণ সম্পর্ক যাদের মধ্যে বেশির ভাগ সময় এই ধরনের কথা হয়ে থাকে তাদের কথা গুলো এখানে তুলে ধরবো । আর এর বাহিরে

যদি হয় আপনার সমস্যা তবে এখান থেকে ধারণা নিয়ে তার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ।

প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে আমি তোমার সাথে কথা বলবো না

সাথারণত দেখা যায় যখন ক্লাস ৯ কিংবা ১০ম শ্রেনীতে কেউ লেখা পড়া করে থাকে আর যদি কোন কারণে এই সময় প্রেম করে তবে তাদের মধ্যে সবথেকে বেশি আবেগ কাজ

করে। আল্প একটু কথা কাটা কাটি বা সামন্য বিষয় নিয়েও মনের অমিল দেখা যায় আর তখন প্রেমিক কিংবা প্রেমিকা এই কথাটি বলে থাকে।

সমাধান:

আর এই ক্ষেত্রে নিজেদের একটু সাবধানতা থাকতে হবে। একজন আপর জনের চাহিদা বা চাওয়া পাওয়ার ক্ষেত্রে সর্তক থাকতে হবে। তবে কোন ভাবেই অসামাজিক কোন কাজে

লিপ্ত হওয়া যাবে না।

স্বামি-স্ত্রীর ক্ষেত্রে আমি তোমার সাথে কথা বলবো না

মেয়েদের মন হয় অনেক নরম। আর এরা সাধারণত থাকে অনেক বেশি আবেগী। আর তাই বাবা মার সংসার ছেড়ে যখন স্বামীর সংসার করতে যায় তখন তারা অনেক বিষয়ে মন

খারাপ করে থাকে । আর তাই তারা এই কথাটি বলে থাকে। আবার অনেক সময় স্বামীও তার স্ত্রীর কাছ থেকে আশানুরুপ পাওয়া থেকে বঞ্চিত হলে তখন এই কথা বলে থাকে।

করনীয়:

এক্ষেত্রে দুজনের এই ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে তাছাড়া সম্ভব না। কারণ সব সময় যদি একজন আরেকজনের দোষ খুঁজে বেড়ায়, তাহলে সংসারে মিল রেখে চলা

সম্ভব না। তাই আসুন আমরা একজন আরেকজনের শত্রু না ভেবে, সব সময় বন্ধু  হিসেবে চলার অভ্যাস গড়ে তুলুন। দেখবেন আস্তে আস্তে দুজনের মধ্যে অনেক মিল হয়ে গেছে।

সব সময় ভাবতে হবে একজন আরেকজনের পরম বন্ধু। একজন আরেকজনের বিপদের সাথী তবেই এ ধরনের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন।

অনেক জনপ্রিয় একটি লেখা যা অনেকেরই কাছে ভালোলেগেছে আর আপনিও সেই লেখাটি পড়তে পারেন আত্নীয় নিয়ে উক্তি।

মা -বাবা রাগ করে অনেক সময় বলে আমি তোমার সাথে কথা বলবো না

পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ আপনজন হচ্ছে মা-বাবা। আর তাই অনেক সময় আমাদের আচার-আচরণ

চলাফেরার কারণে মা-বাবা আমাদের সাথে কথা বলা থেকে বিরত থাকে। কারণ

আমরা যখন তাদের মনে কোনো একটা বিষয় নিয়ে দুঃখ দিয়ে থাকি তখন তারা অনেক দুঃখ

মনে নিয়ে  এই  কথাটি বলে। সত্যি বলতে  সহজেই কোন বাবা-মা চায়না তার সন্তানের

সাথে কথা বলা বন্ধ রাখতে। কিন্তু যখন মনে অনেক বেশি কষ্ট পায় তখন সাধারণত এ ধরনের কথা বলে থাকেন।

এই ধরনের সমস্যা থেকে দূরে থাকার উপায়:

যেহেতু বাবা-মা হচ্ছে সবচেয়ে পরম বন্ধু, এবং আমাদের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী । তাই তাদের

কথা আমাদের সর্বদায় মেনে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ । আমরা যেন

সবসময় বাবা মার বাধ্যগত থাকি সেদিকে খেয়াল রাখতে হবে, এবং আমাদের কাজকর্ম

চালচলনে যেন বাবা-মা কষ্ট না পায়। আমরা যেন ভাল কাজ করি যেটা বাবা মার সম্মানের

জন্য সহায়ক হয়। তাই জীবনের প্রতিটি স্তরে বাবা মার আদেশ উপদেশ মেনে চলা, এবং

তাদের সম্মানের জন্য কাজ করা। আর এর সাথে তাদের বৃদ্ধ বয়সে তাদেরকে যত্ন করা

হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। আর এই কাজগুলো করলে আমরা একদিকে যেমন

সমাজের কাছে সম্মানিত হবো। অন্যদিকে আমরা আখিরাতের জন্য হবে নাজাতের উসিলা।

এই লেখাটি আপনি পড়তে পারেন যা আপনার খুবিই কাজ  লাগবে। আর তা হলো নাভীর উপরে নিচে ব্যথা কিসের লক্ষণ।

আমি তোমার সাথে কথা বলবো না এর ইংরেজী

আমি তোমার সাথে কথা বলবো না অনেক সময় এই কথাটিকে অনেকেই ইংরেজিতে বলার জন্য

চেষ্টা করে থাকেন। কারণ বর্তমানে যেহেতু ইংরেজিতে কাউকে মেসেজ দেয়া হলো

একটি গর্বের  বিষয়  তাই অনেকেই ইন্টারনেটে খোঁজ করে থাকে এর ইংরেজী বাক্যটি।

আর তাদের জন্য এখানে দেয়া হলো সেই বাক্যটি যা আপনি শেয়ার করতে পারেন আপনার

বন্ধুদের সাথে অথবা আপনার আত্নীয়দের সাথে। I won’t talk to you

কথা বলবানা বলেছি কথা শুনবনা শুনেছি গান

একসময়কার জনপ্রিয় গান, যারা বিশেষ করে মধ্যবয়সী তাদের কাছে এই গানটি অনেক জনপ্রিয়।

বাংলাদেশের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন ও সূচরিতা এই গানটিতে অভিনয়

করেছেন।  তখন কার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকেই এই গান

বাবার বার শুনে থাকেন । আর  তাই এই গানটি  শুনার জন্য নিচে ক্লিক করুন। একই সাথে  আপনি

দেখে নিতে পারেন সুন্দর এই গানটি।

গানশুনার জন্য এখানে ক্নিক করুন।

 শেষ কথা

আশা করি উপরোক্ত  আমি তোমার সাথে কথা বলবো না লেখাটি আপনাদের অনেক ভালো লেগেছে।

আর আপনাদের বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান করাই হচ্ছে আমার দায়িত্ব।

আগামী দিনেও যেন আমি আরো সুন্দর সুন্দর লেখা আপনাদেরকে উপহার পাড়ি ।

আর আপনাদের যদি কোন বিষয়ে জানার আগ্রহ থাকে তবে আমার কাছে লিখতে পারেন। আমি

আপনাদেরকে সেই বিষয়ে লেখা উপহার দিব। আর এই লেখাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য

অনেক অনেক ধন্যবাদ। যদি আমি তোমার সাথে কথা বলবো না  লেথাটি

 ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

ফেসবুকে দেওয়ার জন্য ঈদের নতুন ফানি স্ট্যাটাস
ফেসবুকে দেওয়ার জন্য ঈদের নতুন ফানি স্ট্যাটাস: ঈদ আসলেই আমরা …

ফেসবুকে দেওয়ার জন্য ঈদের নতুন ফানি স্ট্যাটাস

Brazilian Independence Day Celebration
Brazilian Independence Day Celebration: Very fruitful and honorably Brazil celebrates …

Brazilian Independence Day Celebration

About The Author

24 Favor

No Responses

  1. Pingback: তুমি আসবে বলে কবিতা
    October 11, 2022

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh